ETV Bharat / briefs

বাংলাদেশে পাচারের আগে মালদায় উদ্ধার ফেনসিডিল, গ্রেপ্তার 2 - Crime

নওদা BOP এলাকায় তল্লাশি চালিয়ে 119 বোতল ফেনসিডিল সিরাফ উদ্ধার করে BSF । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

phensedyl recovered
author img

By

Published : Oct 12, 2020, 9:38 PM IST

মালদা, 12 অক্টোবর : 119 বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলেন BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া মাদক সহ ধৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।

BSF- এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ইনটেলিজেন্স ব্রাঞ্চের তথ্য অনুযায়ী 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নওদা BOP এলাকায় তল্লাশি চালাতে শুরু করে । ওই এলাকায় একটি সন্দেহজনক পোলট্রি ফার্মে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 119 বোতল ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় 20,193 টাকা । গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ।

জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতদের নাম বরুণ মণ্ডল ও প্রমোদকুমার মণ্ডল । কালিয়াচক থানার অন্তর্গত রামনগর এলাকার বাসিন্দা । জেরায় আরও জানা যায়, বরুণ এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত । প্রমোদ সম্পর্কে বরুণের কাকা । উদ্ধার হওয়া ফেনসিডিল কালিয়াচকের বাসিন্দা উত্তম মণ্ডলের থেকে নিয়ে ওই পোলট্রি ফার্মে মজুত করা হয়েছিল । এই ফেনসিডিলের বোতলগুলি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাবলু শেখের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল ।

BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া ফেনসিডিল সহ ধৃতদের কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

মালদা, 12 অক্টোবর : 119 বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলেন BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া মাদক সহ ধৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।

BSF- এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ইনটেলিজেন্স ব্রাঞ্চের তথ্য অনুযায়ী 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নওদা BOP এলাকায় তল্লাশি চালাতে শুরু করে । ওই এলাকায় একটি সন্দেহজনক পোলট্রি ফার্মে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 119 বোতল ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় 20,193 টাকা । গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ।

জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতদের নাম বরুণ মণ্ডল ও প্রমোদকুমার মণ্ডল । কালিয়াচক থানার অন্তর্গত রামনগর এলাকার বাসিন্দা । জেরায় আরও জানা যায়, বরুণ এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত । প্রমোদ সম্পর্কে বরুণের কাকা । উদ্ধার হওয়া ফেনসিডিল কালিয়াচকের বাসিন্দা উত্তম মণ্ডলের থেকে নিয়ে ওই পোলট্রি ফার্মে মজুত করা হয়েছিল । এই ফেনসিডিলের বোতলগুলি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাবলু শেখের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল ।

BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া ফেনসিডিল সহ ধৃতদের কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.