ETV Bharat / briefs

মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই - Malda corona situation

মালদায় কোরোনা সংক্রমিতের সংখ্যা হাজার ছুঁইছুঁই । পুলিশ বিভাগেই সংক্রমণ 100 ছাড়িয়েছে । তা সত্ত্বেও কন্টেনমেন্ট জ়োনে লকডাউন বহাল রাখতে রাস্তায় নেমেছেন পুলিশকর্মীরা ।

Malda covid 19 cases, malda corona situation
Malda covid 19 cases, malda corona situation
author img

By

Published : Jul 10, 2020, 7:52 PM IST

মালদা, 10 জুলাই : মালদা জেলায় ক্রমে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে আরও 44 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 989 ৷ এর মধ্যে পুলিশেই সংক্রমণের সংখ্যা 100 পেরিয়েছে ৷ এনিয়ে চিন্তিত জেলা পুলিশ কর্তারাও ৷ জেলার প্রতিটি থানায় প্রবেশের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার যেসব জায়গায় লকডাউন কঠোর করা হয়েছে, আজও সেই এলাকাগুলিতে পথে নেমেছে পুলিশ ৷


আজ জেলায় পাঁচ পুলিশকর্মীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সব মিলিয়ে জেলায় মোট 106 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত ৷ হবিবপুর থানার পাঁচ পুলিশ অফিসারই কোরোনা সংক্রমিত ৷ সংক্রমিত কালিয়াচক থানার IC সহ একাধিক পুলিশকর্মী ৷ শুধু তাই নয়, জেলা তৃণমূলের অনেক নেতা-কর্মীরাও সংক্রমিত । তৃণমূল নেত্রী মৌসম নুরের অফিসের এক সর্বক্ষণের কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৌসম বলেন, “ওই কর্মী 27 জুন দলীয় বৈঠকে বিনয় সরকার অতিথি আবাসে উপস্থিত ছিলেন ৷ সেই সভায় উপস্থিত এক নেত্রী ও তাঁর স্বামীর কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর সভায় থাকা আমরা সবাই কোয়ারানটিনে চলে যাই ৷ এরই মধ্যে ওই কর্মীর জ্বর আসে ৷ তিনি বাড়িতেই ছিলেন ৷ আজ তাঁর কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ কিন্তু তাঁর মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই ৷ তা ছাড়া সরকারি নির্দেশে শহরে লকডাউন কঠোরভাবে লাগু হওয়ার পরই আমরা দলীয় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ লকডাউন শেষ হলে অফিস খোলা হবে ৷ জেলায় কোরোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকার জন্যই অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত ৷”

এদিকে কোরোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে আজও পথে নেমেছে পুলিশ ৷ মালদা শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই বাহিনী নিয়ে নজরদারি চালিয়েছেন ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় ৷ তিনি সাফ জানিয়ে দেন, সংক্রমণ রোধে লকডাউনের কোনও জুড়ি নেই ৷ যেভাবেই হোক লকডাউন কার্যকর করতেই হবে ৷ তাতে প্রয়োজনে পুলিশ কঠোর পদক্ষেপ করতেও দ্বিধা করবে না ৷

মালদা, 10 জুলাই : মালদা জেলায় ক্রমে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে আরও 44 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 989 ৷ এর মধ্যে পুলিশেই সংক্রমণের সংখ্যা 100 পেরিয়েছে ৷ এনিয়ে চিন্তিত জেলা পুলিশ কর্তারাও ৷ জেলার প্রতিটি থানায় প্রবেশের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার যেসব জায়গায় লকডাউন কঠোর করা হয়েছে, আজও সেই এলাকাগুলিতে পথে নেমেছে পুলিশ ৷


আজ জেলায় পাঁচ পুলিশকর্মীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সব মিলিয়ে জেলায় মোট 106 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত ৷ হবিবপুর থানার পাঁচ পুলিশ অফিসারই কোরোনা সংক্রমিত ৷ সংক্রমিত কালিয়াচক থানার IC সহ একাধিক পুলিশকর্মী ৷ শুধু তাই নয়, জেলা তৃণমূলের অনেক নেতা-কর্মীরাও সংক্রমিত । তৃণমূল নেত্রী মৌসম নুরের অফিসের এক সর্বক্ষণের কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৌসম বলেন, “ওই কর্মী 27 জুন দলীয় বৈঠকে বিনয় সরকার অতিথি আবাসে উপস্থিত ছিলেন ৷ সেই সভায় উপস্থিত এক নেত্রী ও তাঁর স্বামীর কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর সভায় থাকা আমরা সবাই কোয়ারানটিনে চলে যাই ৷ এরই মধ্যে ওই কর্মীর জ্বর আসে ৷ তিনি বাড়িতেই ছিলেন ৷ আজ তাঁর কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ কিন্তু তাঁর মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই ৷ তা ছাড়া সরকারি নির্দেশে শহরে লকডাউন কঠোরভাবে লাগু হওয়ার পরই আমরা দলীয় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ লকডাউন শেষ হলে অফিস খোলা হবে ৷ জেলায় কোরোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকার জন্যই অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত ৷”

এদিকে কোরোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে আজও পথে নেমেছে পুলিশ ৷ মালদা শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই বাহিনী নিয়ে নজরদারি চালিয়েছেন ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় ৷ তিনি সাফ জানিয়ে দেন, সংক্রমণ রোধে লকডাউনের কোনও জুড়ি নেই ৷ যেভাবেই হোক লকডাউন কার্যকর করতেই হবে ৷ তাতে প্রয়োজনে পুলিশ কঠোর পদক্ষেপ করতেও দ্বিধা করবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.