দেওরিয়া (উত্তরপ্রদেশ), 27 ফেব্রুয়ারি: সাপের ছোবলে মৃত্যু হয়েছিল এক কিশোরের ৷ 15 বছর পর সেই কিশোরই জীবিত অবস্থায় বাড়ি ফিরে এল ৷ যদিও এখন সে 25 বছরের যুবক ৷ ঘটনা উত্তরপ্রদেশের দেওরিয়ার ৷ এখানকার ভাগলপুর ব্লকের মুরাসো গ্রামের এই ঘটনায় আলোড়ন পড়েছে ৷ যুবকের নাম অঙ্গেশ যাদব (Youth who died of snake bite returned alive) ৷
জানা গিয়েছে, 15 বছর আগে অঙ্গেশকে সাপে ছোবলে মারে ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 10 বছর ৷ পরিবারের পুজো, প্রার্থনা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ চিকিৎসকরাও অঙ্গেশকে মৃত ঘোষণা করে ৷ এরপর গ্রামের নিয়ম অনুযায়ী কলা পাতার ভেলায় চড়িয়ে তার দেহ সূর্য নদীতে ভাসিয়ে দেয় অঙ্গেশের পরিবার ৷
তাঁর ফিরে আসা প্রসঙ্গে এই যুবক বলেছেন, "আমি কিছুই জানি না এসবের ৷ আমার জ্ঞান ফেরার পর দেখি বিহারের পাটনার এক সাঁপুড়ের কাছে আমি আছি ৷ তিনিই আমার প্রাণ বাঁচান ৷ তিনিই আমায় বড় করে তোলেন ও তাঁর সঙ্গে সাপের খেলা দেখাতে নিয়ে যেতেন ৷ 5 বছর আগে তিনি আমায় পঞ্জাবে নিয়ে যান, সেখানে আমি আমার বাড়ির মালিকের কাছে কাজ করতাম ৷"
আরও পড়ুন: আলট্রাসাউন্ডে প্রৌঢ়ের শরীরে মিলল জরায়ুর সন্ধান, চিকিৎসা গাফিলতির চরম নিদর্শন বিহারের হাসপাতালে
এই যুবকের আরও দাবি, 24 ফেব্রুয়ারি যখন তিনি তাঁর জীবনের গল্প এক ট্রাক ড্রাইভারকে করেন, তখন তিনি তাঁকে আজমগঢ়ে নিয়ে আসেন ৷ সেখান থেকে তিনি আসেন বালিয়া জেলার বেলথরা রোডে ৷ সেখানে তিনি তাঁর গ্রাম ও গ্রামবাসীদের নাম কয়েকজনকে জানান ৷ এরপর তাঁর ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই এলাকায় ছড়িয়ে পড়ে ৷ পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন তিনি ৷ এরপরেই তাঁর পরিবারের সদস্যরা মনিয়ার পুলিশ স্টেশনে যান ও তাঁকে চিনতে পারেন ৷ ছেলে এতবছর পর বাড়ি ফেরায় খুশি তাঁর মা কমলাবতী দেবি ও কাকিমা সম্ভলাবতী দেবী ৷ খুশি গ্রামবাসীরাও ৷