ETV Bharat / bharat

75 Years of Independence: ইন্দিরা থেকে মমতা, স্বাধীন ভারতের রাজনীতির অগ্নিকন্যারা

স্বাধীনতা উত্তর ভারতের রাজনীতিতে মহিলা নেত্রীদের (Women Politicians In Independence India) ভূমিকা ঠিক কেমন ছিল ? কারা কারা রয়েছেন এই তালিকায় ?

Women Politicians In Independent India
75 Years of Independence: ইন্দিরা থেকে মমতা, স্বাধীন ভারতের রাজনীতির অগ্নিকন্যারা
author img

By

Published : Aug 10, 2022, 9:38 PM IST

কলকাতা, 10 অগস্ট : ভারত স্বাধীন হওয়ার পর কেটে গেল 75 বছর (75 Years of Independence) ৷ এই সময়কালে বিভিন্ন মোড় এসেছে ভারতের রাজনীতিতে ৷ এসেছেন নানা চরিত্র ৷ সেই তালিকায় রয়েছেন একাধিক নারী, যাঁরা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷

এই নারীদের মধ্যে শুরুতেই আসে ইন্দিরা গান্ধির (Indira Gandhi) নাম ৷ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৷ ঘটনাচক্রে এখনও পর্যন্ত তিনিই দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ৷ কংগ্রেস ও কেন্দ্রের সরকারে নেহরু কন্যার কৃতিত্ব সর্বজনবিদিত ৷ বিশেষ করে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বিশ্বের দরবারে ৷ তবে প্রশংসার সঙ্গে নিন্দিতও হয়েছেন তিনি ৷ 1975 থেকে 1977 সাল, এই সময়ে ভারতে জরুরি অবস্থা জারি হয় ৷ যা নিয়ে এখনও কংগ্রেসের নেতাদের কটাক্ষের মুখে পড়তে হয় ৷

আরও একজন মহিলা রাজনীতিবিদ, যাঁকে বাদ দিয়ে ভারতের রাজনীতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ 2011 থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী ৷ বাংলা বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস ৷ তবে তাঁর রাজনৈতিক ইতিহাস অনেকটাই দীর্ঘ ৷ তিনি দেশের রাজনীতিতে 'বাংলার অগ্নিকন্য়া' নামে পরিচিত ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন ৷ তিনিই দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী ৷ এমনকী, প্রথম মহিলা হিসেবেই তিনি কয়লামন্ত্রকের দায়িত্বও সামলেছেন ৷ 2012 সালে টাইম ম্যাগাজিন 100 জন প্রভাবশালীর মধ্যে জায়গা করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এঁরা ছাড়াও ভারতীয় রাজনীতিতে আরও অনেক মহিলার অবদান রয়েছে ৷ একনজরে দেখে নেওয়া যাক সেই নামগুলো -

প্রথম মহিলা রাজ্যপাল- সরোজিনী নায়ডু (ইউনাইটেড প্রভিন্স, পরে উত্তরপ্রদেশ)

প্রথম মহিলা রাষ্ট্রপতি- প্রতিভা পাটিল

প্রথম মহিলা নির্বাচন কমিশনার- ভিএস রমাদেবী

প্রথম মহিলা মুখ্যমন্ত্রী (যে কোনও রাজ্যের)- সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ)

প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী- মায়াবতী (উত্তরপ্রদেশ)

কেন্দ্রে প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী- বিজয়লক্ষ্মী পণ্ডিত

লোকসভায় প্রথম মহিলা স্পিকার- মীরা কুমার

এছাড়াও আঞ্চলিক রাজনীতিতে জয়ললিতা, বসুন্ধরা রাজে, শীলা দীক্ষিত, রাবড়ী দেবী-সহ একাধিক নাম রয়েছে, যাঁরা দীর্ঘসময় প্রশাসনে ছিলেন ৷

তবে শেষে যে দু’টি নাম উল্লেখ করতেই হবে, তাঁরা হলেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও সুষমা স্বরাজ (Sushma Swaraj) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ভারতের প্রথম মহিলা বিরোধী দলনেত্রী ছিলেন ৷ 1999 সালে 13তম লোকসভায় প্রধানমন্ত্রী যখন অটলবিহারী বাজপেয়ী, সেই সময় তিনি বিরোধী দলনেত্রী হয়েছিলেন ৷

অন্যদিকে সুষমা স্বরাজ, বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ 15তম লোকসভায় তিনি বিরোধী দলনেত্রী ছিলেন ৷ এছাড়া অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ও নরেন্দ্র মোদি (Narendra Modi), বিজেপির দুই প্রধানমন্ত্রীর আমলে তিনি মন্ত্রী হয়েছেন ৷ তবে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিদেশমন্ত্রী হিসেবে ৷ সেই সময় যেভাবে বিদেশে সংকটে পড়া ভারতীয় নাগরিকদের সাহায্য করেছেন, তাতে তিনি বারবার প্রশংসিত হয়েছেন ৷

