ETV Bharat / bharat

Zydus Cadila's ZyCoV-D : এবার 12 বছর থেকেই মিলবে টিকা, জাইডাস ক্যাডিলাকে অনুমোদন কেন্দ্রের - জাইকোভি-ডি

পুরোপুরি ভারতে তৈরি এই কোভিড-19 ভ্যাকসিন ৷ আর বিশ্বে প্রথম ডিএনএ-এর উপর গবেষণা করে নির্মিত ৷ তবে এই ভ্যাকসিনের ক্ষেত্রে 3টি ডোজ নিতে হবে ৷

জাইডাস ক্যাডিলা
জাইডাস ক্যাডিলা
author img

By

Published : Aug 21, 2021, 10:34 AM IST

Updated : Aug 21, 2021, 11:08 AM IST

নয়া দিল্লি, 21 অগস্ট : জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে (Emergency Use Authorisation) ছাড়পত্র পেল (Covid vaccine) জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) । গতকালই জরুরি ক্ষেত্রে তিন ডোজ়ের এই জাইকোভ-ডি ভ্যাকসিনকে ব্য়বহার করার প্রস্তাব দিয়েছিল ভারতের শীর্ষ ড্রাগ অথরিটি প্যানেলের সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ অবশেষে তা ব্যবহারে অনুমোদন দিল কেন্দ্র । মূলত, 12 বছর ও তার উর্ধ্বদের জন্য এই তিন ডোজ়ের টিকা সূঁচবিহীন ।

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম ডিএনএ-র উপর গবেষণা করে (DNA-based) তৈরি করা এই ভ্যাকসিনটির ক্ষেত্রে 3টি ডোজ় নিতে হবে ৷ 12 বছর ও তার ঊর্ধ্বে সব বয়সীরা এই ভ্যাকসিন নিতে পারবে । এর 3টি ডোজ় প্রয়োগে শরীরে সার্স-কোভ-2 (SARS-CoV-2 ) ভাইরাসের স্পাইক প্রোটিন (spike protein) তৈরি হয় ৷ যা ভাইরাসকে প্রতিরোধের ক্ষমতা তৈরি করে ৷ ভাইরাসের আক্রমণ রক্ষার্থে এবং শরীর থেকে ভাইরাসকে দূর করতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন : Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগও (Department of Biotechnology, DBT) এ বিষয়ে একমত ৷ তারা জানিয়েছে প্লাজমিড ডিএনএ-এর (plasmid DNA) উপর ভিত্তি করে "প্লাগ-অ্যান্ড-প্লে" প্রযুক্তিতে ("plug-and-play" technology) তৈরি এই ভ্যাকসিন সহজে ভাইরাসের বিভিন্ন ধরনের (Mutation) সঙ্গে লড়তে পারবে ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "আজ জাইডাস ক্যাডিলার জাইকোভি-ডি ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার থেকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে ৷ এটা বিশ্বের প্রথম এবং ভারতে উৎপাদিত ডিএনএ-নির্ভর কোভিড-19 ভ্যাকসিন ৷ 12 বছর এবং তার ঊর্ধ্বে সব মানুষ নিতে পারবে ৷"

আমেদাবাদের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন জাইকোভ-ডি ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে ৷ গোটা দেশে মোট 50টি সেন্টারে এই ভ্যাকসিনের ক্লিনিক্য়াল ট্রায়াল হয়েছে ৷ ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন হিসেবে মান্যতা পাবে ৷ যা ভারতীয় কোনও সংস্থা তৈরি করেছে ৷

নয়া দিল্লি, 21 অগস্ট : জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে (Emergency Use Authorisation) ছাড়পত্র পেল (Covid vaccine) জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) । গতকালই জরুরি ক্ষেত্রে তিন ডোজ়ের এই জাইকোভ-ডি ভ্যাকসিনকে ব্য়বহার করার প্রস্তাব দিয়েছিল ভারতের শীর্ষ ড্রাগ অথরিটি প্যানেলের সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ অবশেষে তা ব্যবহারে অনুমোদন দিল কেন্দ্র । মূলত, 12 বছর ও তার উর্ধ্বদের জন্য এই তিন ডোজ়ের টিকা সূঁচবিহীন ।

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম ডিএনএ-র উপর গবেষণা করে (DNA-based) তৈরি করা এই ভ্যাকসিনটির ক্ষেত্রে 3টি ডোজ় নিতে হবে ৷ 12 বছর ও তার ঊর্ধ্বে সব বয়সীরা এই ভ্যাকসিন নিতে পারবে । এর 3টি ডোজ় প্রয়োগে শরীরে সার্স-কোভ-2 (SARS-CoV-2 ) ভাইরাসের স্পাইক প্রোটিন (spike protein) তৈরি হয় ৷ যা ভাইরাসকে প্রতিরোধের ক্ষমতা তৈরি করে ৷ ভাইরাসের আক্রমণ রক্ষার্থে এবং শরীর থেকে ভাইরাসকে দূর করতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন : Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগও (Department of Biotechnology, DBT) এ বিষয়ে একমত ৷ তারা জানিয়েছে প্লাজমিড ডিএনএ-এর (plasmid DNA) উপর ভিত্তি করে "প্লাগ-অ্যান্ড-প্লে" প্রযুক্তিতে ("plug-and-play" technology) তৈরি এই ভ্যাকসিন সহজে ভাইরাসের বিভিন্ন ধরনের (Mutation) সঙ্গে লড়তে পারবে ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "আজ জাইডাস ক্যাডিলার জাইকোভি-ডি ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার থেকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে ৷ এটা বিশ্বের প্রথম এবং ভারতে উৎপাদিত ডিএনএ-নির্ভর কোভিড-19 ভ্যাকসিন ৷ 12 বছর এবং তার ঊর্ধ্বে সব মানুষ নিতে পারবে ৷"

আমেদাবাদের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন জাইকোভ-ডি ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে ৷ গোটা দেশে মোট 50টি সেন্টারে এই ভ্যাকসিনের ক্লিনিক্য়াল ট্রায়াল হয়েছে ৷ ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন হিসেবে মান্যতা পাবে ৷ যা ভারতীয় কোনও সংস্থা তৈরি করেছে ৷

Last Updated : Aug 21, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.