ETV Bharat / bharat

নতুন সুবিধা ইউটিউবে, জেনে নিন কী

ইউটিউবের কোনও ক্রিয়েটরের কোনও একটি ভিডিয়ো লাইকের থেকে ডিসলাইক বেশি হলে তার স্ক্রিনশট নিয়ে শেয়ার করা হয় বিভিন্ন সোশাল মিডিয়ায় ৷ এবার আর তা করা যাবে না ৷

YouTube
ইউটিউব
author img

By

Published : Mar 31, 2021, 2:46 PM IST

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য় সুখবর ৷ নতুন সুবিধা আসছে ইউটিউবে ৷ তারা মূলত ডিসলাইক বাটন নিয়ে নতুন ফিচার আনতে চলেছে ৷ টুইট করে এই খবর জানিয়েছে সংস্থাটি ৷

অপছন্দের কোনও কিছু নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল করা এখন একটু বেশিই বেড়ে গেছে ৷ সে ব্য়ক্তি হোক বা অন্য় কিছু ৷ এমনকি ইউটিউবের কোনও ক্রিয়েটরকে পছন্দ না হলে, সেই ক্রিয়েটরের কোনও খুঁত ধরে তাকে নিয়ে চলে ব্য়াঙ্গ ৷ তারমধ্য়ে একটি হল ডিসলাইক ৷

আরও পড়ুন-ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

ইউটিউবের কোনও ক্রিয়েটরের কোনও একটি ভিডিয়ো লাইকের থেকে ডিসলাইক বেশি হলে তার স্ক্রিনশট নিয়ে শেয়ার করা হয় বিভিন্ন সোশাল মিডিয়ায় ৷ এবার আর তা করা যাবে না ৷

ইউটিউব জানিয়েছে, এবার থেকে ইউটিউব ক্রিয়েটররা নিজেদের ডিসলাইক শো অপশন বন্ধ করে রাখতে পারবেন ৷ অর্থাৎ কোনও ভিডিয়োতে কত ডিসলাইক পড়েছে তা বুঝতে পারবেন না দর্শকরা ৷ তবে ক্রিয়েটর নিজে দেখতে পারবেন তাঁর আপলোড করা ভিডিয়োতে কত জন ডিসলাইক দিয়েছেন ৷

এবিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ডিসলাইক কত হল তা পাবলিক শো না হলেও ডিসলাইক অপশন সেখানে থাকবে ৷ যেখানে ইউজাররা ডিসলাইক দিতে পারবেন ৷ তবে মোট ডিসলাইক সংখ্য়া দেখা যাবে না ৷

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য় সুখবর ৷ নতুন সুবিধা আসছে ইউটিউবে ৷ তারা মূলত ডিসলাইক বাটন নিয়ে নতুন ফিচার আনতে চলেছে ৷ টুইট করে এই খবর জানিয়েছে সংস্থাটি ৷

অপছন্দের কোনও কিছু নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল করা এখন একটু বেশিই বেড়ে গেছে ৷ সে ব্য়ক্তি হোক বা অন্য় কিছু ৷ এমনকি ইউটিউবের কোনও ক্রিয়েটরকে পছন্দ না হলে, সেই ক্রিয়েটরের কোনও খুঁত ধরে তাকে নিয়ে চলে ব্য়াঙ্গ ৷ তারমধ্য়ে একটি হল ডিসলাইক ৷

আরও পড়ুন-ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

ইউটিউবের কোনও ক্রিয়েটরের কোনও একটি ভিডিয়ো লাইকের থেকে ডিসলাইক বেশি হলে তার স্ক্রিনশট নিয়ে শেয়ার করা হয় বিভিন্ন সোশাল মিডিয়ায় ৷ এবার আর তা করা যাবে না ৷

ইউটিউব জানিয়েছে, এবার থেকে ইউটিউব ক্রিয়েটররা নিজেদের ডিসলাইক শো অপশন বন্ধ করে রাখতে পারবেন ৷ অর্থাৎ কোনও ভিডিয়োতে কত ডিসলাইক পড়েছে তা বুঝতে পারবেন না দর্শকরা ৷ তবে ক্রিয়েটর নিজে দেখতে পারবেন তাঁর আপলোড করা ভিডিয়োতে কত জন ডিসলাইক দিয়েছেন ৷

এবিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ডিসলাইক কত হল তা পাবলিক শো না হলেও ডিসলাইক অপশন সেখানে থাকবে ৷ যেখানে ইউজাররা ডিসলাইক দিতে পারবেন ৷ তবে মোট ডিসলাইক সংখ্য়া দেখা যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.