ETV Bharat / bharat

TMC Criticises PM: দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন মোদি, কটাক্ষ তৃণমূলের - TMC criticises PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে পরিবারতন্ত্র টেনে কটাক্ষ করেছেন ৷ এর পালটা প্রধানমন্ত্রীকে বিঁধেছে তৃণমূল ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 1, 2023, 10:10 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: শনিবার মধ্যপ্রদেশের এক জনসভা থেকে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক সূত্রে রেখে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর পালটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এদিন আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ দলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন এদিন এক টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী নিজে দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন ৷

এদিন, প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের জনসভা থেকে বিরোধীদের কটাক্ষ করে বলেন,"যারা বর্তমানে ঝোট বাঁধতে চাইছে (বিরোধী জোট) সমাজমাধ্যমে তাদের বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে ৷ এই বিরোধী দলগুলি জোটবদ্ধ হচ্ছে শুধুমাত্র পরিবারতন্ত্রের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে ৷"

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ এদিন টুইটারে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী এটা আপনি, যিনি বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন ৷ আপনার দল যুব সম্প্রদায়কে চাকরি দিতে অস্বীকার করছে ৷ গণতন্ত্রকে বিকশিত হতে বাধা দিচ্ছে ৷ সংঘবদ্ধতার বিরোধিতা করছে ৷ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বিরোধিতা করছে ৷"

  • These are NOT “opposition parties”, Mr Prime Minister!

    It is YOU who is leading the largest “opposition party”.

    Your party is opposed to giving young people jobs.

    Opposed to nurturing democracy.

    Opposed to preserving federalism.

    Opposed to controlling prices. https://t.co/2dLcA4g2oS

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত মাসের 23 তারিখ পটনায় বৈঠকে বসেছিল বিজেপি বিরোধী দেশের 17টি বিরোধী রাজনৈতিক দল ৷ কংগ্রেস ছাড়াও এই বিরোধী বৈঠকের অন্যতম দল ছিল তৃণমূল কংগ্রেস ৷ তাই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোটকে কটাক্ষ করায়, এর পালটা দিল তৃণমূল ৷ এই বিরোধী জোট ও বৈঠক নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপিকে 2024 লোকসভা নির্বাচনে ক্ষমতা থেকে সরাতে দেশের পরিবারকেন্দ্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোটবদ্ধ হচ্ছে, মূলত এই বক্তব্যকে সামনে রেখেই প্রচারে নেমেছে পদ্ম শিবির ৷ শনিবার খোদ প্রধানমন্ত্রী মোদি পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে এই বিরোধী জোট গঠনের উদ্যোগের সমালোচনা করছেন ৷

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি তৈরির এটাই আদর্শ সময়, মত নকভির

তবে রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা ভোটে যদি দেশের বিরোধী দলগুলি এক ছাতার তলায় আসে ও বিজেপির বিরুদ্ধে সিংহভাগ আসনে একের বিরুদ্ধে এক প্রার্থী এই ফর্মুলা কাজ করে যায়, তাহলে ক্ষমতায় প্রত্যাবর্তনে বেগ পেতে হতে পারে নরেন্দ্র মোদি, অমিত শাহদের ৷ সম্ভবত সেই আশঙ্কা থেকেই বিজেপি শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে আরও আক্রমণাত্মক হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে ৷

নয়াদিল্লি, 1 জুলাই: শনিবার মধ্যপ্রদেশের এক জনসভা থেকে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক সূত্রে রেখে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর পালটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এদিন আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ দলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন এদিন এক টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী নিজে দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন ৷

এদিন, প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের জনসভা থেকে বিরোধীদের কটাক্ষ করে বলেন,"যারা বর্তমানে ঝোট বাঁধতে চাইছে (বিরোধী জোট) সমাজমাধ্যমে তাদের বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে ৷ এই বিরোধী দলগুলি জোটবদ্ধ হচ্ছে শুধুমাত্র পরিবারতন্ত্রের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে ৷"

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ এদিন টুইটারে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী এটা আপনি, যিনি বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন ৷ আপনার দল যুব সম্প্রদায়কে চাকরি দিতে অস্বীকার করছে ৷ গণতন্ত্রকে বিকশিত হতে বাধা দিচ্ছে ৷ সংঘবদ্ধতার বিরোধিতা করছে ৷ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বিরোধিতা করছে ৷"

  • These are NOT “opposition parties”, Mr Prime Minister!

    It is YOU who is leading the largest “opposition party”.

    Your party is opposed to giving young people jobs.

    Opposed to nurturing democracy.

    Opposed to preserving federalism.

    Opposed to controlling prices. https://t.co/2dLcA4g2oS

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত মাসের 23 তারিখ পটনায় বৈঠকে বসেছিল বিজেপি বিরোধী দেশের 17টি বিরোধী রাজনৈতিক দল ৷ কংগ্রেস ছাড়াও এই বিরোধী বৈঠকের অন্যতম দল ছিল তৃণমূল কংগ্রেস ৷ তাই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোটকে কটাক্ষ করায়, এর পালটা দিল তৃণমূল ৷ এই বিরোধী জোট ও বৈঠক নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপিকে 2024 লোকসভা নির্বাচনে ক্ষমতা থেকে সরাতে দেশের পরিবারকেন্দ্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোটবদ্ধ হচ্ছে, মূলত এই বক্তব্যকে সামনে রেখেই প্রচারে নেমেছে পদ্ম শিবির ৷ শনিবার খোদ প্রধানমন্ত্রী মোদি পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে এই বিরোধী জোট গঠনের উদ্যোগের সমালোচনা করছেন ৷

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি তৈরির এটাই আদর্শ সময়, মত নকভির

তবে রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা ভোটে যদি দেশের বিরোধী দলগুলি এক ছাতার তলায় আসে ও বিজেপির বিরুদ্ধে সিংহভাগ আসনে একের বিরুদ্ধে এক প্রার্থী এই ফর্মুলা কাজ করে যায়, তাহলে ক্ষমতায় প্রত্যাবর্তনে বেগ পেতে হতে পারে নরেন্দ্র মোদি, অমিত শাহদের ৷ সম্ভবত সেই আশঙ্কা থেকেই বিজেপি শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে আরও আক্রমণাত্মক হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.