ETV Bharat / bharat

Geologist Murdered: কর্ণাটকের ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর খুন বেঙ্গালুরুতে - মহিলা ভূতত্ত্ববিদকে হত্যা

কর্ণাটকের ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত মহিলা ভূতত্ত্ববিদ কেএস প্রতিমা খুন হলেন বেঙ্গালুরুতে ৷ তাঁর বাসভবনে দেহ উদ্ধার হয়েছে ৷

Woman Geologist Murdered
মহিলা ভূতত্ত্ববিদকে হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 5:29 PM IST

বেঙ্গালুরু, 5 নভেম্বর: কর্ণাটকে খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসাবে কর্মরত এক মহিলা ভূতত্ত্ববিদকে হত্যা করার অভিযোগ উঠল ৷ রবিবার বেঙ্গালুরুতে তাঁর বাসভবনেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

সুব্রহ্মণ্যপুর থানার অন্তর্গত ডোড্ডাকাল্লাসন্দ্রের গোকুলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা 37 বছরের কেএস প্রতিমাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । পুলিশ জানায়, প্রতিমাকে শ্বাসরোধ করে ও গলা কেটে খুন করা হয়েছে । তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না ৷ একাই থাকতেন ৷ আর তাঁর স্বামী ও সন্তান তীর্থহল্লিতে থাকেন ।

পুলিশ আধিকারিকদের মতে, প্রতিমা শনিবার রাত আটটার দিকে অফিস থেকে বাড়িতে পৌঁছন । বেঙ্গালুরু সিটির দক্ষিণ বিভাগের ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ সাংবাদিকদের বলেছেন, "রোজকার মতোই শনিবার রাত আটটার দিকে বাড়ি ফেরেন প্রতিমা । গতকাল রাতে ফোনে তাঁর সাড়া না পেয়ে আজ সকালে তাঁর বড় ভাই তাঁর বাড়িতে এসে প্রতিমার খুনের খবর জানতে পারেন । তিনিই পুলিশকে খবর দেন ৷"

ওই পুলিশ আধিকারিক আরও বলেন, "ফরেন্সিক ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে কাজ করছে । তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে । ঠিক কী ঘটেছে তা জানতে পারলে আমরা আরও তথ্য শেয়ার করতে পারব ।"

আরও পড়ুন: বৃদ্ধা পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

প্রতিমা গত চার থেকে পাঁচ বছর ধরে একই বাড়িতে বাস করছিলেন ৷ তিনি গত চার বছর ধরে বেঙ্গালুরু আরবানে কাজ করছিলেন বলে জানিয়েছেন ডিসিপি । তিনি জানান, শ্বাসরোধ করে গলা কেটে খুন করা হয়েছে ওই মহিলাকে ৷ তবে প্রাথমিকভাবে কোনও গয়না বা মূল্যবান জিনিসপত্র চুরি হয়নি । এই ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাইসুরুর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন যে, হত্যার তদন্ত করা হবে এবং কারণ এখনও জানা যায়নি ।

সিদ্দারামাইয়া বলেন, "আমি এইমাত্র এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি । আমরা খোঁজখবর নেব। মনে হচ্ছে তিনি একাই (বেঙ্গালুরুতে) ছিলেন, তাঁর স্বামী তাঁর নিজের গ্রামেই ছিলেন । কারণটি এখনও জানা যায়নি, আমরা এ সম্পর্কে অনুসন্ধান করব ।"

বেঙ্গালুরু, 5 নভেম্বর: কর্ণাটকে খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসাবে কর্মরত এক মহিলা ভূতত্ত্ববিদকে হত্যা করার অভিযোগ উঠল ৷ রবিবার বেঙ্গালুরুতে তাঁর বাসভবনেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

সুব্রহ্মণ্যপুর থানার অন্তর্গত ডোড্ডাকাল্লাসন্দ্রের গোকুলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা 37 বছরের কেএস প্রতিমাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । পুলিশ জানায়, প্রতিমাকে শ্বাসরোধ করে ও গলা কেটে খুন করা হয়েছে । তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না ৷ একাই থাকতেন ৷ আর তাঁর স্বামী ও সন্তান তীর্থহল্লিতে থাকেন ।

পুলিশ আধিকারিকদের মতে, প্রতিমা শনিবার রাত আটটার দিকে অফিস থেকে বাড়িতে পৌঁছন । বেঙ্গালুরু সিটির দক্ষিণ বিভাগের ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ সাংবাদিকদের বলেছেন, "রোজকার মতোই শনিবার রাত আটটার দিকে বাড়ি ফেরেন প্রতিমা । গতকাল রাতে ফোনে তাঁর সাড়া না পেয়ে আজ সকালে তাঁর বড় ভাই তাঁর বাড়িতে এসে প্রতিমার খুনের খবর জানতে পারেন । তিনিই পুলিশকে খবর দেন ৷"

ওই পুলিশ আধিকারিক আরও বলেন, "ফরেন্সিক ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে কাজ করছে । তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে । ঠিক কী ঘটেছে তা জানতে পারলে আমরা আরও তথ্য শেয়ার করতে পারব ।"

আরও পড়ুন: বৃদ্ধা পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

প্রতিমা গত চার থেকে পাঁচ বছর ধরে একই বাড়িতে বাস করছিলেন ৷ তিনি গত চার বছর ধরে বেঙ্গালুরু আরবানে কাজ করছিলেন বলে জানিয়েছেন ডিসিপি । তিনি জানান, শ্বাসরোধ করে গলা কেটে খুন করা হয়েছে ওই মহিলাকে ৷ তবে প্রাথমিকভাবে কোনও গয়না বা মূল্যবান জিনিসপত্র চুরি হয়নি । এই ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাইসুরুর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন যে, হত্যার তদন্ত করা হবে এবং কারণ এখনও জানা যায়নি ।

সিদ্দারামাইয়া বলেন, "আমি এইমাত্র এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি । আমরা খোঁজখবর নেব। মনে হচ্ছে তিনি একাই (বেঙ্গালুরুতে) ছিলেন, তাঁর স্বামী তাঁর নিজের গ্রামেই ছিলেন । কারণটি এখনও জানা যায়নি, আমরা এ সম্পর্কে অনুসন্ধান করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.