ইন্দোর, 20 জুন: যে রাঁধে সে গাড়িও চালায়... এখন মহিলাদের পুরুষদের মতো সমান তালে বাইক থেকে চারচাকা গাড়ি চালিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় ৷ তবে সমস্যা বাঁধে মাঝ রাস্তা বা অন্য কোথাও গাড়ি খারাপ হয়ে গেলে ৷ তখন তাদের সেই ভাই, দাদা অথবা বাবার উপর নির্ভর করতে হয় ৷ তারাই গাড়ি পৌঁছে দেয় মেকানিকের কাছে ৷ এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল মহিলা মেকানিকরা ৷
মেকানিক অন কল সার্ভিস: আপনি দু'চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন ৷ মাঝ রাস্তায় তা খারাপ হয়ে গিয়েছে ? চিন্তা নেই মহিলা মেকানিকরা এসে আপনার গাড়ি সারিয়ে দিয়ে যাবে ৷ শুধু একটা ফোন করলেই হবে ৷ মধ্যপ্রদেশের ইন্দোরে চালু হয়েছে মেকানিক অন কল সার্ভিস ৷ যেখানে ফোন করলেই রাস্তা থেকে বাড়ি, মহিলা মেকানিক ব্রিগেড এসে গাড়ি নিয়ে যাওয়া থেকে সারানো সব করে দেবে ৷ উদ্যোক্তাদের দাবি, মহিলাদের কাজের জোগানের ব্যবস্থা ও মহিলা চালকদের সুবির্ধাথে দেশে প্রথম এই উদ্যোগ । ফোন কলেই আপনার দোরগোড়ায় টু হুইলার মেরামত পরিষেবা প্রদান করবে মহিলা মেকানিকরা ৷ তবে মহিলা চালকদের পাশাপাশি পুরুষরাও এই পরিষেবা পাবেন ৷ তবে প্রধানত মহিলাদের জন্য এই মেকানিক পরিষেবা ৷
1200টিরও বেশি গাড়ি সারানো হয়েছে: মেকানিক প্রশিক্ষক শিবানী রাওয়াত জানান, মেকানিক হওয়ার পরে তিনি ও তাঁর সঙ্গীরা মিলে এখনও পর্যন্ত 1200টিরও বেশি গাড়ি মেরামত করেছেন ৷ শত শত গ্রাহক তাদের কাছে সন্তুষ্ট ৷ এর ফলে চালক তাঁদের গ্যারেজ থেকে পিক অ্যান্ড ড্রপ সুবিধা গ্রহণ করছেন ।
প্রসঙ্গত, বেশিরভাগ পুরুষ মেকানিককে গাড়ি সারাতে দেখা যায় ৷ পুরুষ-শাসিত ক্ষেত্রে মহিলাদের কাজের জোগানের দিতে শুরু হয় মহিলাদের মেকানিক গ্যারেজ ৷ যা কয়েক বছর আগে ইন্দোরে শুরু হয়েছিল ৷ যেখানে মহিলাদের টু-হুইলার মেরামতের তিনমাসের প্রশিক্ষণ দেওয়া হয় । প্রায় 150 জন মহিলাকে সেই প্রশিক্ষণ নেন । এখন তাঁদের মধ্যে প্রায় 70 থেকে 80 জন মহিলা মেকানিক বিভিন্ন দু'চাকার পরিষেবা কেন্দ্রে কাজ করছেন । তাঁদের মধ্যে কিছু মহিলা মিলে ইন্দোরে মেকানিক অন কল পরিষেবা চালু করলেন ৷ যারা দুঃস্থ মহিলা গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিয়ে টু-হুইলার পরিষেবা দেবেন । গাড়ি খারাপ হয়ে গেলে মহিলা গ্রাহকদের পিক-আপ এবং ড্রপের মতো সুবিধা দেওয়া হবে ৷
আরও পড়ুন: কানে শুনেই সমস্যার সমাধান, বিশেষভাবে সক্ষম এখন নামকরা অটো মেকানিক
মেকানিক অন কল সুবিধার সুবিধা নিতে ফোন করতে হবে এই নাম্বারে 08982121353 ৷ শহরের তিনটি পরিষেবা কেন্দ্র পিপলিয়াহানা, পালদা এবং হাওয়া বাংলা এলাকা থেকে মেকানিক ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের গাড়ি সারিয়ে দেবে বা নিয়ে আসবে গ্যারেজে ।