রায়গঞ্জ, 23জুন : উত্তর দিনাজপুর জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 12 জন। এর মধ্যে সাতজন মহিলা স্বাস্থ্যকর্মী এবং বাকি পাঁচজন পরিযায়ী শ্রমিক রয়েছেন । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 251 ।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে যে 12 জন কোরোনা আক্রান্তের নামের তালিকা পাঠানো হয়েছে, তাদের মধ্যে 7 জন মহিলা স্বাস্থ্যকর্মী। তারা সকলেই কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত। এদের মধ্যে একজন ফাস্ট এ এন এম কর্মী, চারজন সেকেন্ড এ এন এম কর্মী এবং দুইজন আশা কর্মী। আক্রান্তদের বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়।
জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, আক্রান্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সদ্যোজাত শিশুদের চিকিৎসা করতেন এবং বিভিন্ন এলাকায় গিয়ে পরিযায়ীদের মধ্যে সতর্কতা এবং কোরোনা চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা প্রচার করতেন। গত 20 জুন তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় কোরোনা পরীক্ষার জন্য। গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে।
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ICMR -র নির্দেশিকা মেনেই সকলের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।