ETV Bharat / bharat

সিসিটিভি হ্যাক! ইউটিউবারের নগ্নদৃশ্য ভাইরাল হল সোশালে, এফআইআর দায়ের থানায় - youtubers home cctv got hacked personal moment

CCTV Hack: বাড়িতে সিসিটিভি লাগিয়েও বিপদ! ইউটিউবারের বাথরুম থেকে স্নান করে বেরনোর দৃশ্য ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ আর এই ব্যাপার বন্ধুর থেকে তা জানতে পারার পর মুম্বইয়ের ওই ইউটিউবার বান্দ্রা (পশ্চিম) থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু নেমেছে পুলিশ।

ফাইল ছবি
CCTV Hack
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:30 PM IST

মুম্বই, 14 ডিসেম্বর: সঠিক হাতে না-পড়লে তা বারোয়ারি হতে পারে তা এঘটনায় সত্য ৷ মুম্বইয়ের এক 21 বছর বয়সি ইউটিউবার বাড়িতে সিসিটিভি বসান ৷ আর তা যে বিপদ ডেকে আনতে পারে কে জানত! তাঁর বাড়ির সিসিটিভি নিয়ন্ত্রণ করছিল হ্যাকাররা ৷ ওই তরুণী জানতেনই না, তাঁর স্নানের পর বাথরুম থেকে বেরনোর দৃশ্য অনেকেই দেখছেন ৷ আর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে ৷ আর এই ব্যাপার বন্ধুর থেকে তা জানতে পারার পর মুম্বইয়ের ওই ইউটিউবার বান্দ্রা (পশ্চিম) থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানার পুলিশ ওই হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বর্তমানে অভিযুক্তকে খুঁজছে এবং অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি, বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজ তিলক রোশন এবিষয়ে জানান, মুম্বইয়ের একজন 21 বছর বয়সি ইউটিউবার তাঁর বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ৷ এক হ্যাকার ওই ইউটিউবারের বাড়ির সিসিটিভি অ্যাক্সেস কোনওভাবে পেয়ে যায় ৷ এরপর ওই ইউটিউবারের বাথরুম থেকে বেরনোর দৃশ্য সোশাল মিডিয়ায় ভইরাল করে দেয় ৷ ঘটনাটি জানার পর ওই ইউটিউবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

জানা গিয়েছে, 17 নভেম্বর ইউটিউবারের বাড়ির সিসিটিভি হ্যাক করে ওই সব ভিডিয়ো ছবি নেওয়া হয়েছে। অপরিচিত কোনও ব্যক্তি সিসিটিভির অ্যাক্সেস পেয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। বান্দ্রা থানার এক আধিকারিক জানান, সাইবার দল প্রযুক্তিগত সাহায্যে আপলোডারের ইন্টারনেট প্রোটোকল (আইপি) ঠিকানা খোঁজার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়োটি সরানোর অনুরোধ করা হয়েছে। কীভাবে সিসিটিভির বিবরণ বেআইনিভাবে অ্যাক্সেস করা হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।

এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির 500, 50 ধারা এবং তথ্য ও প্রযুক্তি আইনের 66 (সি), 66 (ই) এবং 67 (এ) ধারার অধীনে একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউটিউবার তাঁর এক বন্ধুর কাছ থেকে জানতে পেরে শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তাঁর নগ্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:

  1. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর
  2. ধারের টাকা শোধ না করায় নাবালককে নগ্ন করে রাস্তায় বেধড়ক মার! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 1
  3. ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ফেক ভিডিয়ো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

মুম্বই, 14 ডিসেম্বর: সঠিক হাতে না-পড়লে তা বারোয়ারি হতে পারে তা এঘটনায় সত্য ৷ মুম্বইয়ের এক 21 বছর বয়সি ইউটিউবার বাড়িতে সিসিটিভি বসান ৷ আর তা যে বিপদ ডেকে আনতে পারে কে জানত! তাঁর বাড়ির সিসিটিভি নিয়ন্ত্রণ করছিল হ্যাকাররা ৷ ওই তরুণী জানতেনই না, তাঁর স্নানের পর বাথরুম থেকে বেরনোর দৃশ্য অনেকেই দেখছেন ৷ আর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে ৷ আর এই ব্যাপার বন্ধুর থেকে তা জানতে পারার পর মুম্বইয়ের ওই ইউটিউবার বান্দ্রা (পশ্চিম) থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানার পুলিশ ওই হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বর্তমানে অভিযুক্তকে খুঁজছে এবং অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি, বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজ তিলক রোশন এবিষয়ে জানান, মুম্বইয়ের একজন 21 বছর বয়সি ইউটিউবার তাঁর বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ৷ এক হ্যাকার ওই ইউটিউবারের বাড়ির সিসিটিভি অ্যাক্সেস কোনওভাবে পেয়ে যায় ৷ এরপর ওই ইউটিউবারের বাথরুম থেকে বেরনোর দৃশ্য সোশাল মিডিয়ায় ভইরাল করে দেয় ৷ ঘটনাটি জানার পর ওই ইউটিউবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

জানা গিয়েছে, 17 নভেম্বর ইউটিউবারের বাড়ির সিসিটিভি হ্যাক করে ওই সব ভিডিয়ো ছবি নেওয়া হয়েছে। অপরিচিত কোনও ব্যক্তি সিসিটিভির অ্যাক্সেস পেয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। বান্দ্রা থানার এক আধিকারিক জানান, সাইবার দল প্রযুক্তিগত সাহায্যে আপলোডারের ইন্টারনেট প্রোটোকল (আইপি) ঠিকানা খোঁজার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়োটি সরানোর অনুরোধ করা হয়েছে। কীভাবে সিসিটিভির বিবরণ বেআইনিভাবে অ্যাক্সেস করা হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।

এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির 500, 50 ধারা এবং তথ্য ও প্রযুক্তি আইনের 66 (সি), 66 (ই) এবং 67 (এ) ধারার অধীনে একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউটিউবার তাঁর এক বন্ধুর কাছ থেকে জানতে পেরে শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তাঁর নগ্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:

  1. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর
  2. ধারের টাকা শোধ না করায় নাবালককে নগ্ন করে রাস্তায় বেধড়ক মার! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 1
  3. ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ফেক ভিডিয়ো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.