ETV Bharat / briefs

সংশোধনাগারে যুবকের মৃত্যু, অবরোধ বারাসত-হাসনাবাদ শাখায় - Cyclone Fani missed Kolkata

ফণীর আগাম সতর্কতার জেরে বারাসত-হাসনাবাদ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় । প্রতিবাদে বারাসত স্টেশনে ভাঙচুরের পাশাপাশি অবরোধ করে কয়েকজন যাত্রী । সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে ছিলেন গৌতম মণ্ডল । গতকাল তাঁর মৃত্যু হয়

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 9, 2019, 10:51 AM IST

Updated : May 9, 2019, 12:25 PM IST

বারাসত, 9 মে : সংশোধনাগারে মৃত্যু হয়েছে বারাসত স্টেশনে ভাঙচুরের ঘটনায় ধৃত এক যুবকের। মৃত্যুর জন্য GRP-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁর পরিবার । আর আজ সকালে প্রায় ঘণ্টাচারেক বারাসাত-হাসনাবাদ শাখার লেবুতলা স্টেশনে অবরোধ করে তারা । লাইনে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে গেলে অবরোধকারীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখান । পরে বেলা 12টা নাগাদ অবরোধ উঠে যায় ।

3 মে ফণীর আগাম সতর্কতার জেরে বারাসত-হাসনাবাদ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় । প্রতিবাদে বারাসত স্টেশনে ভাঙচুরের পাশাপাশি অবরোধ করে কয়েকজন যাত্রী । সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে ছিলেন গৌতম মণ্ডল (27) । গতকাল সংশোধনাগারেই তাঁর মৃত্যু হয় । তাঁর পরিবারের অভিযোগ, মারধরের জেরেই গৌতমের মৃত্যু হয়েছে । বিষয়টি নিয়ে রেল পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ তাঁর পরিবারের । উত্তর ২৪ পরগনার SP অফিসে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ।

দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল 7টা 40 মিনিট থেকে অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে যায় । তাদের ঘিরে অবরোধকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন । বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে । তার জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা । ঘণ্টাদচারেক পর অবরোধ উঠে যায় ।

দেখুন ভিডিয়ো

বারাসত, 9 মে : সংশোধনাগারে মৃত্যু হয়েছে বারাসত স্টেশনে ভাঙচুরের ঘটনায় ধৃত এক যুবকের। মৃত্যুর জন্য GRP-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁর পরিবার । আর আজ সকালে প্রায় ঘণ্টাচারেক বারাসাত-হাসনাবাদ শাখার লেবুতলা স্টেশনে অবরোধ করে তারা । লাইনে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে গেলে অবরোধকারীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখান । পরে বেলা 12টা নাগাদ অবরোধ উঠে যায় ।

3 মে ফণীর আগাম সতর্কতার জেরে বারাসত-হাসনাবাদ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় । প্রতিবাদে বারাসত স্টেশনে ভাঙচুরের পাশাপাশি অবরোধ করে কয়েকজন যাত্রী । সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে ছিলেন গৌতম মণ্ডল (27) । গতকাল সংশোধনাগারেই তাঁর মৃত্যু হয় । তাঁর পরিবারের অভিযোগ, মারধরের জেরেই গৌতমের মৃত্যু হয়েছে । বিষয়টি নিয়ে রেল পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ তাঁর পরিবারের । উত্তর ২৪ পরগনার SP অফিসে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ।

দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল 7টা 40 মিনিট থেকে অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে যায় । তাদের ঘিরে অবরোধকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন । বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে । তার জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা । ঘণ্টাদচারেক পর অবরোধ উঠে যায় ।

দেখুন ভিডিয়ো
Last Updated : May 9, 2019, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.