হুগলি, 27 এপ্রিল : ফের নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বলাগড়ে দলীয় প্রার্থী রত্না দে নাগের সমর্থনে প্রচার করেন তিনি ।
তিনি বলেন, "অশুভ শক্তি সবসময় ছদ্মবেশে আসে । সীতাকে হরণ করার জন্য রাবণ এসেছিল সাধুবেশে । মরিচ এসেছিল হরিণ বেশে । আর ভারতবর্ষকে সর্বস্বান্ত করতে চোরেরা এসেছে চৌকিদার বেশে । এই চৌকিদারগুলোকে ভারতবর্ষ ছাড়া করতে হবে । মানুষকে স্বপ্ন দেখিয়ে বলেছিল, আনব নতুন ভোর । পাঁচ বছর কেটে গেছে । এখন খেটে খাওয়া মানুষ বুঝে গেছে, ব্যাটা চৌকিদারই চোর । তাই চোর গুলোকে চিহ্নিত করুন । যদি কেউ চুরি করে এক লাখ বার চোর বলব । এক কোটিবার চোর বলব । দশ হাজার কোটি বার চোর বলব। মাথায় রাখা উচিত মানুষের টাকা আত্মসাৎ করে পার পাবে না ।"
তিনি আরও বলেন, " নরেন্দ্র মোদি বলছে সারদার যারা নায়ক তাদের জেলে ঢোকাব । কিন্তু তার পাশের সিটে সারদার মূল চক্রান্তকারী বসে আছে । নরেন্দ্র মোদির পাশে যে চেয়ারে বসে আছে, সে সারদার অন্যতম অভিযুক্ত । তাকে পাশে নিয়ে বলছে, সারদার অভিযুক্তকে আমরা জেলে পাঠাব । আবার কোচবিহারে এক স্মাগলারকে টিকিট দিয়েছে । বিষ্ণুপুরে এক ফৌজদারি কেসের অভিযুক্তকে টিকিট দিয়েছে । যত চোর, দুনম্বরি, ডাকাত সব BJP তে এখন । আগে চোর চুরি করে জেলে যেত । ডাকাত ডাকাতি করে জেলে যেত । এখন চোর-ডাকাত-দাঙ্গাবাজরা সব BJP-তে যাচ্ছে । পচা পদ্মের এমন জাদু যোগদান করলে চোরও সাধু । কী মধু ভগবান জানে । বাংলার মানুষকে যারা বোকা বানাতে চাইছে তাদের কড়ায়-গণ্ডায় জবাব দিতে হবে ।"