ETV Bharat / bharat

Killer Climbs Pole: গণধোলাই থেকে বাঁচতে বিদ্যুতে খুঁটিতে উঠে পড়লেন খুনে অভিযুক্ত যুবক, হইচই বিহারে - বিহারে নাবালক খুন

12 বছরের এক বালককে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহারের ৷ স্থানীয়দের তাড়ায় ওই যুবক বিদ্যুতের লাইনের জন্য তৈরি খুঁটিতে উঠে পড়েছে বলে খবর ৷

Killer Climbs Pole
Killer Climbs Pole
author img

By

Published : Apr 1, 2023, 3:05 PM IST

পটনা (বিহার), 1 এপ্রিল: নাবালককে খুনে অভিযুক্ত যুবক উঠে পড়লেন বিদ্যুতের হাই টেনশন লাইনের জন্য তৈরি খুঁটিতে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মাসৌরির একটি এলাকায় ৷ অভিযোগ, ওই যুবক বছর বারোর এক বালককে প্রথমে কুপিয়ে খুন করে ৷ তার পর বিদ্যুতের হাইটেনশন লাইনের জন্য তৈরি খুঁটিতে উঠে যায় ৷

ওই যুবকের বিরুদ্ধে যেহেতু খুনের অভিযোগ উঠেছে, তাই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ৷ ফলে এই নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ যুবকটি লক্ষ্য করে পাথরও ছোড়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ৷ তারা প্রথমে উত্তেজিত জনতাকে শান্ত করে ৷ তার পর এই যুবককে নামানোর চেষ্টা করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবককে সংশ্লিষ্ট খুঁটি থেকে নামানো যায়নি ৷

ঘটনাটি ঘটেছে যেখানে, তা পটনার সন্নিকটেই অবস্থিত ৷ এলাকাটি স্থানীয় পুনপুন থানার মধ্যে পড়ছে ৷ পুলিশ জানিয়েছে, আলাদিন চক থেকে আকোনা যাওয়ার রাস্তায় 12 বছরের ওই নাবালককে কুপিয়ে খুন করে অভিযুক্ত যুবক ৷ তার পর স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে ওই খুঁটিতে উঠে যান ৷ এবার সেখান থেকে নামতে ভয় পাচ্ছেন তিনি ৷ নিচে নামলে গণপিটুনি জুটতে পারে বলে তাঁর আশঙ্কা ৷

পুলিশের আশঙ্কা, যেকোনও সময় বড় বিপদ ঘটতে পারে ৷ কারণ, ওই টাওয়ারে যে বিদ্যুতের লাইন রয়েছে, তা 1 লক্ষ 32 হাজার ভোল্টের ৷ ঘটনাস্থলে শুধু পুনপুন নয়, আরও চারটি থানার পুলিশ পৌঁছেছে ৷ তারাও এলাকার পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ওই যুবককে বোঝানোর চেষ্টা করছে ৷ নিচে নামলে কেউ মারধর করবে না বলেও ওই যুবককে বোঝানোরও চেষ্টা করছে পুলিশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই কাজে সাফল্য পায়নি ৷

এদিকে যে বালককে খুন করা হয়েছে, তার নাম গোলু কুমার ৷ সে স্থানীয় আলাউদ্দিন চকের বাসিন্দা ৷ তাঁর মামার নাম মন্টু কুমার ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ৷ কিন্তু কী কারণে খুন, তা নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি ৷ পুলিশের ধারণা, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে ৷ তাই তাঁকে নামানোর অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: বদগামে সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

পটনা (বিহার), 1 এপ্রিল: নাবালককে খুনে অভিযুক্ত যুবক উঠে পড়লেন বিদ্যুতের হাই টেনশন লাইনের জন্য তৈরি খুঁটিতে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মাসৌরির একটি এলাকায় ৷ অভিযোগ, ওই যুবক বছর বারোর এক বালককে প্রথমে কুপিয়ে খুন করে ৷ তার পর বিদ্যুতের হাইটেনশন লাইনের জন্য তৈরি খুঁটিতে উঠে যায় ৷

ওই যুবকের বিরুদ্ধে যেহেতু খুনের অভিযোগ উঠেছে, তাই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ৷ ফলে এই নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ যুবকটি লক্ষ্য করে পাথরও ছোড়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ৷ তারা প্রথমে উত্তেজিত জনতাকে শান্ত করে ৷ তার পর এই যুবককে নামানোর চেষ্টা করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবককে সংশ্লিষ্ট খুঁটি থেকে নামানো যায়নি ৷

ঘটনাটি ঘটেছে যেখানে, তা পটনার সন্নিকটেই অবস্থিত ৷ এলাকাটি স্থানীয় পুনপুন থানার মধ্যে পড়ছে ৷ পুলিশ জানিয়েছে, আলাদিন চক থেকে আকোনা যাওয়ার রাস্তায় 12 বছরের ওই নাবালককে কুপিয়ে খুন করে অভিযুক্ত যুবক ৷ তার পর স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে ওই খুঁটিতে উঠে যান ৷ এবার সেখান থেকে নামতে ভয় পাচ্ছেন তিনি ৷ নিচে নামলে গণপিটুনি জুটতে পারে বলে তাঁর আশঙ্কা ৷

পুলিশের আশঙ্কা, যেকোনও সময় বড় বিপদ ঘটতে পারে ৷ কারণ, ওই টাওয়ারে যে বিদ্যুতের লাইন রয়েছে, তা 1 লক্ষ 32 হাজার ভোল্টের ৷ ঘটনাস্থলে শুধু পুনপুন নয়, আরও চারটি থানার পুলিশ পৌঁছেছে ৷ তারাও এলাকার পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ওই যুবককে বোঝানোর চেষ্টা করছে ৷ নিচে নামলে কেউ মারধর করবে না বলেও ওই যুবককে বোঝানোরও চেষ্টা করছে পুলিশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই কাজে সাফল্য পায়নি ৷

এদিকে যে বালককে খুন করা হয়েছে, তার নাম গোলু কুমার ৷ সে স্থানীয় আলাউদ্দিন চকের বাসিন্দা ৷ তাঁর মামার নাম মন্টু কুমার ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ৷ কিন্তু কী কারণে খুন, তা নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি ৷ পুলিশের ধারণা, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে ৷ তাই তাঁকে নামানোর অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: বদগামে সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.