ETV Bharat / briefs

"পুলিশ ও তৃণমূলের গুন্ডারা ঠিকানা বদলে ফেলুন", হুঁশিয়ারি দিলীপের

author img

By

Published : Apr 27, 2019, 3:23 AM IST

Updated : Apr 27, 2019, 5:46 AM IST

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে প্রচারে কোতুলপুরে যান দিলীপ ঘোষ । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুলিশ ও তৃণমূলের গুন্ডারা আপনাদের ঠিকানা বদলে ফেলুন ।"

নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ

বাঁকুড়া, 27 এপ্রিল : "পুলিশ ও তৃণমূলের গুন্ডারা আপনাদের ঠিকানা বদলে ফেলুন ।" বাঁকুড়ার কোতুলপুরে এসে এভাবেই হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

শুনুন বক্তব্য়

গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে প্রচারে কোতুলপুরে যান দিলীপ ঘোষ । সেখানে সৌমিত্র খাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জেনে গেছে জনতা, বিদায় নেবে মমতা । বিদায়ের আগে যারা এখনও চোখ দেখাচ্ছেন, তাদের বলে রাখি, 23 তারিখের পর কোথায় যাবেন ঠিক করে নিন । সারা ভারতবর্ষে BJP আছে । পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছিল । 23 তারিখ ঘোষণা হবে নির্বাচনের ফল । BJP 23-33 টি আসন পাবে । এখানে যে গুন্ডারা আমাদের ধমকাচ্ছে তাদের নাম লিখে রেখেছি । 23 তারিখের পর এখানে আর বাড়ির ভাত খেতে দেব না তাদের । জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে হবে । যারা ধমকাচ্ছেন, 23 তারিখের পর থেকে তাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে । এখন থেকেই জায়গা বা হোটেল বুক করুন ।"

তিনি বলেন, "পুলিশ এবং TMC-র যারা গুন্ডা তারা আপনাদের অভ্যাসটা এবার পালটে ফেলুন । সারা দেশ পালটে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পালটে যাচ্ছে । সারা ভারতবর্ষে আমরা জিতব । নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন । কেন্দ্রে আবার BJP ক্ষমতা আসবে । কেউ যদি মনে করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে তাহলে ভুল করছে ।"

বাঁকুড়া, 27 এপ্রিল : "পুলিশ ও তৃণমূলের গুন্ডারা আপনাদের ঠিকানা বদলে ফেলুন ।" বাঁকুড়ার কোতুলপুরে এসে এভাবেই হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

শুনুন বক্তব্য়

গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে প্রচারে কোতুলপুরে যান দিলীপ ঘোষ । সেখানে সৌমিত্র খাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জেনে গেছে জনতা, বিদায় নেবে মমতা । বিদায়ের আগে যারা এখনও চোখ দেখাচ্ছেন, তাদের বলে রাখি, 23 তারিখের পর কোথায় যাবেন ঠিক করে নিন । সারা ভারতবর্ষে BJP আছে । পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছিল । 23 তারিখ ঘোষণা হবে নির্বাচনের ফল । BJP 23-33 টি আসন পাবে । এখানে যে গুন্ডারা আমাদের ধমকাচ্ছে তাদের নাম লিখে রেখেছি । 23 তারিখের পর এখানে আর বাড়ির ভাত খেতে দেব না তাদের । জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে হবে । যারা ধমকাচ্ছেন, 23 তারিখের পর থেকে তাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে । এখন থেকেই জায়গা বা হোটেল বুক করুন ।"

তিনি বলেন, "পুলিশ এবং TMC-র যারা গুন্ডা তারা আপনাদের অভ্যাসটা এবার পালটে ফেলুন । সারা দেশ পালটে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পালটে যাচ্ছে । সারা ভারতবর্ষে আমরা জিতব । নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন । কেন্দ্রে আবার BJP ক্ষমতা আসবে । কেউ যদি মনে করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে তাহলে ভুল করছে ।"

আগুনে ভস্মিভূত ঘুসুড়ি জুট মিলের কয়ওক লক্ষ টাকার জিনিস। হাওড়া, ২১ এপ্রিল: আগুনে ভস্মিভূত হাওড়া শহরের অন্যতম পুরোনো হনুমান জুট মিল। আজ বেলা বারোটা নাগাদ হাওড়ার ঘুসুড়ি তে এই হনুমান জুট মিলের তাঁত গোডাউনে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দেন। এরপর ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারাই তৎপরতার সঙ্গে আগুনকে নিয়ন্ত্রণে আনে। দমকলসূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও প্রচুর মালের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান প্রায় কয়েক লক্ষ টাকার মালের ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহে গেলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা মিল কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও এই বাধার কারণ অজানা। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে সেখানে।
Last Updated : Apr 27, 2019, 5:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.