নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সোমবার বাজেট অধিবেশন শুরু হয়েছে । মঙ্গলবার সকাল 11টায় লোকসভায় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন । গত বছরের মতো 2022-এও বাজেটে কাগজ ব্যবহার করা হয়নি (Finance minister Nirmala Sitharaman to present the union budget 2022 today) ।
2021 থেকে এই পরিবর্তন শুরু হয়েছে । চিরাচরিত লেজার বা বই-খাতার বদলে নির্মলা সীতারমন ট্যাবলেট নিয়ে সংসদে এসে বাজেট পেশ করেছিলেন । গত বছর অর্থমন্ত্রীর বাজেট ভাষণ রেকর্ড গড়েছিল । ভারতের সংসদীয় ইতিহাসে এখনও পর্যন্ত এত দীর্ঘ বক্তৃতা কেউ দেননি । 2 ঘণ্টা 40 মিনিট ধরে তিনি বাজেট পেশ করেছিলেন ৷
কোভিড-19 প্রোটোকল মেনে এবার বাজেট থেকে বাদ গিয়েছে হালুয়া অনুষ্ঠান । বাজেট সূচনার আগে প্রতি বছর এই প্রতীকী অনুষ্ঠান হয় । বাজেট তৈরিতে অংশগ্রহণকারী সদস্যদের মিষ্টির পরিবর্তে এই হালুয়া পরিবেশন করা হয় । তবে এবছর তা থেকে বঞ্চিত হল বাজেট টিম । সোমবার সংসদের দুই কক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বক্তৃতার মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হয় । এরপর অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
আরও পড়ুন : Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়
এই সমীক্ষায় জানানা হয়েছে, আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । দাবি করা হয়েছে, 2022-23-এ আরও ব্যাপক হারে কোভিড-19 টিকাকরণ হবে, রফতানি বাড়বে, সরবরাহ ক্ষেত্রে সংস্কার নিয়েও আশা জাগানো হয়েছে সমীক্ষায় । নিয়ম শিথিল করে আরও বেশি মূলধন বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে এই অর্থনৈতিক সমীক্ষায় ।
11 ফেব্রুয়ারি অবধি চলবে প্রথম দফার বাজেট অধিবেশন । আশা করা যায়, দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশন 14 মার্চ শুরু হয়ে 8 এপ্রিল পর্যন্ত হবে । দেশ এখন করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের কবলে । এবার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন । আর এমন একটি বিশেষ সময়ে আজ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । আসছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনও ।