ETV Bharat / bharat

একবছর ঘরের বাইরে পা না রেখেও করোনায় আক্রান্ত তসলিমা

author img

By

Published : May 9, 2021, 6:03 PM IST

নিভৃতবাসে থাকা তসলিমার সঙ্গী একজনই ৷ তাঁর পোষ্য বিড়াল ৷ ফলে বাইরের কারও থেকে আক্রান্ত হওয়ার উপায়ও নেই ৷

Taslima Nasrin
Taslima Nasrin

কলকাতা, 9 মে : দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে পা দেননি ৷ তবুও করোনার থাবা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানালেন লেখিকা ৷ টুইটে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ৷

নিভৃতবাসে থাকা তসলিমার সঙ্গী একজনই ৷ তাঁর পোষ্য বিড়াল ৷ ফলে বাইরের কারও থেকে আক্রান্ত হওয়ার উপায়ও নেই ৷ তা সত্ত্বেও বাড়িতে বসেই করোনা আক্রান্ত হলেন তসলিমা ৷ টুইটারে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, "একবছরের বেশি সময় ধরে বাড়ির বাইরে পা রাখিনি ৷ কাউকে আমার বাড়িতে ঢোকার অনুমতি দিইনি ৷ আমার বিড়ালের সঙ্গে একাই থাকি ৷ তা সত্ত্বেও আমি কোভিড পজিটিভ ৷ আমি কীভাবে করোনা আক্রান্ত হলাম যদি জানতে পারতাম ৷" তবে বাড়ির বাইরে না গিয়েও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে ৷

  • i haven't stepped out of my home for more than a year. Didn't allow anyone to enter my home. i was alone with a cat. And then i caught covid-19. Wish i knew how i caught it. ☹️

    — taslima nasreen (@taslimanasreen) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বারাসতে করোনা সন্দেহে মৃতের দেহ পড়ে রইল 16 ঘণ্টা

ভারত যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে সেইসময়ে নিজের দেশ বাংলাদেশের ছবিটা গতকালই তুলে ধরেছিলেন তসলিমা ৷ তিনদিন পর ইদ ৷ করোনা আতঙ্ক সত্ত্বেও মাস্ক ছাড়াই কীভাবে কাতারে কাতারে মানুষ পথে বেরিয়েছেন সেই ছবি টুইট করেন লেখিকা ৷ তিনি লেখেন, "মারণ ভাইরাস থেকে জীবন বাঁচানোর চেয়ে ইদের কেনাকাটা এবং উৎসবে প্রিয়জনদের বাড়ি যাওয়াটাই বাংলাদেশিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ৷"

কলকাতা, 9 মে : দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে পা দেননি ৷ তবুও করোনার থাবা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানালেন লেখিকা ৷ টুইটে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ৷

নিভৃতবাসে থাকা তসলিমার সঙ্গী একজনই ৷ তাঁর পোষ্য বিড়াল ৷ ফলে বাইরের কারও থেকে আক্রান্ত হওয়ার উপায়ও নেই ৷ তা সত্ত্বেও বাড়িতে বসেই করোনা আক্রান্ত হলেন তসলিমা ৷ টুইটারে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, "একবছরের বেশি সময় ধরে বাড়ির বাইরে পা রাখিনি ৷ কাউকে আমার বাড়িতে ঢোকার অনুমতি দিইনি ৷ আমার বিড়ালের সঙ্গে একাই থাকি ৷ তা সত্ত্বেও আমি কোভিড পজিটিভ ৷ আমি কীভাবে করোনা আক্রান্ত হলাম যদি জানতে পারতাম ৷" তবে বাড়ির বাইরে না গিয়েও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে ৷

  • i haven't stepped out of my home for more than a year. Didn't allow anyone to enter my home. i was alone with a cat. And then i caught covid-19. Wish i knew how i caught it. ☹️

    — taslima nasreen (@taslimanasreen) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বারাসতে করোনা সন্দেহে মৃতের দেহ পড়ে রইল 16 ঘণ্টা

ভারত যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে সেইসময়ে নিজের দেশ বাংলাদেশের ছবিটা গতকালই তুলে ধরেছিলেন তসলিমা ৷ তিনদিন পর ইদ ৷ করোনা আতঙ্ক সত্ত্বেও মাস্ক ছাড়াই কীভাবে কাতারে কাতারে মানুষ পথে বেরিয়েছেন সেই ছবি টুইট করেন লেখিকা ৷ তিনি লেখেন, "মারণ ভাইরাস থেকে জীবন বাঁচানোর চেয়ে ইদের কেনাকাটা এবং উৎসবে প্রিয়জনদের বাড়ি যাওয়াটাই বাংলাদেশিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.