ETV Bharat / bharat

রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ রাজ্যপালের

Wreath-laying ceremony of martyred jawans: রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের শেষশ্রদ্ধা জানালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ৷

Wreath-laying ceremony of martyred jawans
শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 12:49 PM IST

Updated : Nov 24, 2023, 7:41 PM IST

রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা

জম্মু, 24 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারে শহিদ চার সেনা কর্মীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ৷ জম্মুর সামরিক হাসপাতালে শহিদ সেনাদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল, ডিজিপি আরআর সোয়াইন, জম্মুর আইজিপি বিজয় কুমার এবং মুখ্যসচিব বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করেন । অপরদিকে, শুক্রবারই এনকাউন্টারে পঞ্চম শহিদ হাবিলদার আবদুল মজিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুঞ্চে ৷

বুধবারের এনকাউন্টারে দুই ক্যাপ্টেন-সহ চারজন সেনা কর্মীর প্রাণ যায় এবং তিনজন আহত হন । বৃহস্পতিবার আরও একজন সৈনিকের মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা পাঁচজনে পৌঁছেছে । নিহত সেনা কর্মীরা হলেন ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল, ক্যাপ্টেন শুভম গুপ্ত, হাবিলদার আবদুল মজিদ, ল্যান্স নায়েক সঞ্জয় বিষ্ট এবং প্যারাট্রুপার সচিন লাউর ।

বুধবার রাজৌরিতে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ চলে তীব্র গুলির লড়াই ৷ এনকাউন্টারের পর চলে চরুনি তল্লাশি ৷ পুলিশ জানিয়েছে, রাজৌরির কালাকোট তহসিলের বাজিমাল গ্রামের বনাঞ্চলে আর কোনও জঙ্গিকে পাওয়া যায়নি । এনকাউন্টার স্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার এনকাউন্টারে লস্কর-ই-তৈবার (এলইটি) দুই জঙ্গিকে খতম করেছে সেনা । তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় এলইটি কমান্ডার, যাঁর কোড নাম ছিল ক্বারি ৷ তার সহযোগীরও মৃত্যু হয়েছে । কর্মকর্তারা বলেছেন যে, ক্বারি গত বছর থেকে তাঁর দলের সঙ্গে রাজৌরি-পুঞ্চ এলাকায় সক্রিয় ছিল এবং সেখানে জঙ্গি কার্যকলাপ ফিরিয়ে আনার জন্য তাকে মোতায়েন করা হয়েছিল ।

আরও পড়ুন:

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. বারামুল্লায় জঙ্গিদের গুলিতে শহিদ হেড কনস্টেবল, এলাকা ঘিরে শুরু চিরুনি তল্লাশি
  3. শহিদ জওয়ানের দেহ ফিরল গ্রামে, শোকে ভেঙে পড়লেন সবাই

রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা

জম্মু, 24 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারে শহিদ চার সেনা কর্মীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ৷ জম্মুর সামরিক হাসপাতালে শহিদ সেনাদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল, ডিজিপি আরআর সোয়াইন, জম্মুর আইজিপি বিজয় কুমার এবং মুখ্যসচিব বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করেন । অপরদিকে, শুক্রবারই এনকাউন্টারে পঞ্চম শহিদ হাবিলদার আবদুল মজিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুঞ্চে ৷

বুধবারের এনকাউন্টারে দুই ক্যাপ্টেন-সহ চারজন সেনা কর্মীর প্রাণ যায় এবং তিনজন আহত হন । বৃহস্পতিবার আরও একজন সৈনিকের মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা পাঁচজনে পৌঁছেছে । নিহত সেনা কর্মীরা হলেন ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল, ক্যাপ্টেন শুভম গুপ্ত, হাবিলদার আবদুল মজিদ, ল্যান্স নায়েক সঞ্জয় বিষ্ট এবং প্যারাট্রুপার সচিন লাউর ।

বুধবার রাজৌরিতে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ চলে তীব্র গুলির লড়াই ৷ এনকাউন্টারের পর চলে চরুনি তল্লাশি ৷ পুলিশ জানিয়েছে, রাজৌরির কালাকোট তহসিলের বাজিমাল গ্রামের বনাঞ্চলে আর কোনও জঙ্গিকে পাওয়া যায়নি । এনকাউন্টার স্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার এনকাউন্টারে লস্কর-ই-তৈবার (এলইটি) দুই জঙ্গিকে খতম করেছে সেনা । তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় এলইটি কমান্ডার, যাঁর কোড নাম ছিল ক্বারি ৷ তার সহযোগীরও মৃত্যু হয়েছে । কর্মকর্তারা বলেছেন যে, ক্বারি গত বছর থেকে তাঁর দলের সঙ্গে রাজৌরি-পুঞ্চ এলাকায় সক্রিয় ছিল এবং সেখানে জঙ্গি কার্যকলাপ ফিরিয়ে আনার জন্য তাকে মোতায়েন করা হয়েছিল ।

আরও পড়ুন:

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. বারামুল্লায় জঙ্গিদের গুলিতে শহিদ হেড কনস্টেবল, এলাকা ঘিরে শুরু চিরুনি তল্লাশি
  3. শহিদ জওয়ানের দেহ ফিরল গ্রামে, শোকে ভেঙে পড়লেন সবাই
Last Updated : Nov 24, 2023, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.