ETV Bharat / bharat

Yogi Adityanath comments on Narendra Modi: 'মোদিমন্ত্র সারা বিশ্বে অনুরণিত হচ্ছে' ! দাবি যোগীর - যোগী আদিত্যনাথ

সারা বিশ্বের মানুষই নাকি এখন 'মোদিমন্ত্র' জপছেন ! এমন কথা কেন বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath comments on Narendra Modi) ?

Yogi Adityanath says Narendra Modi name is now resonating world over
ফাইল ছবি
author img

By

Published : Jan 22, 2023, 4:04 PM IST

লখনউ, 22 জানুয়ারি: 'মোদি হ্যায়, তো মুমকিন হ্যায় !' এই 'মন্ত্র' এখন আর শুধুমাত্র ভারতীয় ভূখণ্ডে সীমাবদ্ধ নেই ৷ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ! রবিবার এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath comments on Narendra Modi) ৷ তাঁর মতে, মোদি ছিলেন বলেই চলতি বছর জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে ভারত ৷

এই প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, "যখনই পৃথিবীতে কোনও সংকট ঘনিয়ে আসে, তখনই সকলে অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তাকান ৷ 2019 সালে একটি স্লোগান তৈরি করা হয়েছিল ৷ 'মোদি হ্যায়, তো মুমকিন হ্যায়' ৷ আজ আর এটি শুধুমাত্র ভারতের স্লোগান নয় ৷ সারা বিশ্বের মন্ত্র ! ভারত যে জি20 সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে, মোদিজির জন্যই তা সম্ভব হয়েছে ৷"

আরও পড়ুন: রামভক্তদের আত্মত্যাগই গুজরাতকে হিংসামুক্ত করেছে, দাবি যোগী আদিত্যনাথের

লখনউয়ের ইন্দিরা গান্ধি প্রতিষ্ঠানে এদিন একটি বৈঠকের আয়োজন করা হয় ৷ তবে, এই বৈঠক কোনও সরকারি কর্মসূচি নয় ৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে ৷ বৈঠক চলবে রবিবার দিনভর ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভাষণ দেন যোগী ৷ বলেন, "জি20-এর সঙ্গে যাতে প্রত্যেক ভারতীয় যুক্ত হতে পারেন, মোদিজি সেই কাজ করে দেখিয়েছেন ৷ জি20 সম্মেলনের 11টি বৈঠক অনুষ্ঠিত হবে আগরা, লখনউ, বারাণসী এবং গৌতমবুদ্ধ নগরে ৷"

এদিকে, আগামী 10 এবং 12 ফেব্রুয়ারি গ্লোবাল ইনভেস্টর সামিট (বিশ্ব উদ্যোগপতি সম্মেলন) অনুষ্ঠিত হবে ৷ সেই প্রসঙ্গ টেনে যোগী বলেন, নতুন উদ্যোগের গন্তব্যস্থলে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ ৷ তাই বিজেপির প্রত্যেক সদস্যকে এগিয়ে আসতে হবে ৷ যোগীর কথায়, "জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেক বিজেপি কর্মীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷ আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে ৷"

এদিনের এই মঞ্চ থেকে রাজ্যের পূর্বতন সরকারগুলিরও সমালোচনা করেন যোগী আদিত্যনাথ ৷ বলেন, "গতকাল প্রয়াগরাজে আপনারা নিশ্চয় মৌনি অমাবস্য়ার স্নানের সাক্ষী থেকেছেন ৷ 2 কোটিরও বেশি পুণ্যার্থী সেখানে গিয়েছিলেন ৷ আগের সরকার যদি এই জায়গার সম্ভাবনা অনুভব করতে পারত, তাহলে আজ আমাদের অন্যের দ্বারস্থ হতে হত না ৷"

লখনউ, 22 জানুয়ারি: 'মোদি হ্যায়, তো মুমকিন হ্যায় !' এই 'মন্ত্র' এখন আর শুধুমাত্র ভারতীয় ভূখণ্ডে সীমাবদ্ধ নেই ৷ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ! রবিবার এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath comments on Narendra Modi) ৷ তাঁর মতে, মোদি ছিলেন বলেই চলতি বছর জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে ভারত ৷

এই প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, "যখনই পৃথিবীতে কোনও সংকট ঘনিয়ে আসে, তখনই সকলে অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তাকান ৷ 2019 সালে একটি স্লোগান তৈরি করা হয়েছিল ৷ 'মোদি হ্যায়, তো মুমকিন হ্যায়' ৷ আজ আর এটি শুধুমাত্র ভারতের স্লোগান নয় ৷ সারা বিশ্বের মন্ত্র ! ভারত যে জি20 সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে, মোদিজির জন্যই তা সম্ভব হয়েছে ৷"

আরও পড়ুন: রামভক্তদের আত্মত্যাগই গুজরাতকে হিংসামুক্ত করেছে, দাবি যোগী আদিত্যনাথের

লখনউয়ের ইন্দিরা গান্ধি প্রতিষ্ঠানে এদিন একটি বৈঠকের আয়োজন করা হয় ৷ তবে, এই বৈঠক কোনও সরকারি কর্মসূচি নয় ৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে ৷ বৈঠক চলবে রবিবার দিনভর ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভাষণ দেন যোগী ৷ বলেন, "জি20-এর সঙ্গে যাতে প্রত্যেক ভারতীয় যুক্ত হতে পারেন, মোদিজি সেই কাজ করে দেখিয়েছেন ৷ জি20 সম্মেলনের 11টি বৈঠক অনুষ্ঠিত হবে আগরা, লখনউ, বারাণসী এবং গৌতমবুদ্ধ নগরে ৷"

এদিকে, আগামী 10 এবং 12 ফেব্রুয়ারি গ্লোবাল ইনভেস্টর সামিট (বিশ্ব উদ্যোগপতি সম্মেলন) অনুষ্ঠিত হবে ৷ সেই প্রসঙ্গ টেনে যোগী বলেন, নতুন উদ্যোগের গন্তব্যস্থলে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ ৷ তাই বিজেপির প্রত্যেক সদস্যকে এগিয়ে আসতে হবে ৷ যোগীর কথায়, "জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেক বিজেপি কর্মীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷ আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে ৷"

এদিনের এই মঞ্চ থেকে রাজ্যের পূর্বতন সরকারগুলিরও সমালোচনা করেন যোগী আদিত্যনাথ ৷ বলেন, "গতকাল প্রয়াগরাজে আপনারা নিশ্চয় মৌনি অমাবস্য়ার স্নানের সাক্ষী থেকেছেন ৷ 2 কোটিরও বেশি পুণ্যার্থী সেখানে গিয়েছিলেন ৷ আগের সরকার যদি এই জায়গার সম্ভাবনা অনুভব করতে পারত, তাহলে আজ আমাদের অন্যের দ্বারস্থ হতে হত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.