ETV Bharat / briefs

দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ফণী

ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফণী । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে মৎস্যজীবীরা সমুদ্র যেতে পারবেন । সবরকম সর্তকতা তুলে নেওয়া হয়েছে ।

দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ফণী
author img

By

Published : May 4, 2019, 8:24 PM IST

কলকাতা, 4 মে : ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফণী । আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী । এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর আর কোনও বিপর্যয়ের সম্ভাবনা নেই । পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হবে । বাড়তে পারে তাপমাত্রাও । আলিপুর আবহাওয়া অফিস সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ফণী কলকাতা থেকে 7 কিলোমিটার দূর দিয়ে চলে গেছে । আর কোনও বিপদের আশঙ্কা নেই ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে মৎস্যজীবীরা সমুদ্র যেতে পারবেন । সবরকম সর্তকতা তুলে নেওয়া হয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ।

কলকাতা, 4 মে : ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফণী । আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী । এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর আর কোনও বিপর্যয়ের সম্ভাবনা নেই । পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হবে । বাড়তে পারে তাপমাত্রাও । আলিপুর আবহাওয়া অফিস সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ফণী কলকাতা থেকে 7 কিলোমিটার দূর দিয়ে চলে গেছে । আর কোনও বিপদের আশঙ্কা নেই ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে মৎস্যজীবীরা সমুদ্র যেতে পারবেন । সবরকম সর্তকতা তুলে নেওয়া হয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.