ETV Bharat / briefs

চিনে 4 অ্যামেরিকান সেনেটরের প্রবেশে নিষেধাজ্ঞা

author img

By

Published : Jul 13, 2020, 8:06 PM IST

চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির নীতি নিয়ে সমালোচনা করেছিল অ্যামেরিকা । তারপরই চার অ্যামেরিকার সেনেটরের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার ।

US senetors
China-US relation

বেজিং, 13 জুলাই : অ্যামেরিকান সেনেটর মার্কো রুবিও এবং টেড ক্রুজ়, প্রতিনিধি ক্রিস স্মিথ এবং ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত শ্যাম ব্রাউনব্যাকের প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে চিন সরকার । চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির নীতি নিয়ে অ্যামেরিকার সমালোচনার পরই আজ এই সিদ্ধান্ত নেয় তারা ।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, “অ্যামেরিকার এই পদক্ষেপ চিন-অ্যামেরিকা সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে । এই পদক্ষেপ সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেই মনে করে চিন ।”

জ়িনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার চিনা কমিউনিস্ট পার্টির কয়েকজন ঊর্ধ্বতন কর্তার ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করে অ্যামেরিকা । তারই পালটা হিসেবে চার অ্যামেরিকান সেনেটরের চিনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিল সেদেশের সরকার । যদিও এই চার অ্যামেরিকান সেনেটরদের কারও চিন সফরের পরিকল্পনা ছিল বলে কোনও খবর পাওয়া যায়নি ।

বেজিং, 13 জুলাই : অ্যামেরিকান সেনেটর মার্কো রুবিও এবং টেড ক্রুজ়, প্রতিনিধি ক্রিস স্মিথ এবং ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত শ্যাম ব্রাউনব্যাকের প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে চিন সরকার । চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির নীতি নিয়ে অ্যামেরিকার সমালোচনার পরই আজ এই সিদ্ধান্ত নেয় তারা ।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, “অ্যামেরিকার এই পদক্ষেপ চিন-অ্যামেরিকা সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে । এই পদক্ষেপ সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেই মনে করে চিন ।”

জ়িনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার চিনা কমিউনিস্ট পার্টির কয়েকজন ঊর্ধ্বতন কর্তার ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করে অ্যামেরিকা । তারই পালটা হিসেবে চার অ্যামেরিকান সেনেটরের চিনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিল সেদেশের সরকার । যদিও এই চার অ্যামেরিকান সেনেটরদের কারও চিন সফরের পরিকল্পনা ছিল বলে কোনও খবর পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.