ETV Bharat / briefs

আয়লার আতঙ্ক ফেরাচ্ছে ফণী - modi gives 235 crores

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলা করতে বাংলাকে 235 কোটি বরাদ্দ করল কেন্দ্র । পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর জন্যও অর্থ বরাদ্দ করল কেন্দ্র ।

author img

By

Published : May 2, 2019, 4:58 AM IST

Updated : May 3, 2019, 11:05 AM IST

কলকাতা ও সুন্দরবন, 2 মে : 2009-এর মে মাস । তখন দাবদাহের রেশ চলছে পশ্চিমবঙ্গজুড়ে । এর মাঝেই আবহাওয়া অফিস জারি করল আয়লার সতর্কতা । 23 মে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী ।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ঘণ্টায়‌ 70 থেকে 80 কিমি বেগে ঝড় বইতে পারে । সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও । সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে । ওড়িশা হয়ে ফণী আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে । বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ফণী । মৎস্যজীবীদের 2 মে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । 2- 4 মে সাগর ও বকখালির পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছে । এর পাশাপাশি প্রশাসনকে এই কয়েকটা দিন সজাগ থাকা ও রিলিফ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল দুপুর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইক নিয়ে প্রচার চালাচ্ছে প্রশাসন । প্রশাসনের সতর্কবার্তায় জঙ্গল ছাড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা ।

এই সংক্রান্ত খবর : ফণীর জন্য আগাম সতর্কতা, বাতিল দক্ষিণ-পূর্ব রেলের 43টি ট্রেন

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলা করতে বাংলার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । নবান্ন সূত্রে খবর, এই বরাদ্দকৃত অর্থের পরিমাণ 235 কোটি । পশ্চিমবঙ্গ ছাড়াও সমুদ্র উপকূলবর্তী রাজ্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর জন্যও অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র । মোট বরাদ্দ অর্থের পরিমাণ 1086 কোটি টাকা ।

এই সংক্রান্ত খবর : শক্তিশালী হচ্ছে ফণী, ওড়িশার 11 জেলায় প্রত্যাহার আদর্শ আচরণ বিধি

কেন্দ্র-রাজ্যের উদ্যোগ, আবহাওয়া অফিসের সতর্কতা সত্ত্বেও আশার আলো দেখতে পাচ্ছেন না উপকূলবর্তী এলাকার বাসিন্দারা । আশুতোষ মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, "কী করে কী হবে জানি না । যা হোক করে সংসার চালাতে হবে । আয়লার সময় সব শেষ হয়ে গেছিল । জানি না ফণী কতটা ক্ষতি করবে ।" যদিও প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, মৎস্যজীবীসহ উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদে নিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ্য । ক্ষয়ক্ষতি রুখতেও সচেষ্ট রাজ্য সরকার ।

এই সংক্রান্ত খবর : ধেয়ে আসছে ফণী, ওড়িশা উপকূলে হলুদ সতর্কতা জারি

কলকাতা ও সুন্দরবন, 2 মে : 2009-এর মে মাস । তখন দাবদাহের রেশ চলছে পশ্চিমবঙ্গজুড়ে । এর মাঝেই আবহাওয়া অফিস জারি করল আয়লার সতর্কতা । 23 মে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী ।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ঘণ্টায়‌ 70 থেকে 80 কিমি বেগে ঝড় বইতে পারে । সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও । সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে । ওড়িশা হয়ে ফণী আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে । বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ফণী । মৎস্যজীবীদের 2 মে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । 2- 4 মে সাগর ও বকখালির পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছে । এর পাশাপাশি প্রশাসনকে এই কয়েকটা দিন সজাগ থাকা ও রিলিফ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল দুপুর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইক নিয়ে প্রচার চালাচ্ছে প্রশাসন । প্রশাসনের সতর্কবার্তায় জঙ্গল ছাড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা ।

এই সংক্রান্ত খবর : ফণীর জন্য আগাম সতর্কতা, বাতিল দক্ষিণ-পূর্ব রেলের 43টি ট্রেন

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলা করতে বাংলার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । নবান্ন সূত্রে খবর, এই বরাদ্দকৃত অর্থের পরিমাণ 235 কোটি । পশ্চিমবঙ্গ ছাড়াও সমুদ্র উপকূলবর্তী রাজ্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর জন্যও অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র । মোট বরাদ্দ অর্থের পরিমাণ 1086 কোটি টাকা ।

এই সংক্রান্ত খবর : শক্তিশালী হচ্ছে ফণী, ওড়িশার 11 জেলায় প্রত্যাহার আদর্শ আচরণ বিধি

কেন্দ্র-রাজ্যের উদ্যোগ, আবহাওয়া অফিসের সতর্কতা সত্ত্বেও আশার আলো দেখতে পাচ্ছেন না উপকূলবর্তী এলাকার বাসিন্দারা । আশুতোষ মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, "কী করে কী হবে জানি না । যা হোক করে সংসার চালাতে হবে । আয়লার সময় সব শেষ হয়ে গেছিল । জানি না ফণী কতটা ক্ষতি করবে ।" যদিও প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, মৎস্যজীবীসহ উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদে নিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ্য । ক্ষয়ক্ষতি রুখতেও সচেষ্ট রাজ্য সরকার ।

এই সংক্রান্ত খবর : ধেয়ে আসছে ফণী, ওড়িশা উপকূলে হলুদ সতর্কতা জারি

Intro:ফণীর দাপট মোকাবিলা করতে বাংলাকে অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জন্য ২৩৫ কোটির অর্থ বরাদ্দ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তিনটি রাজ্যর জন‍্যও হল অর্থ বরাদ্দ। এই রাজ্য গুলি হল ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। মোট চার সমুদ্র উপকূলবর্তী রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ হলো ১০৮৬ কোটি টাকা।Body:ভোট প্রক্রিয়া চললেও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা করতে তৎপর কেন্দ্রীয় প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল মোদি সরকার। রাজনৈতিক অবস্থান ভুলে চার রাজ্যকে আর্থিক সাহায্য দিল কেন্দ্র। তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য মোট ১০৮৬ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ২৩৫ কোটি টাকা শুধুমাত্র বাংলার জন্য। ফণীর তান্ডবে সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এটা বিবেচনা করেই আগাম আর্থিক সাহায্য দিল কেন্দ্র। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ঘণ্টায়‌ ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে । সম্ভবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও । পর্যটকদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সমুদ্রে নামতে ইতিমধ্যেই কড়া সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ভোট প্রক্রিয়া চলার মধ্যেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি রুখতে একযোগে তৎপর কেন্দ্র ও রাজ্যগুলি । কেন্দ্রের আর্থিক সাহায্যের ফলে কৃষির ক্ষতি , সাধারণ মানুষের ঘরবাড়ি নষ্ট সহ নানান ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে সচেষ্ট হবে রাজ্য গুলি।
Conclusion:
Last Updated : May 3, 2019, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.