আরও পড়ুন : স্বাধীনতার 75 বছরে অস্ত্রসম্ভারে আধুনিক হয়েছে ভারতীয় সেনা

কলকাতা, 10 অগস্ট : ভারত স্বাধীন হওয়ার পর কেটে গেল 75 বছর (75 Years of Independence) ৷ এই সময়কালে বিভিন্ন মোড় এসেছে ভারতের রাজনীতিতে ৷ এসেছেন নানা চরিত্র ৷ সেই তালিকায় রয়েছেন একাধিক নারী, যাঁরা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷

এই নারীদের মধ্যে শুরুতেই আসে ইন্দিরা গান্ধির (Indira Gandhi) নাম ৷ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৷ ঘটনাচক্রে এখনও পর্যন্ত তিনিই দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ৷ কংগ্রেস ও কেন্দ্রের সরকারে নেহরু কন্যার কৃতিত্ব সর্বজনবিদিত ৷ বিশেষ করে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বিশ্বের দরবারে ৷ তবে প্রশংসার সঙ্গে নিন্দিতও হয়েছেন তিনি ৷ 1975 থেকে 1977 সাল, এই সময়ে ভারতে জরুরি অবস্থা জারি হয় ৷ যা নিয়ে এখনও কংগ্রেসের নেতাদের কটাক্ষের মুখে পড়তে হয় ৷

আরও একজন মহিলা রাজনীতিবিদ, যাঁকে বাদ দিয়ে ভারতের রাজনীতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ 2011 থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী ৷ বাংলা বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস ৷ তবে তাঁর রাজনৈতিক ইতিহাস অনেকটাই দীর্ঘ ৷ তিনি দেশের রাজনীতিতে 'বাংলার অগ্নিকন্য়া' নামে পরিচিত ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন ৷ তিনিই দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী ৷ এমনকী, প্রথম মহিলা হিসেবেই তিনি কয়লামন্ত্রকের দায়িত্বও সামলেছেন ৷ 2012 সালে টাইম ম্যাগাজিন 100 জন প্রভাবশালীর মধ্যে জায়গা করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এঁরা ছাড়াও ভারতীয় রাজনীতিতে আরও অনেক মহিলার অবদান রয়েছে ৷ একনজরে দেখে নেওয়া যাক সেই নামগুলো -

প্রথম মহিলা রাজ্যপাল- সরোজিনী নায়ডু (ইউনাইটেড প্রভিন্স, পরে উত্তরপ্রদেশ)

প্রথম মহিলা রাষ্ট্রপতি- প্রতিভা পাটিল

প্রথম মহিলা নির্বাচন কমিশনার- ভিএস রমাদেবী

প্রথম মহিলা মুখ্যমন্ত্রী (যে কোনও রাজ্যের)- সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ)

প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী- মায়াবতী (উত্তরপ্রদেশ)

কেন্দ্রে প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী- বিজয়লক্ষ্মী পণ্ডিত

লোকসভায় প্রথম মহিলা স্পিকার- মীরা কুমার

এছাড়াও আঞ্চলিক রাজনীতিতে জয়ললিতা, বসুন্ধরা রাজে, শীলা দীক্ষিত, রাবড়ী দেবী-সহ একাধিক নাম রয়েছে, যাঁরা দীর্ঘসময় প্রশাসনে ছিলেন ৷

তবে শেষে যে দু’টি নাম উল্লেখ করতেই হবে, তাঁরা হলেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও সুষমা স্বরাজ (Sushma Swaraj) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ভারতের প্রথম মহিলা বিরোধী দলনেত্রী ছিলেন ৷ 1999 সালে 13তম লোকসভায় প্রধানমন্ত্রী যখন অটলবিহারী বাজপেয়ী, সেই সময় তিনি বিরোধী দলনেত্রী হয়েছিলেন ৷

অন্যদিকে সুষমা স্বরাজ, বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ 15তম লোকসভায় তিনি বিরোধী দলনেত্রী ছিলেন ৷ এছাড়া অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ও নরেন্দ্র মোদি (Narendra Modi), বিজেপির দুই প্রধানমন্ত্রীর আমলে তিনি মন্ত্রী হয়েছেন ৷ তবে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিদেশমন্ত্রী হিসেবে ৷ সেই সময় যেভাবে বিদেশে সংকটে পড়া ভারতীয় নাগরিকদের সাহায্য করেছেন, তাতে তিনি বারবার প্রশংসিত হয়েছেন ৷

আরও পড়ুন : স্বাধীনতার 75 বছরে অস্ত্রসম্ভারে আধুনিক হয়েছে ভারতীয় সেনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.