জয়পুর, 10 জুলাই : রাজস্থানের সিকার জেলায় গাছের ডালে ফাঁস লাগিয়ে যুগলের আত্মহত্যা । মৃত যুবকের নাম জাহবারমাল বালাই। মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি । ঘটনাটি মালখেদা গ্রামের উদ্যোগ নগর থানার।
উদ্যোগ নগরের SHO পবন চৌবে জানান, "মেয়েটি ও তার মৃত প্রেমিক জাহবারমাল বালাই গতরাতে জাহবারমাল খামারে যায়। তারপর দড়ি ব্যবহার করে খামারের কাছের একটি গাছের ডাল থেকে ঝুলে পড়ে।"
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় SK হাসপাতালে নিয়ে যায় । মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।