কলকাতা, 1 অক্টোবর : জন্মের পর থেকে 54 দিন বয়স পর্যন্ত হাসপাতালে ছিল এক নবজাতক । ওই হাসপাতালে তার সম্পূর্ণ চিকিৎসা করা হয়নি । চিকিৎসার খরচ হিসাবে বিল বাড়িয়ে তোলার জন্য দিনের পর দিন তাকে সেখানে রেখে দেওয়া হয়েছিল । পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে এমনই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ। এই মামলায় বিচারের জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন ।
কমিশন জানিয়েছে, পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে গতবছর 27 নভেম্বর এই শিশুকন্যার জন্ম হয়েছিল । নবজাতক প্রিম্যাচিওর বেবি ছিল ।শিশুর মা যখন 33 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন শিশুর জন্ম হয়েছিল । জন্মের পর থেকে 54 দিন বয়স পর্যন্ত পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে তাকে ভরতি রাখা হয়েছিল । রাজ্যের স্বাস্থ্য কমিশনে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, 54 দিন ওই হাসপাতালে ভরতি থাকলেও সেখানে তাকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হয়নি । চিকিৎসার খরচ হিসাবে হাসপাতালের বিল বাড়ানোর জন্য শিশুটিকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল । বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসা হচ্ছিল না তাই পরে তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সরকারি হাসপাতালে চিকিৎসার পরে ওই শিশুকে বাড়ি নিয়ে যান অভিভাবকরা ।
কমিশন জানিয়েছে, এই ঘটনায় কমিশনের যখন অভিযোগ দায়ের করা হয়েছিল, তখন বেসরকারি ওই হাসপাতালে এই শিশুর চিকিৎসা না হওয়ার কথা জানানো হয়েছিল । তখন COVID-19-এর এই মহামারী পরিস্থিতি ছিল না । এদিকে, এই অভিযোগ জানানোর পরে COVID-19-এর পরিস্থিতির মধ্যে শিশুটি ফের অসুস্থ হয়ে পড়ে । পরে তার মৃত্যু হয় ।কমিশন জানিয়েছে, COVID-19-এর এই অতিমারী পরিস্থিতির মধ্যে এই শিশুর মৃত্যুর আগে পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে । তাই এই অভিযোগে শিশুর মৃত্যুর বিষয়টি নেই । পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে কমিশনে দায়ের হওয়া এই অভিযোগের বিচারের জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । গোটা বিষয়টি খতিয়ে দেখবেন মেডিকেল বোর্ডের সদস্যরা । মেডিকেল বোর্ড যে রিপোর্ট পেশ করবে কমিশনে, তার উপর ভিত্তি করে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন ।
এ দিকে, পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে অন্য আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে । কমিশন জানিয়েছে, এক রোগীর হাঁটুর অস্ত্রোপচারের ক্ষেত্রে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে । এই ঘটনায় বিচারের জন্য এই অভিযোগটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে পাঠানো হয়েছে ।