ETV Bharat / bharat

Young Woman Sexually Harassed: বেঙ্গালুরুর শপিং মলে যুবতীর সঙ্গে অভব্য আচরণ ব্যক্তির ! ভাইরাল ভিডিয়ো - অভব্য আচরণ

বেঙ্গালুরুর শপিং মলে যুবতীকে যৌন হয়রানি ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ৷

Young Woman Sexually Harassed
শপিং মলে যুবতীকে যৌন হয়রানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:28 PM IST

বেঙ্গালুরু, 30 অক্টোবর: বেঙ্গালুরুর শপিং মলে তখন হাজারও লোকের ভিড় ৷ তারই মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটি লোক ৷ তার আচরণ ঠিক ঠেকছে না ৷ তাই ভিডিয়ো করতে শুরু করেন এক যুবক ৷ হঠাৎ তিনি দেখলেন যুবতীর গায়ে অপ্রীতিকরভাবে ছুঁয়ে অন্যত্র চলে গেলেন ওই ব্যক্তি ৷ কোনও প্রতিবাদ করলেন না যুবতীও ৷ তবে ভিডিয়োতে সবটাই ধরা পড়ছে ৷ এরপরেই এই অভব্য আচরণের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক ৷ ভাইরাল হতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ৷

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি নামী শপিং মলে ৷ ওই যুবক ঘটনাস্থলেই ছিলেন ৷ যিনি ভিডিয়োটি করে পরে ইনস্টাগ্রাম পোস্ট করেন ৷ ভিডিয়োর সঙ্গে তিনি লেখেন, " আজ সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ বেঙ্গালুরুর মলে এক ব্যক্তি যুবতীর সঙ্গে অভব্য আচরণ করে । প্রথমেই ওই ব্যক্তির হাবভাব দেখে তার উপর আমার সন্দেহ হয় ৷ তাই আমি ভিডিয়ো করতে শুরু করেছিলাম ৷ পরে ওই ব্যক্তি এক যুবতীর সঙ্গে খারাপ আচরণ করে এবং সেখান থেকে চলে যায়া ৷ সবটাই আমার এই ভিডিয়োতে ধরা পড়েছে ৷"

আরও পড়ুন: শপিং মলে চকোলেট চুরির ভিডিয়ো ভাইরাল ! অপমানে 'আত্মঘাতী' ছাত্রী

যুবক জানান, এই ঘটনার পর তিনি ভিডিয়োটি নিয়ে শপিং মলের নিরাপত্তারক্ষীদের কাছে যান । নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তির খোঁজে শপিং মলে তল্লাশি চালান । কিন্তু অভিযুক্ত অবিলম্বে সেখান থেকে পালিয়ে যায় । তাই তাকে ধরা সম্ভব হয়নি ৷ তবে মলের তরফে এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ৷ এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি । তবে যুবকের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করায় তা নজরে এসেছে মাগাড়ি রোড থানার পুলিশের ৷ তারা এ বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে ।

বেঙ্গালুরু, 30 অক্টোবর: বেঙ্গালুরুর শপিং মলে তখন হাজারও লোকের ভিড় ৷ তারই মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটি লোক ৷ তার আচরণ ঠিক ঠেকছে না ৷ তাই ভিডিয়ো করতে শুরু করেন এক যুবক ৷ হঠাৎ তিনি দেখলেন যুবতীর গায়ে অপ্রীতিকরভাবে ছুঁয়ে অন্যত্র চলে গেলেন ওই ব্যক্তি ৷ কোনও প্রতিবাদ করলেন না যুবতীও ৷ তবে ভিডিয়োতে সবটাই ধরা পড়ছে ৷ এরপরেই এই অভব্য আচরণের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক ৷ ভাইরাল হতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ৷

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি নামী শপিং মলে ৷ ওই যুবক ঘটনাস্থলেই ছিলেন ৷ যিনি ভিডিয়োটি করে পরে ইনস্টাগ্রাম পোস্ট করেন ৷ ভিডিয়োর সঙ্গে তিনি লেখেন, " আজ সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ বেঙ্গালুরুর মলে এক ব্যক্তি যুবতীর সঙ্গে অভব্য আচরণ করে । প্রথমেই ওই ব্যক্তির হাবভাব দেখে তার উপর আমার সন্দেহ হয় ৷ তাই আমি ভিডিয়ো করতে শুরু করেছিলাম ৷ পরে ওই ব্যক্তি এক যুবতীর সঙ্গে খারাপ আচরণ করে এবং সেখান থেকে চলে যায়া ৷ সবটাই আমার এই ভিডিয়োতে ধরা পড়েছে ৷"

আরও পড়ুন: শপিং মলে চকোলেট চুরির ভিডিয়ো ভাইরাল ! অপমানে 'আত্মঘাতী' ছাত্রী

যুবক জানান, এই ঘটনার পর তিনি ভিডিয়োটি নিয়ে শপিং মলের নিরাপত্তারক্ষীদের কাছে যান । নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তির খোঁজে শপিং মলে তল্লাশি চালান । কিন্তু অভিযুক্ত অবিলম্বে সেখান থেকে পালিয়ে যায় । তাই তাকে ধরা সম্ভব হয়নি ৷ তবে মলের তরফে এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ৷ এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি । তবে যুবকের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করায় তা নজরে এসেছে মাগাড়ি রোড থানার পুলিশের ৷ তারা এ বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.