ETV Bharat / briefs

শালতোড়ায় BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - Clash

পুলিশের সামনে এক BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

জখম গুলি
author img

By

Published : May 24, 2019, 3:19 PM IST

শালতোড়া, 24 মে : বাঁকুড়ার শালতোড়ায় পুলিশের সামনেই BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এদিকে, স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে BJP-র বিরদ্ধে ।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ের পর গতরাতে শালতোড়া বাজার এলাকায় আনন্দে মাতেন স্থানীয় BJP কর্মীরা । অভিযোগ, তখন শালতোড়ার ব্লক তৃণমূল সভাপতি কালীপদ রায় ও তাঁর অনুগামীরা মহিলা BJP কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করে । বিষয়টি নিযে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই BJP কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় । BJP-এর অভিযোগ, তারপরই তাদের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তা যদিও তাঁর গায়ে লাগেনি । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ BJP-এর ।

এদিকে তৃণমূলের অভিযোগ, কালীপদ রায়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে BJP ।

শালতোড়া, 24 মে : বাঁকুড়ার শালতোড়ায় পুলিশের সামনেই BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এদিকে, স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে BJP-র বিরদ্ধে ।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ের পর গতরাতে শালতোড়া বাজার এলাকায় আনন্দে মাতেন স্থানীয় BJP কর্মীরা । অভিযোগ, তখন শালতোড়ার ব্লক তৃণমূল সভাপতি কালীপদ রায় ও তাঁর অনুগামীরা মহিলা BJP কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করে । বিষয়টি নিযে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই BJP কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় । BJP-এর অভিযোগ, তারপরই তাদের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তা যদিও তাঁর গায়ে লাগেনি । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ BJP-এর ।

এদিকে তৃণমূলের অভিযোগ, কালীপদ রায়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে BJP ।

Intro:বিজয় মিছিল কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ গুলিবিদ্ধ বিজেপি নেতা বাঁকুড়া শালতোড়াতে‌Body:বিজেপির পটকা ফাটানো কে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল বাঁকুড়ার শালতোড়া।ঘটনার সূত্রপাত গতকাল রাত্রে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় বিজেপির ব্যাপক জয়ের পর শালতোড়ার বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মাতেন শালতোড়া বাজার এলাকায়। অভিযোগ সেই সময় শালতোড়া ব্লকের ব্লক সভাপতি কালিপদ রায় ও তার অনুগামীরা বিজেপি মহিলা কর্মীদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই পরিপেক্ষিতে বিজেপির কর্মী ও সমর্থকরা শালতোড়া থানায় জমায়েত করলে তৃণমূল পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ক্ষণিকের মধ্যে হাতাহাতি রূপ নেয় গুলি ও আগ্নেয়াস্ত্রে। শালতোড়া ব্লকের বিজেপি নেতা বিদ্যুৎ দাস কে লক্ষ্য শালতোডার মাঝ বাজারে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিদ্যুৎ দাসের কান ঘেসে গুলি বেরিয়ে গেলে বিদ্যুৎ দাস অল্প বিস্তর গুলিবিদ্ধ হন। ঘটনায় সমস্ত অভিযোগের আঙুল ব্লক সভাপতি কালিপদ রায়ের বিরুদ্ধে। পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে বিজেপি। এলাকা পুরোপুরি এখনো থমথমে।অপর দিকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ব্লক সভাপতি কালিপদ রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।Conclusion:বাইট বিদ্যুৎ দাস, গুলিবিদ্ধ বিজেপি নেতা

For All Latest Updates

TAGGED:

BJPTMCClash
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.