হালিশহর, 19 এপ্রিল : অর্জুন সিংয়ের উপস্থিতিতে BJP-তে যোগ দিলেন হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান সহ চার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর । পাশাপাশি, বীজপুরের তৃণমূলের যুবনেতা সুদীপ্ত দাস BJP-তে যোগ দেন । BJP-র অভিযোগ, তাদের দলে যোগ দেওয়ার পর সুদীপ্তকে মিথ্যা মামলায় পুলিশ ধরার চেষ্টা করে। তা নিয়ে বীজপুর থানার সামনে অর্জুন সিং সহ BJP কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন ।
হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশিস দত্ত আজ BJP-তে যোগ দেন । তাঁর সঙ্গে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাদেব বিশ্বাস ও 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা বিশ্বাস BJP-তে নাম লেখান । পাশাপাশি, তাঁদের প্রায় 1000 অনুগামীও BJP-তে যোগ দেয় । অপরদিকে, মুকুল রায়ের বাড়িতে গিয়ে BJP-তে নাম লেখান সুদীপ্ত । BJP-র অভিযোগ, সেখান থেকে ফেরার সময় সুদীপ্তকে পুলিশ তাড়া করে । তাঁকে ধরতে না পারলেও বিষয়টি নিয়ে বীজপুর থানায় বিক্ষোভ দেখাতে থাকেন অর্জুন সিং । তাঁর দাবি, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । অর্জুন বলেন, "(পুলিশ) কত লোককে গুলি মারবে । কত দলদাস হবে ? IC বলছে মামলা ছিল । তাহলে মামলা দেখান ! দু'মিনিট আগে গুড বয় তার দু'মিনিট পরে ব্যাড বয় । এরা তো তৃণমূলের ভোট এজেন্ট হয়ে গেছে । তৃণমূলের হয়ে ভোট করছে । মানুষ তো তৃণমূলের সঙ্গে নেই । পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে এরকম করছে ।" অর্জুনের অভিযোগ, "থানার মধ্যে গাঁজা, অবৈধ অস্ত্র, ফেনসিডিল রাখা রয়েছে । নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানিয়েছি । থানাতে অবিলম্বে রেড করতে বলেছি ।"
23 টি ওয়ার্ডের হালিশহর পৌরসভায় 21 টি ওয়ার্ড তৃণমূলের দখলে রয়েছে । একটি করে BJP ও নির্দলের ঝুলিতে রয়েছে। রাজনৈতিক মহলের অভিমত, খাতায়-কলমে 5 জনের দলত্যাগের ফলে এই মুহূর্তে হালিশহরে পৌরসভা তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই । কিন্তু, এর ফলে লোকসভা ভোটের চলাকালীন বীজপুরে কিছুটা হলেও ধাক্কা খেল তৃণমূল শিবির । যদিও তৃণূমূলের দাবি, দলত্যাগের ফলে তাদের কোনও ক্ষতি হয়নি । হালিশহর পৌরসভার পৌরপ্রধান বলেন, "দেবাশিস দত্তর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেজন্য তিনি এলাকা ছেড়েও পালিয়েছিলেন । পরে অর্জুন সিং তাঁকে হাত ধরে নিয়ে আসে । আর মূল শর্ত ছিল, অর্জুন সিং যা করবে দেবাশিসকেও তাই করতে হবে । অর্জুন BJP-তে যোগ দিলে দেবাশিসকেও BJP-তে যেতে হবে । অর্জুন চম্বলে গিয়ে ডাকাতি করলে তাঁকে সেখানে গিয়ে ডাকাতি করতে হবে । দেবাশিস হাতের পুতুল । এর ফলে আমাদের কোনও ক্ষতি হবে না । উলটে আমরা খুশি যে, যাঁরা মেঘের আড়াল থেকে যুদ্ধ করছিল, তাঁদের বাইরে বেরিয়ে আসতে হবে । আমাদের লড়াই অনেক সহজ হয়ে গেল ।"