ETV Bharat / bharat

Credit Score: ক্রেডিট স্কোর ঠিক রাখতে নিন এই ব্য়বস্থাগুলি - Credit report

ব্যাংকগুলি ঋণ দেওয়ার আগে আপনার ক্রেডিট স্কোর (credit score) বিবেচনা করে । একটি ভালো ক্রেডিট রিপোর্ট ছাড়া ঋণ পাওয়ার সম্ভাবনা কম হয়ে যায় । একটি ভালো ক্রেডিট স্কোর রাখতে এই পথগুলি অবলম্বন করুন ৷

Credit Score
Credit Score
author img

By

Published : Dec 13, 2022, 2:14 PM IST

Updated : Dec 13, 2022, 6:58 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রেডিট স্কোর (credit score) ৷ আপনি হয়তো ঋণের জন্য আবেদন করতে চলেছেন ৷ ব্যাংকগুলি আপনার আবেদন বিবেচনা করার আগে সর্বপ্রথম ভালো করে দেখবে ক্রেডিট স্কোর । আপনার ক্রেডিট রিপোর্ট ভালো না থাকলে ঋণ পাওয়ার সম্ভাবনা কম । অর্থাৎ ঋণ পেতে আপনাকে ঝামেলা পোহাতে হবে ৷

বেশি ক্রেডিট স্কোর অনেক সুবিধা দেয় । তাই ভালো ক্রেডিট স্কোর রাখতে হবে ৷ তার জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে হবে । কখনও কখনও আপনি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করার পরেও ক্রেডিট স্কোর কম হতে পারে ৷ এখনই একটি ক্রেডিট ব্যুরো দিয়ে এই ধরনের ভুল সংশোধন করুন (Credit report corrections) ৷

ব্যাংকগুলি ভালো ক্রেডিট স্কোর রয়েছে এমন গ্রাহকদের জন্য 50 বেসিস পয়েন্টের সুদের ছাড় দেয় । কিন্তু দীর্ঘমেয়াদি ঋণে ছাড় অর্ধেকের কম হলেও বোঝা উল্লেখযোগ্যভাবে বেশি হয় । তাই এক্ষেত্রে ক্রেডিট রিপোর্ট এবং স্কোর খুবই গুরুত্বপূর্ণ । ক্রেডিট রিপোর্টে ঋণ কীভাবে পরিশোধ করা হচ্ছে, ক্রেডিট কার্ডের বিল, ঋণের জন্য তথ্য যাচাই ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরা হয় ।

রিপোর্টটি পরীক্ষা করার সময় প্রথমে আপনার নাম, প্যান, মোবাইল, ই-মেইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক কি না, তা পরীক্ষা করুন । আপনার বাতিল অ্যাকাউন্ট এবং শোধ করে দেওয়া ঋণের বিবরণও এই রিপোর্টে দেখানো হবে । বিবরণ দেওয়া সব তথ্য আপনার সঙ্গে সম্পর্কিত কি না তা দ্বিতীয়বার যাচাই করে নিন ৷ কোন ভুল রয়েছে কি না তাও যাচাই করুন ৷

ছোটখাটো সমস্যা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে । আপনি কখনই নেননি এমন একটি ঋণ, আপনার নামে লোনের তথ্য, সময়মতো ইএমআই দেওয়ার সত্ত্বেও 'ডিফল্ট' দেখাচ্ছে ৷ এর পাশাপাশি ইএমআই (EMI) পরিমাণে, ঠিকানা এবং নামে অসঙ্গতি রয়েছে । এই ধরনের অসঙ্গতিগুলি ক্রেডিট ব্যুরোকে লিখিতভাবে রিপোর্ট করা উচিত । এখন একাধিক ক্রেডিট ব্যুরো স্কোর দেয় (Credit bureaus give credit reports) ।

ব্যাংকগুলি সাধারণত একজন ঋণগ্রহীতার সিআইবিআইএল (CIBIL) স্কোর দেখে । এছাড়াও, অন্যান্য ব্যুরোতে দেওয়া বিবরণগুলিও পরীক্ষা করা উচিত । ক্রেডিট ব্যুরো আপনার ক্রেডিট রিপোর্টে পরিবর্তন আনে ৷ যদি প্রমাণ দেওয়া হয় যে রিপোর্টে ত্রুটি রয়েছে তাহলে তা পরিবর্তন করা হয় । কখনও কখনও আপনাকে এই সংশোধনগুলি করতে হলে ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে ।

