ETV Bharat / briefs

"50-র বেশি আসন মিলবে", মমতাকে চিন্তামুক্ত থাকতে বললেন অখিলেশ : সূত্র

সূত্রের খবর, আজ মমতাকে ফোন করে আশ্বস্তও করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ।

মমতাকে চিন্তামুক্ত থাকতে বললেন অখিলেশ
author img

By

Published : May 20, 2019, 2:24 PM IST

কলকাতা, 20 মে : এগজ়িট পোল মানলে NDA-র ফের একবার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা । যদিও বিরোধীরা গুরুত্ব দিতে চান না বুথ ফেরত সমীক্ষাকে । এই অবস্থায় গোপনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সেরে নিতে চাইছেন আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীরা । আজ দুপুরে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসছেন চন্দ্রবাবু নাইডু । রেজ়াল্টের আগে দু'জনের সাক্ষাৎ যে শুধুমাত্র 'সৌজন্য'-এর খাতিয়ে নয় তা বলাই বাহুল্য । গটবন্ধন করতে উদ্যোগী হয়েছিলেন এই দু'জনই । সাথে ছিলেন অখিলেশ, মায়াবতীরা । উত্তরপ্রদেশ নিয়ে বেশ চিন্তিত একাধিক মহল । সমীক্ষা বলছে, 50-র উপর আসন যাচ্ছে BJP-র দখলে । এসব নিয়ে ভাবছেন না অখিলেশ স্বয়ং । মায়াবতীর সঙ্গে জোট বেঁধেছেন । তিনি আশাবাদী জোট 50-র বেশি আসন পাবে । সূত্রের খবর, আজ মমতাকে ফোন করে আশ্বস্তও করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো ।

তৃণমূলের একটি বিশ্বস্ত সূত্রে খবর, আজ দুপুরের দিকে মমতাকে ফোন করেন অখিলেশ । আশ্বস্ত করেন, সপা-BSP জোট 50-এর বেশি আসন পাবে । এগজ়িট পোলকে মান্যতা দিতে চাননি তিনিও । মমতাকে বলেছেন, "উত্তরপ্রদেশে জোটই কাজ করবে ।" সার্বিকভাবে BJP কাজ করবে না বলেও জানিয়েছেন অখিলেশ ।

23 মে নির্বাচনের রেজ়াল্ট । আঞ্চলিক দলগুলি ভালো ফল করবে নিজেদের মধ্যে গটবন্ধন তৈরির সম্ভাবনা থাকবে । সেক্ষেত্রে অবশ্য NDA-কে সংখ্যাগরিষ্ঠতা পেলে চলবে না । BJP নেতৃত্ব অবশ্য বলছে, "সেসবই স্বপ্নাতীত । ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার।"

কলকাতা, 20 মে : এগজ়িট পোল মানলে NDA-র ফের একবার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা । যদিও বিরোধীরা গুরুত্ব দিতে চান না বুথ ফেরত সমীক্ষাকে । এই অবস্থায় গোপনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সেরে নিতে চাইছেন আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীরা । আজ দুপুরে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসছেন চন্দ্রবাবু নাইডু । রেজ়াল্টের আগে দু'জনের সাক্ষাৎ যে শুধুমাত্র 'সৌজন্য'-এর খাতিয়ে নয় তা বলাই বাহুল্য । গটবন্ধন করতে উদ্যোগী হয়েছিলেন এই দু'জনই । সাথে ছিলেন অখিলেশ, মায়াবতীরা । উত্তরপ্রদেশ নিয়ে বেশ চিন্তিত একাধিক মহল । সমীক্ষা বলছে, 50-র উপর আসন যাচ্ছে BJP-র দখলে । এসব নিয়ে ভাবছেন না অখিলেশ স্বয়ং । মায়াবতীর সঙ্গে জোট বেঁধেছেন । তিনি আশাবাদী জোট 50-র বেশি আসন পাবে । সূত্রের খবর, আজ মমতাকে ফোন করে আশ্বস্তও করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো ।

তৃণমূলের একটি বিশ্বস্ত সূত্রে খবর, আজ দুপুরের দিকে মমতাকে ফোন করেন অখিলেশ । আশ্বস্ত করেন, সপা-BSP জোট 50-এর বেশি আসন পাবে । এগজ়িট পোলকে মান্যতা দিতে চাননি তিনিও । মমতাকে বলেছেন, "উত্তরপ্রদেশে জোটই কাজ করবে ।" সার্বিকভাবে BJP কাজ করবে না বলেও জানিয়েছেন অখিলেশ ।

23 মে নির্বাচনের রেজ়াল্ট । আঞ্চলিক দলগুলি ভালো ফল করবে নিজেদের মধ্যে গটবন্ধন তৈরির সম্ভাবনা থাকবে । সেক্ষেত্রে অবশ্য NDA-কে সংখ্যাগরিষ্ঠতা পেলে চলবে না । BJP নেতৃত্ব অবশ্য বলছে, "সেসবই স্বপ্নাতীত । ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার।"

New Delhi, Apr 27 (ANI): Adding to the excitement of the fans, Dwayne Johnson shared a whoopee video from the sets of 'Jumanji' as they shoot in New Mexico.The rock shared the video on his Instagram, where Kevin Hart can be seen relishing a camel ride. The post depicts a petite banter between the two.Kevin Hart also shared a 'behind the shoot' picture with Dwayne Johnson as they shoot on the Navajo land. Dwayne Johnson will be sharing the screen with Kevin Hart, Karen Gillan, Jack Black along with singer Nick Jonas who will be essaying the role of Jefferson 'Seaplane' McDonough.Jake Kasdan will be directing the film. He has co-written the film with Scott Rosenberg and Jeff Pinker.'Jumanji: Welcome to the Jungle' was a sequel to the 1995 hit "Jumanji," starring Robin Williams. Set in the present day, the reboot follows four high school students placed in detention together. The quartet is assigned to the school's basement and then transported into the Jumanji board game after they activate the discarded game.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.