হুবলি (কর্ণাটক), 9 এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন দরিদ্র এক মহিলা ৷ সেই সময় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না ৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীনই প্রাণ গেল ওই মহিলার ৷
গত 6 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশির ময়ূরী এস্টেটের বাড়ির সামনেই আত্মহত্যার চেষ্টা করেন শ্রীদেবী কাম্মার ৷ ঘটনার পর কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ শুক্রবার সেখানেই মৃত্য়ু হয় শ্রীদেবীর ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রহ্লাদ জোশি ৷ পরে প্রহ্লাদ এবং স্থানীয় বিধায়ক অমৃতা দেশাই জানান, মৃতার পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন : উত্তর প্রদেশে গণধর্ষণের লজ্জায় আত্মঘাতী নাবালিকা, দাবি পুলিশের
এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় কেশ্বপুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শ্রীদেবীর দু’টি সন্তান রয়েছে ৷ এদিকে, তাঁর মৃত্য়ুর দু’দিন আগেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তাঁর স্বামী ৷ যার জেরে আতান্তরে পড়েছে হতদরিদ্র এই পরিবারটি ৷