নয়াদিল্লি, 12 অগস্ট: সংসদে মহিলা সাংসদদের ধাক্কাধাক্কি (Women MPs manhandled) করেছেন মার্শালরা ৷ বিরোধীদের এই অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে এ বার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজ্যসভায় (Rajya Sabha) মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে বিরোধী দলের সাংসদদের ৷ দুই মহিলা সাংসদ এক মহিলা মার্শালের হাত ধরে তাঁকে টেনে সরিয়ে দিচ্ছেন, এই দৃশ্যও দেখা গিয়েছে সেই ভিডিয়োতে ৷
বুধবার বাদল অধিবেশনে রাজ্যসভায় বিরোধী দলের সাংসদ এমনকী মহিলা সাংসদদেরও ধাক্কাধাক্কি ও হেনস্থা করা হয়েছে ৷ যাঁরা সংসদের নিরাপত্তার দায়িত্বে নেই, এমন বহিরাগতদের এনে সাংসদদের হেনস্থা করা হয়েছে ৷ এই অভিযোগেই সরব হয়েছে কংগ্রেস-সহ 12টি বিরোধী দল ৷ সেই অভিযোগকে খারিজ করে দিয়ে ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার আবেদন জানায় কেন্দ্র ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) বলেন, "ওরা (বিরোধীরা) মিথ্যে কথা বলছে ৷ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করছি, সে দিনের সিসিটিভি ফুটেজ যেন জনসমক্ষে প্রকাশ করা হয় ৷ সব সীমা ছাড়িয়ে তারা কক্ষের মার্শালদেরও ধাক্কাধাক্কি করার চেষ্টা করেছে ৷"
এরপরই সংসদের তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, কক্ষের ওয়েল ঘিরে রেখে বিরোধী সাংসদদের রাজ্যসভার চেয়ারম্যানের দিকে যাওয়ার প্রচেষ্টাকে আটকানোর চেষ্টা করছেন মার্শালরা ৷ সাংসদরা মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন ৷ দু‘জন মহিলা সাংসদকে এক মহিলা মার্শালের হাত ধরে টেনে সরিয়ে দিতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ৷ বিরোধীদের অভিযোগের জবাব দিতে এই ভিডিয়ো প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন: Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের
আজ দিনের শুরুতে রাজ্যসভায় ওই ঘটনায় কেন্দ্রকে তুলোধোনা করে বিরোধীরা ৷ জেনারেল ইনস্যুরেন্স বিজনেস অ্যামেন্ডমেন্ট বিল, 2021 (General Insurance Business Nationalisation Amendment Bill, 2021) উচ্চকক্ষে পেশ করার সময় এনসিপি নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) অভিযোগ করেন, মহিলা সাংসদদের উপর হামলা চালানো হয়েছে এবং সাংসদদের আটকানোর জন্য বাইরে থেকে 40 জনেরও বেশি মহিলা ও পুরুষকে কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে ৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "আমার 55 বছরের সংসদীয় কেরিয়ারে এ ভাবে কখনও রাজ্যসভায় মহিলা সাংসদদের উপর হামলা হতে দেখিনি ৷ এটা খুবই যন্ত্রণাদায়ক ৷ এটা গণতন্ত্রের প্রতি আঘাত ৷"
আরও পড়ুন: Sonia Gandhi : এবার বিরোধীদের একজোট করতে ডিনার পার্টি সোনিয়া গান্ধির
শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) এ প্রসঙ্গে বলেন, "সরকার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলে, কিন্তু তারাই মহিলাদের কণ্ঠরোধ করতে চাইছে ৷" কংগ্রেসের সাংসদ শক্তিসিং গোহিলের কথায়, "রাজ্যসভা ইতিহাসে উচ্চকক্ষ হিসেবে পরিচিত ৷ এখনও পর্যন্ত এ ধরনের ঘটনা কখনও ঘটেনি ৷"