ইএমআই, ক্রেডিট কার্ড বিল পেমেন্টের মতো তথ্য শুধুমাত্র ব্যাংকগুলির স্তরেই সংশোধন করা যেতে পারে। আপনি যদি অভিযোগ জানাতে চান তাহলে সংশ্লিষ্ট ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে একটি ব্যবস্থা রয়েছে । এই অসঙ্গতিগুলি সংশোধন করতে সাধারণত 30-45 দিন সময় লাগে । আপনি সমাধানে সন্তুষ্ট না হলে, অন্য অভিযোগ দায়ের করতে পারেন এবং আপনার অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে পড়ে থাকবেন ।

সমস্ত ঋণগ্রহীতাদের তাদের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা উচিত এবং নিয়মিত স্কোর করা উচিত । কিছু কোম্পানি বিনামূল্যে মাসিক রিপোর্ট অফার করে । আপনার রিপোর্ট চেক করা কখনই ক্রেডিট স্কোর প্রভাবিত করে না । নিয়মিত পর্যবেক্ষণ করলে আপনি ত্রুটিগুলি ঋণদাতাদের রিপোর্ট করতে পারবেন এবং সংশোধন করারও সুযোগ থাকে । আপনার তথ্যের বিবরণ সঠিক হলে তারা অবিলম্বে ক্রেডিট ব্যুরোকে জানায় ।

আরও পড়ুন: সুরক্ষিত থাকতে বাছুন বহু বছরের স্বাস্থ্য পরিকল্পনা

প্রতারকরা ক্রেডিট কার্ড এবং ঋণ নেওয়ার জন্য অন্যের পরিচয় চুরি করে ৷ এর ফলে সাইবার অপরাধ বাড়ছে । ঋণগ্রহীতাদের সতর্ক থাকতে হবে । ক্রেডিট রিপোর্টে ত্রুটি বন্ধ করা যাবে না ৷ কিন্তু এগুলি সংশোধন করতে দেরি করলে শেষ পর্যন্ত আর্থিক ক্ষতি এবং অপ্রয়োজনীয় চাপের মুখে পড়তে হবে ।

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রেডিট স্কোর (credit score) ৷ আপনি হয়তো ঋণের জন্য আবেদন করতে চলেছেন ৷ ব্যাংকগুলি আপনার আবেদন বিবেচনা করার আগে সর্বপ্রথম ভালো করে দেখবে ক্রেডিট স্কোর । আপনার ক্রেডিট রিপোর্ট ভালো না থাকলে ঋণ পাওয়ার সম্ভাবনা কম । অর্থাৎ ঋণ পেতে আপনাকে ঝামেলা পোহাতে হবে ৷

বেশি ক্রেডিট স্কোর অনেক সুবিধা দেয় । তাই ভালো ক্রেডিট স্কোর রাখতে হবে ৷ তার জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে হবে । কখনও কখনও আপনি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করার পরেও ক্রেডিট স্কোর কম হতে পারে ৷ এখনই একটি ক্রেডিট ব্যুরো দিয়ে এই ধরনের ভুল সংশোধন করুন (Credit report corrections) ৷

ব্যাংকগুলি ভালো ক্রেডিট স্কোর রয়েছে এমন গ্রাহকদের জন্য 50 বেসিস পয়েন্টের সুদের ছাড় দেয় । কিন্তু দীর্ঘমেয়াদি ঋণে ছাড় অর্ধেকের কম হলেও বোঝা উল্লেখযোগ্যভাবে বেশি হয় । তাই এক্ষেত্রে ক্রেডিট রিপোর্ট এবং স্কোর খুবই গুরুত্বপূর্ণ । ক্রেডিট রিপোর্টে ঋণ কীভাবে পরিশোধ করা হচ্ছে, ক্রেডিট কার্ডের বিল, ঋণের জন্য তথ্য যাচাই ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরা হয় ।

