ETV Bharat / bharat

UP Train Loot: মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে গণধর্ষণ ও লুঠ, গ্রেফতার চার

গভীর রাতে চলন্ত ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে একের পর এক মোবাইল, টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা ৷ পাশাপাশি 20 বছরের এক তরুণীকে ধর্ষণও করল ৷ এই ঘটনায় ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

author img

By

Published : Oct 9, 2021, 2:35 PM IST

লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেস
লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেস

মুম্বই, 9 অক্টোবর : লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে (Lucknow-Mumbai Pushpak Express) ধর্ষণ ও লুঠ চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ইগতপুরী (Igatpuri) স্টেশন ও কসারা (Kasara) স্টেশনের মধ্যে ৷ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনার পর মুম্বই জিআরপি পুলিশ (Mumbai Government Railway Police, GRP) 4 জনকে গ্রেফতার করেছে ৷

মুম্বইয়ের জিআরপি পুলিশ কমিশনার (Mumbai GRP's Police Commissioner) কোয়াইসার খালিদ (Quaiser Khalid) জানান, ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই অপরাধমূলক কাণ্ডটি হয় ৷ তিনি একটি টুইট করে জানান, "অভিযুক্তরা ইগতপুরী (অওরঙ্গাবাদ রেলওয়ে ডিসট্রিক্ট) থেকে লখনৌ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের ডি-2 স্লিপার বগিতে ওঠে ৷ রাতে ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই অপরাধমূলক কাজকর্ম করে ৷"

  • With reference to Kalyan RPS CR. No. 771/21 the victim is twenty years old and she has been taken for medical examination by our lady officer. She is fine. We are collecting all evidences. The accused are being questioned by our team. We are checking their previous records.

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Youth Dies : রেললাইনে বসে গল্পে মশগুল যুগল, প্রেমিককে পিষে দিল ট্রেন

ট্রেনটি কাসারা পৌঁছাতেই যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ৷ জিআরপির কর্মী এবং আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ৷ আরেকটি টুইটে কমিশনার লেখেন, "নির্যাতিতার বয়স 20 বছর ৷ আমাদের 4 জন মহিলা আধিকারিক তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ৷ তিনি এখন ভাল আছেন ৷ আমরা সব রকম প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি ৷ আমাদের দল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে ৷ আমরা আগে কী ঘটেছিল, সে সব রেকর্ড দেখছি ৷"

  • We @grpmumbai have registered an offence vide CR Number 771/21 u/s 395, 397, 376(D), 354, 354(B) of IPC r/w 137 & 153 of Indian Railway Act at Kalyan RPS today. Accused boarded Lucknow-Mumbai Pushpak Express at Igatpuri( Aurangabad Railway district)in sleeper bogie D-2 (1/1)

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খালিদ জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এবং ক্রাইম ব্রাঞ্চের একটি দল তদন্ত করছে ৷ অভিযুক্তরা 96 হাজার 390 টাকা লুঠ করেছে ৷ যাত্রীদের থেকে বহু মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ৷ এখনও পর্যন্ত পুলিশ 34 হাজার 200 টাকার সম্পত্তি উদ্ধার করতে পেরেছে ৷

  • And started committing the crime through the Ghat area during the night. When the train reached at Kasara under our jurisdiction passengers called out for help. The officer and staff @grpmumbai immediately responded and we have apprehended four accused so far. DCP & team of (1/2)

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধৃতদের বিরুদ্ধে মুম্বই জিআরপি ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code, IPC) বিভিন্ন ধারায় ডাকাতি, ধর্ষণ-সহ একাধিক অভিযোগে কেস রুজু করেছে ৷

মুম্বই, 9 অক্টোবর : লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে (Lucknow-Mumbai Pushpak Express) ধর্ষণ ও লুঠ চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ইগতপুরী (Igatpuri) স্টেশন ও কসারা (Kasara) স্টেশনের মধ্যে ৷ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনার পর মুম্বই জিআরপি পুলিশ (Mumbai Government Railway Police, GRP) 4 জনকে গ্রেফতার করেছে ৷

মুম্বইয়ের জিআরপি পুলিশ কমিশনার (Mumbai GRP's Police Commissioner) কোয়াইসার খালিদ (Quaiser Khalid) জানান, ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই অপরাধমূলক কাণ্ডটি হয় ৷ তিনি একটি টুইট করে জানান, "অভিযুক্তরা ইগতপুরী (অওরঙ্গাবাদ রেলওয়ে ডিসট্রিক্ট) থেকে লখনৌ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের ডি-2 স্লিপার বগিতে ওঠে ৷ রাতে ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই অপরাধমূলক কাজকর্ম করে ৷"

  • With reference to Kalyan RPS CR. No. 771/21 the victim is twenty years old and she has been taken for medical examination by our lady officer. She is fine. We are collecting all evidences. The accused are being questioned by our team. We are checking their previous records.

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Youth Dies : রেললাইনে বসে গল্পে মশগুল যুগল, প্রেমিককে পিষে দিল ট্রেন

ট্রেনটি কাসারা পৌঁছাতেই যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ৷ জিআরপির কর্মী এবং আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ৷ আরেকটি টুইটে কমিশনার লেখেন, "নির্যাতিতার বয়স 20 বছর ৷ আমাদের 4 জন মহিলা আধিকারিক তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ৷ তিনি এখন ভাল আছেন ৷ আমরা সব রকম প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি ৷ আমাদের দল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে ৷ আমরা আগে কী ঘটেছিল, সে সব রেকর্ড দেখছি ৷"

  • We @grpmumbai have registered an offence vide CR Number 771/21 u/s 395, 397, 376(D), 354, 354(B) of IPC r/w 137 & 153 of Indian Railway Act at Kalyan RPS today. Accused boarded Lucknow-Mumbai Pushpak Express at Igatpuri( Aurangabad Railway district)in sleeper bogie D-2 (1/1)

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খালিদ জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এবং ক্রাইম ব্রাঞ্চের একটি দল তদন্ত করছে ৷ অভিযুক্তরা 96 হাজার 390 টাকা লুঠ করেছে ৷ যাত্রীদের থেকে বহু মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ৷ এখনও পর্যন্ত পুলিশ 34 হাজার 200 টাকার সম্পত্তি উদ্ধার করতে পেরেছে ৷

  • And started committing the crime through the Ghat area during the night. When the train reached at Kasara under our jurisdiction passengers called out for help. The officer and staff @grpmumbai immediately responded and we have apprehended four accused so far. DCP & team of (1/2)

    — Quaiser Khalid IPS (@quaiser_khalid) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধৃতদের বিরুদ্ধে মুম্বই জিআরপি ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code, IPC) বিভিন্ন ধারায় ডাকাতি, ধর্ষণ-সহ একাধিক অভিযোগে কেস রুজু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.