ETV Bharat / briefs

গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত 40 কর্মী

গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি ।

gujrat
gujrat
author img

By

Published : Jun 3, 2020, 2:14 PM IST

Updated : Jun 3, 2020, 4:52 PM IST

দাহেজ, 3জুন : গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । জখম হয়েছেন 40জন কর্মী । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন । নিকটনবর্তী গ্রামবাসীদের ওই এলাকা থেকে সরানো হয়েছে । কারণ রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ।

দমকলকর্মীরা আগুন নেভানো এবং উদ্ধারের কাজ শুরু করেছেন । এখনও পর্যন্ত অনেক কর্মীকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা । কারখানা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে ।

জেলা প্রশাসনের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অন্তত 40জন কর্মী গুরুতর আহত । তাঁদের অনেকের শরীরের অনেক অংশ ঝলসে গিয়েছে । প্রত্যেককে জেলার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে ।

সম্পূর্ণ কারখানাতেই ছড়িয়ে পড়েছে আগুন । আজ দুপুরে ওই কারখানায় আগুন লাগে, সেইসময় অনেক কর্মীই কারখানায় কাজ করছিলেন । তাঁদের উদ্ধারের কাজ চলছে । স্থানীয় দুই গ্রামের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কারণ কারখানা থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রাশসন । এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।

দাহেজ, 3জুন : গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । জখম হয়েছেন 40জন কর্মী । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন । নিকটনবর্তী গ্রামবাসীদের ওই এলাকা থেকে সরানো হয়েছে । কারণ রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ।

দমকলকর্মীরা আগুন নেভানো এবং উদ্ধারের কাজ শুরু করেছেন । এখনও পর্যন্ত অনেক কর্মীকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা । কারখানা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে ।

জেলা প্রশাসনের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অন্তত 40জন কর্মী গুরুতর আহত । তাঁদের অনেকের শরীরের অনেক অংশ ঝলসে গিয়েছে । প্রত্যেককে জেলার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে ।

সম্পূর্ণ কারখানাতেই ছড়িয়ে পড়েছে আগুন । আজ দুপুরে ওই কারখানায় আগুন লাগে, সেইসময় অনেক কর্মীই কারখানায় কাজ করছিলেন । তাঁদের উদ্ধারের কাজ চলছে । স্থানীয় দুই গ্রামের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কারণ কারখানা থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রাশসন । এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।

Last Updated : Jun 3, 2020, 4:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.