ETV Bharat / briefs

ট্রাক ধর্মঘটের জেরে হয়রানির শিকার ট্রাক চালক থেকে খালাসি

author img

By

Published : Oct 12, 2020, 8:04 PM IST

তিন দফা দাবিতে 72 ঘণ্টা ব্যাপী রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন ।

Truck strike
Truck strike

চন্দ্রকোণারোড, 12 অক্টোবর : তিন দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট । ধর্মঘটের জেরে নাজেহাল ট্রাকের চালক থেকে খালাসিরা । ধর্মঘটের জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার মালবাহী ট্রাক । অভিযোগ, নেই পর্যাপ্ত খাবার ও পানীয় জলের ব্যবস্থা ।

তিন দফা দাবিতে 72 ঘণ্টা ব্যাপী রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন । দাবি, এক্সেল পাসিং, 2018 সালে কেন্দ্রে এই আইন পাস হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে চালু করা হয়নি এই আইন । এই আইন অবিলম্বে চালু করতে হবে । অন্যদিকে ওভারলোডিং অবিলম্বে বন্ধ করতে হবে ।

আজ ধর্মঘটের জেরে গড়বেতা থেকে চন্দ্রকোণা হয়ে শালবনি পর্যন্ত প্রায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পড়ে । সমস্যায় পড়তে হয় ট্রাকের চালক থেকে খালাসিদের । কারণ তাদের কাছে নেই পর্যাপ্ত কোনও খাবারের ব্যবস্থা ও জলের ব্যবস্থা ।

তানজির, পেশায় খালাসি জানান, পুলিশের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলছে । এ জন্য ট্রাক মালিকরা শেষপর্যন্ত পথে নামতে বাধ্য হয়েছে । বলেন, "তবে এই ধর্মঘটের জেরে আমাদের খাবার এবং জলের সমস্যা হয়েছে । এখানে কোনও ব্যবস্থা নেই । কাছে -পিঠে কোনও খাবারের দোকানও নেই ।

সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, "আমরা মূলত তিনটি দাবিতে এই অবরোধ শুরু করেছি । আপৎকালীন অবস্থায় যদিও 28 টি রাজ্য সমস্ত দাবি মেনে নিয়েছে অনেক আগেই । কিন্তু আমাদের রাজ্য বারবার আশ্বাস দিলেও আমাদের দাবি মেনে নেয়নি । এই তিন দিনের ধর্মঘটে আমাদের দাবি মানা হলে তবেই আমরা অবরোধ তুলবো, না হলে আগামী দিনে পুজোর পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে নামতে হবে আমাদের ।"

চন্দ্রকোণারোড, 12 অক্টোবর : তিন দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট । ধর্মঘটের জেরে নাজেহাল ট্রাকের চালক থেকে খালাসিরা । ধর্মঘটের জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার মালবাহী ট্রাক । অভিযোগ, নেই পর্যাপ্ত খাবার ও পানীয় জলের ব্যবস্থা ।

তিন দফা দাবিতে 72 ঘণ্টা ব্যাপী রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন । দাবি, এক্সেল পাসিং, 2018 সালে কেন্দ্রে এই আইন পাস হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে চালু করা হয়নি এই আইন । এই আইন অবিলম্বে চালু করতে হবে । অন্যদিকে ওভারলোডিং অবিলম্বে বন্ধ করতে হবে ।

আজ ধর্মঘটের জেরে গড়বেতা থেকে চন্দ্রকোণা হয়ে শালবনি পর্যন্ত প্রায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পড়ে । সমস্যায় পড়তে হয় ট্রাকের চালক থেকে খালাসিদের । কারণ তাদের কাছে নেই পর্যাপ্ত কোনও খাবারের ব্যবস্থা ও জলের ব্যবস্থা ।

তানজির, পেশায় খালাসি জানান, পুলিশের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলছে । এ জন্য ট্রাক মালিকরা শেষপর্যন্ত পথে নামতে বাধ্য হয়েছে । বলেন, "তবে এই ধর্মঘটের জেরে আমাদের খাবার এবং জলের সমস্যা হয়েছে । এখানে কোনও ব্যবস্থা নেই । কাছে -পিঠে কোনও খাবারের দোকানও নেই ।

সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, "আমরা মূলত তিনটি দাবিতে এই অবরোধ শুরু করেছি । আপৎকালীন অবস্থায় যদিও 28 টি রাজ্য সমস্ত দাবি মেনে নিয়েছে অনেক আগেই । কিন্তু আমাদের রাজ্য বারবার আশ্বাস দিলেও আমাদের দাবি মেনে নেয়নি । এই তিন দিনের ধর্মঘটে আমাদের দাবি মানা হলে তবেই আমরা অবরোধ তুলবো, না হলে আগামী দিনে পুজোর পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে নামতে হবে আমাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.