ETV Bharat / bharat

Wrestler Nisha Dahiya Murder Case : নিশা দাহিয়া খুনে মূল অভিযুক্ত পবনের আত্মসমর্পণ, গ্রেফতার আরও 2 - সোনিপতে কুস্তিগীর খুন

কুস্তিগীর নিশা দাহিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত কোচ পবন ৷ তিনি আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে ৷ এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে পবনের স্ত্রী ও শ্যালককে ৷

wrestler-nisha-dahiya-murder-case-main-accused-coach-pawan-surrendered police arrest 2 other accused
Wrestler Nisha Dahiya Murder Case : নিশা দাহিয়া মূল অভিযুক্ত পবনের আত্মসমর্পণ, গ্রেফতার আরও 2
author img

By

Published : Nov 12, 2021, 3:09 PM IST

সোনিপত, 12 নভেম্বর : কুস্তিগীর নিশা দাহিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন আত্মসমর্পণ করেছে ৷ এই ঘটনায় আরও দুই অভিযুক্তকে আগেই পুলিশ গ্রেফতার করেছে ৷ ধৃতদের একজন পবনের স্ত্রী সুজাতা ও দ্বিতীয়জন তাঁর শ্যালক অমিত ৷ পুলিশের দাবি, সুজাতা ও অমিত এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ৷ খুনের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল ৷

আরও পড়ুন : Nisha Dahiya Death : আততায়ী হামলায় মৃত দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বুধবার নিশা দাহিয়াকে খুন করা হয়েছিল হরিয়ানার হালালপুরে সুশীল কুমার অ্যাকাডেমির সামনে ৷ নিশা ওই অ্যাকাডেমিতেও কুস্তির প্রশিক্ষণ নিতেন ৷ বুধবার তিনি মা ও ভাইয়ের সঙ্গে সেখানে এসেছিলেন ৷ সেখানে পৌঁছতেই তাঁর উপর গুলি চালায় পবন ও তাঁর (পবন) সহযোগীরা ৷

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নিশার শরীরে চারটি গুলি লাগে ৷ তাঁর ভাইয়ের তিনটি গুলি লাগে ৷ আর মায়ের কাঁধে একটি গুলি লাগে ৷ নিশা ও তাঁর ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ তাঁর মাকে প্রথমে রোহতকের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তাঁকে ভর্তি করা হয় দিল্লির একটি হাসপাতালে ৷

আরও পড়ুন : Wrestler Nisha Dahiya : ‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর

এদিকে এই ঘটনা ঘিরে ব্যাপক হইচই পড়েছিল বুধবার ৷ কারণ, হরিয়ানায় নিশা দাহিয়া নামে আরও একজন কুস্তিগীর আছেন ৷ যিনি সম্প্রতি বিদেশে একটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ প্রথমে খবর ছড়ায় যে ওই নিশা দাহিয়াকে খুন করা হয়েছে ৷ তাই হইচই ছড়িয়েছিল গোটা দেশে ৷ পরে নিশা নিজে ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে তিনি জানান যে তিনি সুস্থ আছেন ৷ পরে জানা যায় যে একই নাম হওয়ায় এই বিভ্রাট তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন : Nisha Dahiya : নাম বিড়ম্বনায় নিশার মতো ভুগেছেন গোলকিপার অমরিন্দরও

সোনিপত, 12 নভেম্বর : কুস্তিগীর নিশা দাহিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন আত্মসমর্পণ করেছে ৷ এই ঘটনায় আরও দুই অভিযুক্তকে আগেই পুলিশ গ্রেফতার করেছে ৷ ধৃতদের একজন পবনের স্ত্রী সুজাতা ও দ্বিতীয়জন তাঁর শ্যালক অমিত ৷ পুলিশের দাবি, সুজাতা ও অমিত এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ৷ খুনের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল ৷

আরও পড়ুন : Nisha Dahiya Death : আততায়ী হামলায় মৃত দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বুধবার নিশা দাহিয়াকে খুন করা হয়েছিল হরিয়ানার হালালপুরে সুশীল কুমার অ্যাকাডেমির সামনে ৷ নিশা ওই অ্যাকাডেমিতেও কুস্তির প্রশিক্ষণ নিতেন ৷ বুধবার তিনি মা ও ভাইয়ের সঙ্গে সেখানে এসেছিলেন ৷ সেখানে পৌঁছতেই তাঁর উপর গুলি চালায় পবন ও তাঁর (পবন) সহযোগীরা ৷

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নিশার শরীরে চারটি গুলি লাগে ৷ তাঁর ভাইয়ের তিনটি গুলি লাগে ৷ আর মায়ের কাঁধে একটি গুলি লাগে ৷ নিশা ও তাঁর ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ তাঁর মাকে প্রথমে রোহতকের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তাঁকে ভর্তি করা হয় দিল্লির একটি হাসপাতালে ৷

আরও পড়ুন : Wrestler Nisha Dahiya : ‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর

এদিকে এই ঘটনা ঘিরে ব্যাপক হইচই পড়েছিল বুধবার ৷ কারণ, হরিয়ানায় নিশা দাহিয়া নামে আরও একজন কুস্তিগীর আছেন ৷ যিনি সম্প্রতি বিদেশে একটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ প্রথমে খবর ছড়ায় যে ওই নিশা দাহিয়াকে খুন করা হয়েছে ৷ তাই হইচই ছড়িয়েছিল গোটা দেশে ৷ পরে নিশা নিজে ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে তিনি জানান যে তিনি সুস্থ আছেন ৷ পরে জানা যায় যে একই নাম হওয়ায় এই বিভ্রাট তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন : Nisha Dahiya : নাম বিড়ম্বনায় নিশার মতো ভুগেছেন গোলকিপার অমরিন্দরও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.