ETV Bharat / briefs

BJP explains merits of Union Budget: কেন্দ্রীয় বাজেট আত্মনির্ভর ভারতের জন্য, দেশজুড়ে প্রচার করবে গেরুয়া শিবির

2022-এর কেন্দ্রীয় বাজেট মানুষের মঙ্গলের জন্য, আত্মনির্ভর ভারত তৈরির জন্য । এই সারমর্ম বোঝাতে সারা দেশে বিজেপি সাংসদ, নেতা, কর্মীরা প্রচারে নামছে (BJP explains merits of Union Budget)।

BJP MPs explain Union Budget
BJP explain Union Budget 2022
author img

By

Published : Feb 3, 2022, 7:10 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : বাজেট কতটা কল্যাণকর, তা বোঝাতে একেবারে কোমর বেঁধে মাঠে নামছে মোদি সরকার । 2022-এর কেন্দ্রীয় বাজেট কতটা মানুষের জন্য, তার প্রচারে বিজেপি কার্যালয়ের বিভিন্ন পদাধিকারী, সাংসদ এবং অন্য নেতারা দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে (BJP to explain merits of Union Budget 2022 across the country) ।

5, 6, 12 এবং 13 ফেব্রুয়ারি বিজেপি সাংসদরা তাঁদের নিজের নিজের এলাকার মানুষকে জানাবেন, এই বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তুলতে কতটা কার্যকরী । সূত্রে জানা গিয়েছে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে বাজেট মাহাত্ম্য ছড়িয়ে দিতে বিভিন্ন রাজ্যকে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে ।

বুধবার, 2 ফেব্রুয়ারি বাজেট পেশের পর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দেশের বিজেপি নেতাদের বাজেট বিশ্লেষণ করে বুঝিয়ে দেন । এতে দলের সব সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

উপরে উল্লিখিত তারিখগুলিতে বিজেপি সাংসদরা তাঁদের লোকসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করবেন । দলের বিভিন্ন পদাধিকারীরা জেলায় জেলায় বাজেটের বিশেষ দিকগুলি প্রচার করবেন । বাজেটে যে সব প্রকল্পের কথা বলা হয়েছে, তা নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবে বিজেপি । এটা 15 দিন ধরে চলবে ।

কেন্দ্রীয় বাজেট 2022 নিজেদের ওয়েবসাইটে আপলোড করা ছাড়াও আঞ্চলিক ভাষায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে । প্রধানমন্ত্রীর দাবি, এই বাজেট আত্মনির্ভর ভারত এবং আধুনিক ভারত গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ ।

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : বাজেট কতটা কল্যাণকর, তা বোঝাতে একেবারে কোমর বেঁধে মাঠে নামছে মোদি সরকার । 2022-এর কেন্দ্রীয় বাজেট কতটা মানুষের জন্য, তার প্রচারে বিজেপি কার্যালয়ের বিভিন্ন পদাধিকারী, সাংসদ এবং অন্য নেতারা দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে (BJP to explain merits of Union Budget 2022 across the country) ।

5, 6, 12 এবং 13 ফেব্রুয়ারি বিজেপি সাংসদরা তাঁদের নিজের নিজের এলাকার মানুষকে জানাবেন, এই বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তুলতে কতটা কার্যকরী । সূত্রে জানা গিয়েছে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে বাজেট মাহাত্ম্য ছড়িয়ে দিতে বিভিন্ন রাজ্যকে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে ।

বুধবার, 2 ফেব্রুয়ারি বাজেট পেশের পর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দেশের বিজেপি নেতাদের বাজেট বিশ্লেষণ করে বুঝিয়ে দেন । এতে দলের সব সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

উপরে উল্লিখিত তারিখগুলিতে বিজেপি সাংসদরা তাঁদের লোকসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করবেন । দলের বিভিন্ন পদাধিকারীরা জেলায় জেলায় বাজেটের বিশেষ দিকগুলি প্রচার করবেন । বাজেটে যে সব প্রকল্পের কথা বলা হয়েছে, তা নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবে বিজেপি । এটা 15 দিন ধরে চলবে ।

কেন্দ্রীয় বাজেট 2022 নিজেদের ওয়েবসাইটে আপলোড করা ছাড়াও আঞ্চলিক ভাষায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে । প্রধানমন্ত্রীর দাবি, এই বাজেট আত্মনির্ভর ভারত এবং আধুনিক ভারত গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.