ETV Bharat / briefs

Atin Ghosh slams Modi : নেতাজি সংক্রান্ত তথ্য এখনও গোপন, মোদিকে আক্রমণ অতীন ঘোষের - Atin Ghosh slams PM Narendra Modi over Netaji documents issue

নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ না-করার জন্য প্রধানমন্ত্রীকে একহাত নিলেন অতীন ঘোষ (Atin Ghosh slams Centre over Netaji documents issue ) । রবিবার শ্যামবাজারের নেতাজি জয়ন্তীর একটি অনুষ্ঠানে মোদির সমালোচনা করেন তিনি ।

Republic Day 2022
মোদিকে আক্রমণ অতীন ঘোষের
author img

By

Published : Jan 23, 2022, 8:17 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্রভাবে আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক অতীন ঘোষ (Atin Ghosh slams Centre over Netaji documents issue ) । অতীন বলেন, "নেতাজির মূর্তি বসিয়ে নিজের পাপস্খলন করতে পারবেন না নরেন্দ্র মোদি ।" সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক ও বেলগাছিয়া কাশিপুর কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ।

এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন উপ-মহানাগরিক অতীন ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ একাধিক কাউন্সিলর । অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতীন । কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৎকালীন কংগ্রেস সরকার যা করেছিল, সেই একই পথে হাঁটছে বর্তমান বিজেপি সরকার ।”

মোদিকে আক্রমণ করে অতীন বলেন, "নরেন্দ্র মোদি আপনি তো মূর্তি বসাতে আসেননি । আপনি বলেছিলেন, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যু রহস্য উদঘাটন করবেন । যেদিন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সেদিন আপনি প্রকাশ্যে বলেছিলেন, ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কে যে সমস্ত তথ্য আছে তা সবটাই প্রকাশ করব । আজ আপনার লজ্জা হওয়া উচিত । সেই তথ্য এখনও প্রকাশ করেননি । মূর্তি স্থাপন করে আপনি আপনার পাপস্খলন করতে পারবেন না । জেনে রাখুন ভারতবর্ষে 135 কোটি মানুষের অধিকার আছে সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন, বেঁচে আছেন কি না তা জানার ।"

আরও পড়ুন : বাংলা ছাড়া দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত না, দাবি মমতার

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্রভাবে আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক অতীন ঘোষ (Atin Ghosh slams Centre over Netaji documents issue ) । অতীন বলেন, "নেতাজির মূর্তি বসিয়ে নিজের পাপস্খলন করতে পারবেন না নরেন্দ্র মোদি ।" সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক ও বেলগাছিয়া কাশিপুর কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ।

এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন উপ-মহানাগরিক অতীন ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ একাধিক কাউন্সিলর । অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতীন । কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৎকালীন কংগ্রেস সরকার যা করেছিল, সেই একই পথে হাঁটছে বর্তমান বিজেপি সরকার ।”

মোদিকে আক্রমণ করে অতীন বলেন, "নরেন্দ্র মোদি আপনি তো মূর্তি বসাতে আসেননি । আপনি বলেছিলেন, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যু রহস্য উদঘাটন করবেন । যেদিন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সেদিন আপনি প্রকাশ্যে বলেছিলেন, ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কে যে সমস্ত তথ্য আছে তা সবটাই প্রকাশ করব । আজ আপনার লজ্জা হওয়া উচিত । সেই তথ্য এখনও প্রকাশ করেননি । মূর্তি স্থাপন করে আপনি আপনার পাপস্খলন করতে পারবেন না । জেনে রাখুন ভারতবর্ষে 135 কোটি মানুষের অধিকার আছে সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন, বেঁচে আছেন কি না তা জানার ।"

আরও পড়ুন : বাংলা ছাড়া দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত না, দাবি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.