ETV Bharat / briefs

মহাকাব্য নিয়ে বিতর্কিত মন্তব্য, ইয়েচুরির বিরুদ্ধে FIR - fir

গতকাল রামদেব সহ একাধিক ধর্মগুরু CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । রামায়ণ ও মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই অভিযোগ করা হয়েছে ।

সীতারাম ইয়েচুরি
author img

By

Published : May 5, 2019, 10:20 AM IST

হরিদ্বার (উত্তরাখণ্ড), 5 মার্চ : CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল । রামায়ণ ও মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই অভিযোগ করা হয়েছে ।

গতকাল যোগগুরু রামদেব ও অন্যান্য ধর্মগুরুরা ইয়েচুরির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন । রামদেব বলেন, "আমরা সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । তিনি আমাদের পূর্বপুরুষদের অপমান করেছেন । এটা অপরাধ । এই কাজের জন্য তাঁকে জেলে পোরা উচিত । আমরা এই বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি । "

বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরি BJP-কে আক্রমণ করতে গিয়ে রামায়ণ ও মহাভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন । তিনি বলেন, "সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন যে হিন্দুরা হিংসায় বিশ্বাস করে না । দেশে বহু রাজা যুদ্ধ করেছেন । এমন কী রামায়ণ ও মহাভারতেও হিংসার দৃষ্টান্ত রয়েছে । একজন প্রচারক হিসেবে আপনি একদিকে মহাকাব্যের কথা বলছেন, আর অন্যদিকে বলছেন হিন্দুরা হিংসাত্মক নয় ?"

রাজনীতিকরা ইয়েচুরির এই মন্তব্যের সমালোচনা করেছেন । শিবসেনা বলেছে, "CPI(M) - সাধারণ সম্পাদকের সীতারাম নামটা পালটে ফেলা উচিত ।"

হরিদ্বার (উত্তরাখণ্ড), 5 মার্চ : CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল । রামায়ণ ও মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই অভিযোগ করা হয়েছে ।

গতকাল যোগগুরু রামদেব ও অন্যান্য ধর্মগুরুরা ইয়েচুরির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন । রামদেব বলেন, "আমরা সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । তিনি আমাদের পূর্বপুরুষদের অপমান করেছেন । এটা অপরাধ । এই কাজের জন্য তাঁকে জেলে পোরা উচিত । আমরা এই বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি । "

বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরি BJP-কে আক্রমণ করতে গিয়ে রামায়ণ ও মহাভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন । তিনি বলেন, "সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন যে হিন্দুরা হিংসায় বিশ্বাস করে না । দেশে বহু রাজা যুদ্ধ করেছেন । এমন কী রামায়ণ ও মহাভারতেও হিংসার দৃষ্টান্ত রয়েছে । একজন প্রচারক হিসেবে আপনি একদিকে মহাকাব্যের কথা বলছেন, আর অন্যদিকে বলছেন হিন্দুরা হিংসাত্মক নয় ?"

রাজনীতিকরা ইয়েচুরির এই মন্তব্যের সমালোচনা করেছেন । শিবসেনা বলেছে, "CPI(M) - সাধারণ সম্পাদকের সীতারাম নামটা পালটে ফেলা উচিত ।"


Bhubaneswar (Odisha), May 04 (ANI): Odisha Chief Minister Naveen Patnaik addressed media after Cyclone Fani hit the coastal districts of the state. He informed, "A record of 1.2 million people were evacuated in 24 hours, 3.2 lakh from Ganjam, 1.3 lakh from Puri and almost 7000 kitchens catering to 9000 shelters were made functional overnight. This mammoth exercise involved more than 45,000 volunteers."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.