ETV Bharat / bharat

Girl Kidnapped in Andhra Pradesh: পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে তরুণীকে অপহরণের অভিযোগ - তরুণীকে অপহরণ অন্ধ্রপ্রদেশে

Youth Allegedly Kidnaps A Girl in Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে এক তরুণীকে তাঁর বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযোগ তরুণীর দাদু এবং মা-কে গুরুতরভাবে জখম করে ওই তরুণীকে অপহরণ করে যুবক ৷ পুলিশ অপহৃত তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

Girl Kidnapped in Andhra Pradesh ETV BHARAT
Girl Kidnapped in Andhra Pradesh
author img

By

Published : Jul 26, 2023, 12:19 PM IST

পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ), 26 জুলাই: মা এবং দাদুকে গুরুতর জখম করে তরুণীকে অপহরণের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে ৷ অভিযোগ, ওই গ্রামের এক যুবক তরুণীকে ধাওয়া করে তাঁর বাড়িতে যান ৷ সেখানে তরুণীর দাদুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ৷ তাঁকে বাধা দিতে গেলে তরুণীর মায়ের উপরেও হামলা চালায় সে ৷ এরপর তাঁদের প্রাণে মারার হুমকি দিয়ে ওই যুবক তুরুণীকে বাইকে উঠতে বাধ্য করে বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি আহতরা ৷ পুলিশ অপহৃত তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে থাকেন এক বৃদ্ধ দম্পতি ৷ সম্প্রতি বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাই এল্লুরের বাসিন্দা দম্পতির মেয়ে এবং নাতনি সিদ্দাপুরমের বাড়িতে আসেন বৃদ্ধের দেখাশোনা করার জন্য ৷ কিন্তু, সমস্যা শুরু হয় তার পর থেকেই ৷ অভিযোগ গ্রামের এক যুবক শেখ ইমরান বৃদ্ধের নাতনিকে বিরক্ত করতে শুরু করেন ৷ কিন্তু, বিষয়টি গুরুতর হয়ে ওঠে মঙ্গলবার সকালে ৷ অভিযোগ শেখ ইমরান তরুণীকে বাইকে ধাওয়া করেন এবং তাঁর বাড়ি পর্যন্ত চলে যান ৷

সেখানে বাড়ির বাইরে একটি চৌকিতে তরুণীর বৃদ্ধ দাদু শুয়েছিলেন ৷ অভিযোগ শেখ ইমরান একটি লোহার রড নিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন ৷ বৃদ্ধের চিৎকার শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন তাঁর মেয়ে ৷ তিনি ইমরানকে বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করা হয় ৷ এই ঘটনায় বৃদ্ধ এবং তাঁর মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷ এর পর শেখ ইমরান হুমকি দেয়, যদি তরুণী নিজে থেকে তাঁর সঙ্গে না যান, তাহলে তাঁর দাদু এবং মা-কে মেরে ফেলবে ৷ মা এবং দাদুকে প্রাণে বাঁচাতে তরুণী বাইকে উঠে বসেন ৷ তখনই শেখ ইমরান তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: বিয়ে করে ফেরার পথে কনেকে অপহরণ করে চম্পট প্রাক্তন প্রেমিকের ! তদন্তে পুলিশ

এই ঘটনায় স্থানীয়রা অপহৃত তরুণীর মা এবং দাদুকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ৷ মহিলার মাথায় 50টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে ৷ আর বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হালপাতালে ভরতি ৷ পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান এবং আহত মহিলার সঙ্গে কথা বলেন ৷ অপহৃত তরুণীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ শেখ ইমরানের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় হানা দিয়েছে পুলিশ ৷ তাঁর বাইকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷

পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ), 26 জুলাই: মা এবং দাদুকে গুরুতর জখম করে তরুণীকে অপহরণের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে ৷ অভিযোগ, ওই গ্রামের এক যুবক তরুণীকে ধাওয়া করে তাঁর বাড়িতে যান ৷ সেখানে তরুণীর দাদুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ৷ তাঁকে বাধা দিতে গেলে তরুণীর মায়ের উপরেও হামলা চালায় সে ৷ এরপর তাঁদের প্রাণে মারার হুমকি দিয়ে ওই যুবক তুরুণীকে বাইকে উঠতে বাধ্য করে বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি আহতরা ৷ পুলিশ অপহৃত তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে থাকেন এক বৃদ্ধ দম্পতি ৷ সম্প্রতি বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাই এল্লুরের বাসিন্দা দম্পতির মেয়ে এবং নাতনি সিদ্দাপুরমের বাড়িতে আসেন বৃদ্ধের দেখাশোনা করার জন্য ৷ কিন্তু, সমস্যা শুরু হয় তার পর থেকেই ৷ অভিযোগ গ্রামের এক যুবক শেখ ইমরান বৃদ্ধের নাতনিকে বিরক্ত করতে শুরু করেন ৷ কিন্তু, বিষয়টি গুরুতর হয়ে ওঠে মঙ্গলবার সকালে ৷ অভিযোগ শেখ ইমরান তরুণীকে বাইকে ধাওয়া করেন এবং তাঁর বাড়ি পর্যন্ত চলে যান ৷

সেখানে বাড়ির বাইরে একটি চৌকিতে তরুণীর বৃদ্ধ দাদু শুয়েছিলেন ৷ অভিযোগ শেখ ইমরান একটি লোহার রড নিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন ৷ বৃদ্ধের চিৎকার শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন তাঁর মেয়ে ৷ তিনি ইমরানকে বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করা হয় ৷ এই ঘটনায় বৃদ্ধ এবং তাঁর মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷ এর পর শেখ ইমরান হুমকি দেয়, যদি তরুণী নিজে থেকে তাঁর সঙ্গে না যান, তাহলে তাঁর দাদু এবং মা-কে মেরে ফেলবে ৷ মা এবং দাদুকে প্রাণে বাঁচাতে তরুণী বাইকে উঠে বসেন ৷ তখনই শেখ ইমরান তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: বিয়ে করে ফেরার পথে কনেকে অপহরণ করে চম্পট প্রাক্তন প্রেমিকের ! তদন্তে পুলিশ

এই ঘটনায় স্থানীয়রা অপহৃত তরুণীর মা এবং দাদুকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ৷ মহিলার মাথায় 50টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে ৷ আর বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হালপাতালে ভরতি ৷ পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান এবং আহত মহিলার সঙ্গে কথা বলেন ৷ অপহৃত তরুণীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ শেখ ইমরানের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় হানা দিয়েছে পুলিশ ৷ তাঁর বাইকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.