কলকাতা, 16 অক্টোবর : কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে হাতে পেতে আগেই পটনায় গিয়েছিল CID । জেলবন্দী ওই দুষ্কৃতীকে জেরা না করেই ফিরে আসতে হয়েছিল তদন্তকারীদের । তৈরি হয়েছিল বেশ কিছু জটিলতা । ফলে খালি হাতে ফিরেছিলেন CID-র অফিসাররা । এবার আটঘাঁট বেঁধে ফের পটনা গেল CID-র দল ।
CID-র দাবি, পটনার জেলে বন্দী সুবোধ সিং BJP নেতা মণীশ শুক্লা খুনে মূল চক্রী । জেলে বসেই সে তৈরি করে এই খুনের ব্লু প্রিন্ট । এই ঘটনায় গ্রেপ্তার হওয়া নাসির খানকে জেরা করে এমন তথ্যই পেয়েছেন তদন্তকারীরা ।
CID সূত্রের খবর, এই খুনের জন্য বিহার থেকে পাঠানো হয়েছিল বন্দুকবাজদের । তাদের আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের জোগানও দিয়েছে সুবোধ । CID জানতে পেরেছে এর আগে রাজ্যের বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিল ওই দুষ্কৃতী । 2017 সালে আসানসোলে একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে হামলা চালিয়ে লুট করে 28 কেজি সোনা । 2010 টিটাগড়ে একটি ব্যাঙ্ক ডাকাতিতেও যুক্ত ছিল সে । অর্থাৎ টিটাগড়ের অন্ধকার জগৎ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল সুবোধ । এ তল্লাটের বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা । সব মিলিয়ে মণীশ খুনে মূল ষড়যন্ত্রী হিসেবে সুবোধের নাম উঠে আসায় তাকে রাজ্যে নিয়ে এসে জেরা করার প্রয়োজনীয়তা দেখছে CID ।
সেই সূত্রে গতকাল ব্যারাকপুর আদালতে জানানো হয় আবেদন । ব্যারাকপুর আদালত সেই আবেদন মঞ্জুর করেছে । বলা হয়েছে, 28 অক্টোবরের মধ্যে তাকে ব্যারাকপুরের আদালতে পেশ করতে হবে। আদালতের এই নির্দেশিকাকে সঙ্গে নিয়ে ফের পটনা রওনা দিয়েছে CID-র টিম ।
এদিকে এই খুনের ঘটনায় CBI তদন্ত চেয়ে BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । সেই মামলার সূত্র ধরে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজকের মধ্যে এই মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে আদালতে । প্রিয়াঙ্কা আদালতে দাবি করেছেন, পুলিশ মণীশের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে । সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হতে ভয় পাচ্ছে । একইসঙ্গে তাঁর বক্তব্য, পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে মণীশের পরিবার । আজ এই মামলার শুনানি হওয়ার কথা ।