দিল্লি, 24 জুন : দলের সভাপতি পদে রাহুল গান্ধিকে ফের বসানোর জল্পনা উড়িয়ে দেওয়া হল কংগ্রেসের তরফে। দলের তরফে জানানো হয়েছে, গতকাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। দলীয় মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা বলেন, " এটি প্রত্যেক কংগ্রেস কর্মীর অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে৷ বৈঠকে চিনা আগ্রাসন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মহামারীর ফলে সৃষ্ট বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। " কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি কে সি বেণুগোপাল বলেন, " এই ধরনের কোনও আলোচনা হয়নি। "
তবে সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বৈঠকে রাহুল গান্ধিকে দলের প্রধান বানানোর প্রস্তাব দিয়েছেন। 2019 সালে নির্বাচনে হারের পর রাহুল গান্ধি সভাপতি পদ থেকে ইস্তফা দেন৷ এবং গত অগাস্ট মাসে সনিয়া গান্ধিকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।
বর্তমানে চিনা অনুপ্রবেশ নিয়ে BJP-র তুমুল সমালোচনা করেছেন রাহুল গান্ধি এবং সরকারের কাছে একের পর এক প্রশ্ন তুলে একপ্রকার অস্বস্তিতে ফেলেছেন মোদি সরকারকে।গতবছর দলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার সময় রাহুল গান্ধি দলের প্রবীণ নেতাদের উপর দোষ দিয়ে সহযোগিতা না করা অভিযোগ তোলেন।
মোদির বিরুদ্ধে রাফায়েল ইশু নিয়েও রাহুল গান্ধির পাশে দলের অল্প কয়েকজনই দাঁড়িয়েছিলেন।