ETV Bharat / bharat

ভিন ধর্মে প্রেম, যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত বাবা-ভাই - গোরখপুর

ভিন ধর্মের যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর পরিবারের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের গোরখপুরের ঘটনায় ওই যুবতির বাবা ও ভাই সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

woman-burnt-alive-by-family-in-up-for-loving-man-of-different-faith
ভিন ধর্মে প্রেম, যুবতিকে পুড়িয়ে মারল পরিবার
author img

By

Published : Feb 15, 2021, 9:49 PM IST

গোরখপুর (উত্তরপ্রদেশ), 15 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের গোরখপুরে অনার কিলিংয়ের অভিযোগ ৷ ভিন ধর্মে প্রেমের সম্পর্কের জেরে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ নিহত যুবতির নাম রঞ্জনা যাদব ৷ এই ঘটনায় ওই যুবতির বাবা, ভাই, জামাইবাবু সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সোমবার পুলিশের তরফে একথা জানানো হয়েছে ৷

একটি মুসলিম ছেলের সঙ্গে সম্পর্কে থাকায় ওই যুবতিকে মারতে, তাঁর পরিবার বরুণ তিওয়ারি নামে এক ভাড়াটে খুনিকে দেড় লাখ টাকা দিয়ে নিয়োগ করে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘মৃতের বাবার নাম কৈলাস যাদব, ভাই অজিত যাদব, জামাইবাবু সত্যপ্রকাশ যাদব এবং অন্য আরেক অভিযুক্ত সীতারাম যাদবকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ৷ একটি মোটর বাইক ও পেট্রোলের ড্রাম খুনে ব্যবহার করা হয়েছিল ৷ সেগুলিকে পুলিশ উদ্ধার করেছে ৷ ভাড়াটে ওই খুনির খোঁজ চলছে ৷’’

আরও পড়ুন : ধর্ষণে ব্যর্থ, নাবালিকাকে ছাদ থেকে ধাক্কা 2 অভিযুক্তের

সাংবাদিক বৈঠক করে সন্ত কবীর নগরের পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘ 4 ফেব্রুয়ারি ধানঘাটা পুলিশ জিগিনা গ্রাম থেকে অর্ধেক আগুনে পোড়া এক যুবতির দেহ উদ্ধার করে ৷ এরপর স্থানীয় পুলিশ, সিসিটিভি ফুটেজ, নজরদারি এবং পুলিশ কুকুরের মদতে ওই যুবতির পরিচয় জানতে পারা যায় ৷ ওই যুবতির নাম রঞ্জনা যাদব, বাড়ি গোরখপুরের বেলঘাটে ৷’’ ওই যুবতির বাবা পুলিশকে জানিয়েছে, তার মেয়ে ভিন ধর্মের এক যুবকের সঙ্গে প্রেম করত ৷ কিন্তু, ওই যুবকের সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি না হওয়ায়, তাঁকে আগুনে পুড়িয়ে খুন করে তারা ৷

গোরখপুর (উত্তরপ্রদেশ), 15 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের গোরখপুরে অনার কিলিংয়ের অভিযোগ ৷ ভিন ধর্মে প্রেমের সম্পর্কের জেরে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ নিহত যুবতির নাম রঞ্জনা যাদব ৷ এই ঘটনায় ওই যুবতির বাবা, ভাই, জামাইবাবু সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সোমবার পুলিশের তরফে একথা জানানো হয়েছে ৷

একটি মুসলিম ছেলের সঙ্গে সম্পর্কে থাকায় ওই যুবতিকে মারতে, তাঁর পরিবার বরুণ তিওয়ারি নামে এক ভাড়াটে খুনিকে দেড় লাখ টাকা দিয়ে নিয়োগ করে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘মৃতের বাবার নাম কৈলাস যাদব, ভাই অজিত যাদব, জামাইবাবু সত্যপ্রকাশ যাদব এবং অন্য আরেক অভিযুক্ত সীতারাম যাদবকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ৷ একটি মোটর বাইক ও পেট্রোলের ড্রাম খুনে ব্যবহার করা হয়েছিল ৷ সেগুলিকে পুলিশ উদ্ধার করেছে ৷ ভাড়াটে ওই খুনির খোঁজ চলছে ৷’’

আরও পড়ুন : ধর্ষণে ব্যর্থ, নাবালিকাকে ছাদ থেকে ধাক্কা 2 অভিযুক্তের

সাংবাদিক বৈঠক করে সন্ত কবীর নগরের পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘ 4 ফেব্রুয়ারি ধানঘাটা পুলিশ জিগিনা গ্রাম থেকে অর্ধেক আগুনে পোড়া এক যুবতির দেহ উদ্ধার করে ৷ এরপর স্থানীয় পুলিশ, সিসিটিভি ফুটেজ, নজরদারি এবং পুলিশ কুকুরের মদতে ওই যুবতির পরিচয় জানতে পারা যায় ৷ ওই যুবতির নাম রঞ্জনা যাদব, বাড়ি গোরখপুরের বেলঘাটে ৷’’ ওই যুবতির বাবা পুলিশকে জানিয়েছে, তার মেয়ে ভিন ধর্মের এক যুবকের সঙ্গে প্রেম করত ৷ কিন্তু, ওই যুবকের সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি না হওয়ায়, তাঁকে আগুনে পুড়িয়ে খুন করে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.