ETV Bharat / bharat

YSRCP Govt: টিডিপির সঙ্গে সখ্যতার জেরে ব্যবসায়ীকে 142 কোটি জরিমানার অভিযোগ জগনের সরকারের বিরুদ্ধে

author img

By

Published : Jun 21, 2023, 12:35 PM IST

অন্ধ্রপ্রদেশের এক ব্যবসায়ীর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে ৷ বেনিয়মের অভিযোগ তোলা হয়েছে৷ 142 কোটি টাকা জরিমানা করা হয়েছে ওই ব্যবসায়ীর সংস্থাকে ৷ টিডিপি-কে চাঁদা দেওয়ায় এই হেনস্তা বলে অভিযোগ ৷

YSRCP Govt
YSRCP Govt

অমরাবতী, 21 জুন: খনিজ উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের সরকারের বিরুদ্ধে ৷ অভিযোগ, ওই রাজ্যের নেল্লোর জেলার ওই ব্যবসায়ী তেলুগু দেশম পার্টিকে এক কোটি টাকা চাঁদা দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছেন জগনমোহন রেড্ডির সরকার ৷ বেনিয়মের অভিযোগে 142 কোটি টাকা জরিমানা করা হয়েছে ওই ব্যবসায়ীর সংস্থাকে ৷ এই নিয়ে অবশ্য জগনের দল ওয়াইএসআরসিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ওই ব্যবসায়ীর নাম দাগুমতি ভেঙ্কটা কৃষ্ণারেড্ডি ৷ তিনি নেল্লোরের কাভালির বাসিন্দা ৷ তিনি কাব্য কৃষ্ণারেড্ডি নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করেন ৷ পাশাপাশি তাঁর খনিজ উত্তোলনের ব্যবসা রয়েছে ৷ তিনি গত নির্বাচনে জগনের দল ওয়াইএসআরসিপি-র পক্ষেই ছিলেন ৷ কিন্তু তেলুগু দেশম পার্টি বা টিডিপি-র সাম্প্রতিক বৈঠকে (স্থানীয় ভাষায় মহানডু) এক কোটি পার্টি ফান্ডে দেন ৷ অভিযোগ, তার পরই তাঁর বিরুদ্ধে খনি ব্যবসায় গরমিলের অভিযোগ আনা হয়েছে ৷ তাঁর সংস্থাকে 142 কোটি টাকা জরিমানাও করা হয়েছে ৷

জানা গিয়েছে, স্পন্দনা কর্মসূচি চলাকালীন কিছু লোক কালেক্টরের কাছে অভিযোগ করেছিলেন যে কাভালি নির্বাচনী এলাকার গাট্টুপল্লী ও আনাভারম গ্রামে অবৈধভাবে খননকার্য করা হচ্ছে । তার পরই অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দফতর থেকে তদন্ত করতে বলা হয় খনি দফতরকে ৷ এই নিয়ে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় ৷

বিশেষ দলটি প্রায় দশ দিন কোয়ারিগুলোতে পরিদর্শন করে । গাট্টুপল্লীর গুরাঘবেন্দ্র কোয়ারি ও ক্রাশার এবং আন্নাভারমের রাঘবেন্দ্র ক্রাশার পরিদর্শন করা হয় । এছাড়াও, আন্নাভারমের অন্যান্য মেয়াদ উত্তীর্ণ লিজগুলি পরিদর্শন করা হয় ৷ তখনই অনেক অনিয়ম ধরা পড়ে ৷ সেই কারণে ওই ব্যবসায়ীর সংস্থাকে 142 কোটি টাকা জরিমানা করা হয় ৷

আরও পড়ুন: 134800 টাকার চটি, এক লাখি পেন ! স্বল্প সময়ে কীভাবে এত ধনী জগন ? প্রশ্ন টিডিপির

অমরাবতী, 21 জুন: খনিজ উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের সরকারের বিরুদ্ধে ৷ অভিযোগ, ওই রাজ্যের নেল্লোর জেলার ওই ব্যবসায়ী তেলুগু দেশম পার্টিকে এক কোটি টাকা চাঁদা দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছেন জগনমোহন রেড্ডির সরকার ৷ বেনিয়মের অভিযোগে 142 কোটি টাকা জরিমানা করা হয়েছে ওই ব্যবসায়ীর সংস্থাকে ৷ এই নিয়ে অবশ্য জগনের দল ওয়াইএসআরসিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ওই ব্যবসায়ীর নাম দাগুমতি ভেঙ্কটা কৃষ্ণারেড্ডি ৷ তিনি নেল্লোরের কাভালির বাসিন্দা ৷ তিনি কাব্য কৃষ্ণারেড্ডি নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করেন ৷ পাশাপাশি তাঁর খনিজ উত্তোলনের ব্যবসা রয়েছে ৷ তিনি গত নির্বাচনে জগনের দল ওয়াইএসআরসিপি-র পক্ষেই ছিলেন ৷ কিন্তু তেলুগু দেশম পার্টি বা টিডিপি-র সাম্প্রতিক বৈঠকে (স্থানীয় ভাষায় মহানডু) এক কোটি পার্টি ফান্ডে দেন ৷ অভিযোগ, তার পরই তাঁর বিরুদ্ধে খনি ব্যবসায় গরমিলের অভিযোগ আনা হয়েছে ৷ তাঁর সংস্থাকে 142 কোটি টাকা জরিমানাও করা হয়েছে ৷

জানা গিয়েছে, স্পন্দনা কর্মসূচি চলাকালীন কিছু লোক কালেক্টরের কাছে অভিযোগ করেছিলেন যে কাভালি নির্বাচনী এলাকার গাট্টুপল্লী ও আনাভারম গ্রামে অবৈধভাবে খননকার্য করা হচ্ছে । তার পরই অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দফতর থেকে তদন্ত করতে বলা হয় খনি দফতরকে ৷ এই নিয়ে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় ৷

বিশেষ দলটি প্রায় দশ দিন কোয়ারিগুলোতে পরিদর্শন করে । গাট্টুপল্লীর গুরাঘবেন্দ্র কোয়ারি ও ক্রাশার এবং আন্নাভারমের রাঘবেন্দ্র ক্রাশার পরিদর্শন করা হয় । এছাড়াও, আন্নাভারমের অন্যান্য মেয়াদ উত্তীর্ণ লিজগুলি পরিদর্শন করা হয় ৷ তখনই অনেক অনিয়ম ধরা পড়ে ৷ সেই কারণে ওই ব্যবসায়ীর সংস্থাকে 142 কোটি টাকা জরিমানা করা হয় ৷

আরও পড়ুন: 134800 টাকার চটি, এক লাখি পেন ! স্বল্প সময়ে কীভাবে এত ধনী জগন ? প্রশ্ন টিডিপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.