হায়দরাবাদ, 27 জুন: রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার ডেডলাইন শেষ হওয়ার মাত্র দুদিন আগে সিদ্ধান্ত বদল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (TRS to support Yashwant Sinha)৷ বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করল কে চন্দ্রশেখর রাওয়ের দল (Yashwant Sinha to file nomination)৷ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে টিআরএস-এর মন্ত্রী কেটি রামা রাও জানান, মনোনয়ন জমা দেওয়ার সময় দলের তরফে প্রতিনিধিত্ব করবেন তিনি ৷
টুইটে তিনি জানিয়েছেন, "রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন টিআরএস দলের সভাপতি শ্রী কেসিআর ৷ আজ মনোনয়ন পেশে সংসদে আমার দলের সদস্যের সঙ্গে আমি প্রতিনিধিত্ব করব ৷"
আজই মনোনয়ন পেশ করবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ৷ তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে তা বেশি সাংবিধানিক হবে বলে মন্তব্য করেছেন তিনি ৷ এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও লড়াই নেই বলে উল্লেখ করে যশবন্ত বলেছেন, এটা সংবিধান রক্ষার লড়াই (TRS to support Opposition Presidential candidate Yashwant Sinha)৷
রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল ঠিক করতে নয়াদিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধী দলগুলি বৈঠকে বসেছিল, তখন সেই বৈঠকে যোগ দেয়নি টিআরএস ৷ সেই বৈঠকে কংগ্রেস থাকায় তীব্র আপত্তি জানিয়েছিল তারা ৷ সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দেন, তাঁর দল ওই বৈঠকে যোগ দেবে না ৷
আরও পড়ুন: TRS-AAP Skip Opposition Meet: কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও
টিআরএস-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, "কংগ্রেসের সঙ্গে কোনও রকম প্ল্যাটফর্ম শেয়ারের কোনও প্রশ্নই ওঠে না ৷" তাদের আপত্তির কথা জানিয়ে টিআরএস লিখেছিল, "বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী তুলে ধরার প্রক্রিয়ার সঙ্গে টিআরএস জড়িত নয় ৷ এ ক্ষেত্রে প্রার্থীকে আগেই বেছে নেওয়া হয়েছে, প্রার্থীর মত নিয়ে নেওয়া হয়েছে ৷ তারপর এই বৈঠক ডাকা হয়েছে ৷ কেন এ ভাবে এটা করা হল ? আগে বৈঠক ডেকে, ঐক্যমত্যে এসে, প্রার্থীর সম্মতি নিয়ে, তারপর বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা - এটাই পদ্ধতি হওয়া উচিত ছিল ৷" তবে টিআরএস যখন এই বিবৃতি দেয়, তখনও প্রার্থী ঠিক করেনি বিরোধীরা ৷ বিরোধীদের সেই বৈঠকের কিছুদিন পর তাদের সর্বসম্মত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় যশবন্ত সিনহার নাম ৷