রিপোর্টটি পরীক্ষা করার সময় প্রথমে আপনার নাম, প্যান, মোবাইল, ই-মেইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক কি না, তা পরীক্ষা করুন । আপনার বাতিল অ্যাকাউন্ট এবং শোধ করে দেওয়া ঋণের বিবরণও এই রিপোর্টে দেখানো হবে । বিবরণ দেওয়া সব তথ্য আপনার সঙ্গে সম্পর্কিত কি না তা দ্বিতীয়বার যাচাই করে নিন ৷ কোন ভুল রয়েছে কি না তাও যাচাই করুন ৷

ছোটখাটো সমস্যা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে । আপনি কখনই নেননি এমন একটি ঋণ, আপনার নামে লোনের তথ্য, সময়মতো ইএমআই দেওয়ার সত্ত্বেও 'ডিফল্ট' দেখাচ্ছে ৷ এর পাশাপাশি ইএমআই (EMI) পরিমাণে, ঠিকানা এবং নামে অসঙ্গতি রয়েছে । এই ধরনের অসঙ্গতিগুলি ক্রেডিট ব্যুরোকে লিখিতভাবে রিপোর্ট করা উচিত । এখন একাধিক ক্রেডিট ব্যুরো স্কোর দেয় (Credit bureaus give credit reports) ।

ব্যাংকগুলি সাধারণত একজন ঋণগ্রহীতার সিআইবিআইএল (CIBIL) স্কোর দেখে । এছাড়াও, অন্যান্য ব্যুরোতে দেওয়া বিবরণগুলিও পরীক্ষা করা উচিত । ক্রেডিট ব্যুরো আপনার ক্রেডিট রিপোর্টে পরিবর্তন আনে ৷ যদি প্রমাণ দেওয়া হয় যে রিপোর্টে ত্রুটি রয়েছে তাহলে তা পরিবর্তন করা হয় । কখনও কখনও আপনাকে এই সংশোধনগুলি করতে হলে ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে ।

ইএমআই, ক্রেডিট কার্ড বিল পেমেন্টের মতো তথ্য শুধুমাত্র ব্যাংকগুলির স্তরেই সংশোধন করা যেতে পারে। আপনি যদি অভিযোগ জানাতে চান তাহলে সংশ্লিষ্ট ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে একটি ব্যবস্থা রয়েছে । এই অসঙ্গতিগুলি সংশোধন করতে সাধারণত 30-45 দিন সময় লাগে । আপনি সমাধানে সন্তুষ্ট না হলে, অন্য অভিযোগ দায়ের করতে পারেন এবং আপনার অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে পড়ে থাকবেন ।

সমস্ত ঋণগ্রহীতাদের তাদের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা উচিত এবং নিয়মিত স্কোর করা উচিত । কিছু কোম্পানি বিনামূল্যে মাসিক রিপোর্ট অফার করে । আপনার রিপোর্ট চেক করা কখনই ক্রেডিট স্কোর প্রভাবিত করে না । নিয়মিত পর্যবেক্ষণ করলে আপনি ত্রুটিগুলি ঋণদাতাদের রিপোর্ট করতে পারবেন এবং সংশোধন করারও সুযোগ থাকে । আপনার তথ্যের বিবরণ সঠিক হলে তারা অবিলম্বে ক্রেডিট ব্যুরোকে জানায় ।

আরও পড়ুন: সুরক্ষিত থাকতে বাছুন বহু বছরের স্বাস্থ্য পরিকল্পনা

প্রতারকরা ক্রেডিট কার্ড এবং ঋণ নেওয়ার জন্য অন্যের পরিচয় চুরি করে ৷ এর ফলে সাইবার অপরাধ বাড়ছে । ঋণগ্রহীতাদের সতর্ক থাকতে হবে । ক্রেডিট রিপোর্টে ত্রুটি বন্ধ করা যাবে না ৷ কিন্তু এগুলি সংশোধন করতে দেরি করলে শেষ পর্যন্ত আর্থিক ক্ষতি এবং অপ্রয়োজনীয় চাপের মুখে পড়তে হবে ।

Last Updated : Dec 13, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.