ETV Bharat / bharat

Delhi Flood Situation: নামছে যমুনার জল, ধীরে ধীরে স্বাভাবিকের পথে রাজধানী

author img

By

Published : Jul 17, 2023, 8:19 AM IST

বেশ কয়েকদিন আতঙ্কে কাটার পর নতুন সপ্তাহের শুরুতেই কিছুটা ভালো খবর দিল্লির বাসিন্দাদের জন্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, যমুনার জলস্তর কিছুটা হলেও নেমেছে। নতুন করে বৃষ্টি না-হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 17 জুলাই: ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন জায়গায় জলস্তর খানিকটা করে নামতে শুরু করেছ বলে খবর। প্রশাসন জানিয়েছে, রবিবার রাত 11টা যমুনার জলস্তর ছিল 205.50 মিটার। বিপদসীমার থেকে সামান্য বেশি হলেও পরিস্থিতি আগের থেকে বেশ খানিকটা ভালো । এর আগে রবিবার রাত 8টায় জলস্তর ছিল 205.56 মিটার। মাত্র তিনঘণ্টার মধ্যে জলস্তর এতটা নেমেছে দেখে স্বস্তিতে প্রশাসন। তাদের আশা, নতুন করে বৃষ্টি না-হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

দিল্লি মন্ত্রিসভার সদস্য অতীশিও টুইটে জানিয়েছেন, তাঁর আশা দ্রুত নেমে যাবে জলস্তর। পাশাপাশি জল নেমে যাওয়ার পর প্রশাসন যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর তাও জানিয়েছেন মন্ত্রী। শহরের অনেক জায়গায় জল জমে আছে। সেখানে পাম্প চালিয়ে জল নামানোর কাজ হচ্ছে। গত কয়েকদিনে অনেক বাসিন্দাকেই নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। জল নেমে গেলে সেই সমস্ত এলাকার কী পরিস্থিতি তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও কয়েকটি জায়গায় নতুন ত্রাণ শিবির খুলবে দিল্লি সরকার। এদিকে, উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনাকে নিয়ে দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন অতীশি।

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রেই দিল্লিতে বন্যা, অভিযোগ আপের; পালটা দিল গেরুয়া শিবিরও

দিল্লির পরিস্থিতির দায় কার তা নিয়ে আপ এবং বিজেপির মধ্যে তরজা চলছে গত কয়েকদিন ধরে। রবিরাব সেই তরজা নতুন মাত্রা পায়। দিল্লি সরকারের দাবি কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানা সরকার চক্রান্ত করে হাথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুক্তি স্বভাবতই মানতে চায়নি বিজেপি। তাদের দাবি, যমুনাকে কেজরি সরকার গত 8 বছর ধরে অবর্জনা মুক্ত না করাতেই পরিস্থিতির এতটা অবনতি হয়েছে । এরই মধ্যে দিল্লির বিভিন্ন জায়গায় জমে থাকা জল কিছুটা করে নামতে শুরু করেছে।

নয়াদিল্লি, 17 জুলাই: ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন জায়গায় জলস্তর খানিকটা করে নামতে শুরু করেছ বলে খবর। প্রশাসন জানিয়েছে, রবিবার রাত 11টা যমুনার জলস্তর ছিল 205.50 মিটার। বিপদসীমার থেকে সামান্য বেশি হলেও পরিস্থিতি আগের থেকে বেশ খানিকটা ভালো । এর আগে রবিবার রাত 8টায় জলস্তর ছিল 205.56 মিটার। মাত্র তিনঘণ্টার মধ্যে জলস্তর এতটা নেমেছে দেখে স্বস্তিতে প্রশাসন। তাদের আশা, নতুন করে বৃষ্টি না-হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

দিল্লি মন্ত্রিসভার সদস্য অতীশিও টুইটে জানিয়েছেন, তাঁর আশা দ্রুত নেমে যাবে জলস্তর। পাশাপাশি জল নেমে যাওয়ার পর প্রশাসন যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর তাও জানিয়েছেন মন্ত্রী। শহরের অনেক জায়গায় জল জমে আছে। সেখানে পাম্প চালিয়ে জল নামানোর কাজ হচ্ছে। গত কয়েকদিনে অনেক বাসিন্দাকেই নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। জল নেমে গেলে সেই সমস্ত এলাকার কী পরিস্থিতি তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও কয়েকটি জায়গায় নতুন ত্রাণ শিবির খুলবে দিল্লি সরকার। এদিকে, উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনাকে নিয়ে দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন অতীশি।

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রেই দিল্লিতে বন্যা, অভিযোগ আপের; পালটা দিল গেরুয়া শিবিরও

দিল্লির পরিস্থিতির দায় কার তা নিয়ে আপ এবং বিজেপির মধ্যে তরজা চলছে গত কয়েকদিন ধরে। রবিরাব সেই তরজা নতুন মাত্রা পায়। দিল্লি সরকারের দাবি কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানা সরকার চক্রান্ত করে হাথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুক্তি স্বভাবতই মানতে চায়নি বিজেপি। তাদের দাবি, যমুনাকে কেজরি সরকার গত 8 বছর ধরে অবর্জনা মুক্ত না করাতেই পরিস্থিতির এতটা অবনতি হয়েছে । এরই মধ্যে দিল্লির বিভিন্ন জায়গায় জমে থাকা জল কিছুটা করে নামতে শুরু করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.