ETV Bharat / briefs

পুলিশের চাকরি পরীক্ষায় ধৃত 31 ভুয়ো পরীক্ষার্থী - Siliguri

পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে এসে ধৃত 31 জন ভুয়ো পরীক্ষার্থী ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2019, 4:34 AM IST

শিলিগুড়ি, 1 জুলাই : পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে এসে ধৃত 31 জন ভুয়ো পরীক্ষার্থী । ধৃতদের মধ্যে একজন এ রাজ্যের বাসিন্দা । বাকিরা সকলেই বিহারের ।

রবিবার রাজ্য জুড়ে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল । সেখানেই বেশ কয়েক জনের উপর সন্দেহ হয় । জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল রহস্য ফাঁস হয় । তিনটি সেন্টার থেকে মোট 31 জন গ্রেপ্তার করা হয় । আগামী কাল এদের আদালতে তোলা হবে ।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্তা জানান শ্রীগুরু বিদ্যামন্দির, দেশবন্ধু হিন্দি হাইস্কুল এবং ভারতি হিন্দি হাইস্কুলের সেন্টার থেকে মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়।

শিলিগুড়ি, 1 জুলাই : পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে এসে ধৃত 31 জন ভুয়ো পরীক্ষার্থী । ধৃতদের মধ্যে একজন এ রাজ্যের বাসিন্দা । বাকিরা সকলেই বিহারের ।

রবিবার রাজ্য জুড়ে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল । সেখানেই বেশ কয়েক জনের উপর সন্দেহ হয় । জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল রহস্য ফাঁস হয় । তিনটি সেন্টার থেকে মোট 31 জন গ্রেপ্তার করা হয় । আগামী কাল এদের আদালতে তোলা হবে ।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্তা জানান শ্রীগুরু বিদ্যামন্দির, দেশবন্ধু হিন্দি হাইস্কুল এবং ভারতি হিন্দি হাইস্কুলের সেন্টার থেকে মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যের হয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরীর পরীক্ষা দিতে এসে ধৃত 31 জন। এদের মধ্যে 1 জন এ রাজ্যের বাসিন্দা। বাকিরা সকলেই বিহারের বাসিন্দা। 

রবিবার রাজ্য জুড়েই পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা নেওয়া হয়ে। সেখানেই পরীক্ষার্থির হয়ে পরীক্ষা দিতে আসেন মোট 31 জন। তিনটি সেন্টার থেকে মোট এই 31 জন নকল চাকরীপ্রার্থীকে সন্দেহের বশে জিঞ্জাসাবাদ করতেই আসল রহস্য ফাস হয়ে যায়। গ্রেপ্তার করা হয় সকলকে। আগামিকাল এদের আদালতে তোলা হবে। 

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্তা জানান শ্রীগুরু বিদ্যামন্দির,  দেশবন্ধু হিন্দি হাইস্কুল এবং ভারতি হিন্দি হাইস্কুলের সেন্টার থেকে মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়। 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.