ETV Bharat / bharat

Wrestlers Protest: অনুরাগের প্রতিশ্রুতি মতো ব্রিজভূষণ কাণ্ডে আজ দিল্লি পুলিশের চার্জশিট - ব্রিজভূষণ কাণ্ডে আজ চার্জশিট দেবে দিল্লি পুলিশ

ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে যৌন হেনস্থার মামলা করা হয়েছিল তাতে আজ চার্জশিট দেবে দিল্লি পুলিশ ৷ 7 জুন কুস্তিগীরদের সঙ্গে বৈঠকের পর অনুরাগ ঠাকুর 15 জুন এই চার্জশিট দেওয়ার কথা জানিয়েছিলেন দিল্লি পুলিশকে ৷

Wrestlers Protest
ব্রিজভূষণ কাণ্ডে আজ চার্জশিট দেবে দিল্লি পুলিশ
author img

By

Published : Jun 15, 2023, 11:01 AM IST

নয়াদিল্লি, 15 জুন: ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্তার অভিযোগ আজ চার্জশিট দেবে দিল্লি পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ তাঁরা ব্রিজভূষণ কাণ্ডে চার্জশিট দেবেন ৷ অনুরাগ ঠাকুর গত 7 জুন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তাতে তিনি আশ্বাস দিয়েছিলেন যে, যৌন হয়রানির মামলায় 15 জুনের মধ্যে চার্জশিট পেশ হবে ৷ সেই কথায় আশ্বস্ত হয়ে কুস্তিগীররা তাঁদের প্রতিবাদ স্থগিত রেখেছিলেন।

উল্লেখ্য, ব্রিজভূষণ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে জনসভা করছেন, সদর্পে জানিয়ে দিচ্ছেন 2024 সালের লোকসভা নির্বাচন তিনি গোন্ডা থেকেই বিজেপির সাংসদ হিসেবলে লড়বেন। কুস্তিগীরদের অভিযোগ, এহেন ব্রিজভূষণের নামে এফআইআর করার পরেও দিল্লি পুলিশ তাঁকে ধরা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি। যদিও পাঁচটি দেশের থেকে কুস্তি ফেডারেশনের প্রধানের সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।

এই দেশগুলি হল- ইন্দোনেশিয়া, বালগেরিয়া, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া ও কাজাখস্তান। প্রতিটি দেশের কুস্তি ফেডারেশনকে অনুরোধ করা হয়েছে সিসিটিভি ফুটেজ পাঠাতে। কারণ যে 8 জন মহিলা কুস্তিগীর ব্রিজের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাঁরা জানিয়েছেন, এই সব দেশে খেলতে যাওয়ার সময়েই নানা অছিলায় তাঁদের নিগ্রহ করা হয়েছিল। দিল্লি পুলিশের একটি সূত্রের দাবি, এফআইআর দায়ের হওয়ার সাত দিনের মধ্যেই পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনকে নোটিশ পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

ব্রিজভূষণের ব্যবহার কেমন ছিল, মহিলা কুস্তিগীরদের সঙ্গে তাঁর সম্পর্ক, বিভিন্ন সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। দু'টো দেশ জবাবও দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের কুস্তি সংস্থা তাঁদের নোটিসের জবাব দিয়েছে।শেষ পর্যন্ত জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী 4 জুলাই আয়োজিত হবে বহু প্রতীক্ষিত নির্বাচন। সাক্ষী মালিক-ভিনেশ ফোগতদের আশা স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় হবে নির্বাচন।

নয়াদিল্লি, 15 জুন: ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্তার অভিযোগ আজ চার্জশিট দেবে দিল্লি পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ তাঁরা ব্রিজভূষণ কাণ্ডে চার্জশিট দেবেন ৷ অনুরাগ ঠাকুর গত 7 জুন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তাতে তিনি আশ্বাস দিয়েছিলেন যে, যৌন হয়রানির মামলায় 15 জুনের মধ্যে চার্জশিট পেশ হবে ৷ সেই কথায় আশ্বস্ত হয়ে কুস্তিগীররা তাঁদের প্রতিবাদ স্থগিত রেখেছিলেন।

উল্লেখ্য, ব্রিজভূষণ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে জনসভা করছেন, সদর্পে জানিয়ে দিচ্ছেন 2024 সালের লোকসভা নির্বাচন তিনি গোন্ডা থেকেই বিজেপির সাংসদ হিসেবলে লড়বেন। কুস্তিগীরদের অভিযোগ, এহেন ব্রিজভূষণের নামে এফআইআর করার পরেও দিল্লি পুলিশ তাঁকে ধরা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি। যদিও পাঁচটি দেশের থেকে কুস্তি ফেডারেশনের প্রধানের সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।

এই দেশগুলি হল- ইন্দোনেশিয়া, বালগেরিয়া, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া ও কাজাখস্তান। প্রতিটি দেশের কুস্তি ফেডারেশনকে অনুরোধ করা হয়েছে সিসিটিভি ফুটেজ পাঠাতে। কারণ যে 8 জন মহিলা কুস্তিগীর ব্রিজের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাঁরা জানিয়েছেন, এই সব দেশে খেলতে যাওয়ার সময়েই নানা অছিলায় তাঁদের নিগ্রহ করা হয়েছিল। দিল্লি পুলিশের একটি সূত্রের দাবি, এফআইআর দায়ের হওয়ার সাত দিনের মধ্যেই পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনকে নোটিশ পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

ব্রিজভূষণের ব্যবহার কেমন ছিল, মহিলা কুস্তিগীরদের সঙ্গে তাঁর সম্পর্ক, বিভিন্ন সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। দু'টো দেশ জবাবও দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের কুস্তি সংস্থা তাঁদের নোটিসের জবাব দিয়েছে।শেষ পর্যন্ত জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী 4 জুলাই আয়োজিত হবে বহু প্রতীক্ষিত নির্বাচন। সাক্ষী মালিক-ভিনেশ ফোগতদের আশা স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় হবে নির্বাচন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.