ETV Bharat / briefs

টেক্সাসের উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হ্যানা - America storm news

টেক্সাসের উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হ্যানা । বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিকের মধ্যেই মারাত্মক ঝড় বৃষ্টি ও টর্নেডোর মতো পরিস্থিতি নিয়ে টেক্সাসে আছড়ে পড়ল হারিকেনটি ।

2020-s-1st-atlantic-hurricane-lashes-texas
2020-s-1st-atlantic-hurricane-lashes-texas
author img

By

Published : Jul 27, 2020, 2:02 AM IST

কর্পাস ক্রিস্টি, 26 জুলাই : গতকাল টেক্সাসের উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হ্যানা । বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিকের মধ্যেই মারাত্মক ঝড় বৃষ্টি ও টর্নেডোর মতো পরিস্থিতি নিয়ে টেক্সাসে আছড়ে পড়ল হারিকেনটি ।

এটি 2020 সালের প্রথম আটলান্টিক হ্যারিকেন । এই আটলান্টিক হ্যারিকেনটি এক ঘণ্টার ব্যবধানে দুবার আছড়ে পড়ে টেক্সাস উপকূলে । তবে হ্যারিকেনটির প্রকৃতি ছিল ক্যাটাগরি 1 ।

গতকাল বিকেল 5 টা নাগাদ প্রথমবারের জন্য হ্যারিকেন আছড়ে পড়ে পোর্ট ম্যান্সফিল্ডের 15 মাইল উত্তরে আছড়ে পড়ে এটি । যা কর্পাস ক্রিস্টি থেকে 130 মাইল দক্ষিণে । দ্বিতীয়বারের জন্য হ্যারিকেনটি আছড়ে পড়ে কেনেডি কাউন্টির পূর্বে । হারিকেনটির গতি ছিল প্রতি ঘন্টায় 145 কিলোমিটার ।

গতকাল সন্ধ্যায় হ্যারিকেন একটু দুর্বল ছিল । প্রতি ঘন্টায় এর গতি ছিল 137 কিলোমিটার । টেক্সাসের যে অংশে হারিকেন আছড়ে পড়েছে সেখানে কোরোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে বেড়েই চলেছে । তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনওরকম পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ।

কর্পাস ক্রিস্টি, 26 জুলাই : গতকাল টেক্সাসের উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হ্যানা । বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিকের মধ্যেই মারাত্মক ঝড় বৃষ্টি ও টর্নেডোর মতো পরিস্থিতি নিয়ে টেক্সাসে আছড়ে পড়ল হারিকেনটি ।

এটি 2020 সালের প্রথম আটলান্টিক হ্যারিকেন । এই আটলান্টিক হ্যারিকেনটি এক ঘণ্টার ব্যবধানে দুবার আছড়ে পড়ে টেক্সাস উপকূলে । তবে হ্যারিকেনটির প্রকৃতি ছিল ক্যাটাগরি 1 ।

গতকাল বিকেল 5 টা নাগাদ প্রথমবারের জন্য হ্যারিকেন আছড়ে পড়ে পোর্ট ম্যান্সফিল্ডের 15 মাইল উত্তরে আছড়ে পড়ে এটি । যা কর্পাস ক্রিস্টি থেকে 130 মাইল দক্ষিণে । দ্বিতীয়বারের জন্য হ্যারিকেনটি আছড়ে পড়ে কেনেডি কাউন্টির পূর্বে । হারিকেনটির গতি ছিল প্রতি ঘন্টায় 145 কিলোমিটার ।

গতকাল সন্ধ্যায় হ্যারিকেন একটু দুর্বল ছিল । প্রতি ঘন্টায় এর গতি ছিল 137 কিলোমিটার । টেক্সাসের যে অংশে হারিকেন আছড়ে পড়েছে সেখানে কোরোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে বেড়েই চলেছে । তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনওরকম পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.