শিলিগুড়ি, 1 জুলাই : পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে এসে ধৃত 31 জন ভুয়ো পরীক্ষার্থী । ধৃতদের মধ্যে একজন এ রাজ্যের বাসিন্দা । বাকিরা সকলেই বিহারের ।
রবিবার রাজ্য জুড়ে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল । সেখানেই বেশ কয়েক জনের উপর সন্দেহ হয় । জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল রহস্য ফাঁস হয় । তিনটি সেন্টার থেকে মোট 31 জন গ্রেপ্তার করা হয় । আগামী কাল এদের আদালতে তোলা হবে ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্তা জানান শ্রীগুরু বিদ্যামন্দির, দেশবন্ধু হিন্দি হাইস্কুল এবং ভারতি হিন্দি হাইস্কুলের সেন্টার থেকে মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়।