ETV Bharat / bharat

Woman Kills Husband: প্রেমের পথে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন মহিলার - Lakhimpur Kheri Murder Case

লখিমপুর খেরিতে সামনে এল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা (Murder at Lakhimpur Kheri) ৷ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার অভিযোগ মহিলার বিরুদ্ধে ৷ পুলিশ নিহতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে (Woman Kills Husband) । হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ।

Woman Kills Husband
File Pic
author img

By

Published : Dec 31, 2022, 9:45 PM IST

লখিমপুর খেরি(উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: স্ত্রী'র পরকীয়ার জেরে খুন হতে হল ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির নিঘাসন কোতোয়ালি এলাকায় ৷ 12 ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করল পুলিশ । গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক (Police arrested two murderers) ৷

জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে প্রেম রয়েছে অন্য পুরুষের ৷ যা জেনে ফেলে স্বামী ৷ এরপর তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ান তিনি ৷ তাঁকে রাস্তা থেকে সরাতে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করে মহিলা ৷ তারপর দেহ বাড়ির পাশে পুঁতে দেয় । এই ঘটনায় খুনের অভিযোগে স্ত্রী জুলি ও তার প্রেমিক সন্তোষকুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে (Woman kills husband with lover help) ।

ইন্সপেক্টর অরুণকুমার সিং জানান, 30 ডিসেম্বর নিঘাসন থানায় খবর আসে সিংগাহি রোডের নিঘাসন শহরের বাসিন্দা এক ব্যক্তিকে তাঁর নিজের স্ত্রী খুন করেছে এবং দেহ বাড়ির কাছে পুঁতে রেখেছে । ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয় ৷ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে । পুলিশ নায়েব তহসিলদারের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় (Lakhimpur Kheri Murder Case) ।

আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে খুন ! জঙ্গল থেকে পাকড়াও স্বামী

এসপি সঞ্জীব সুমন সিও নিঘাসন থানার পুলিশের নেতৃত্বে একটি দল গঠন করেন এবং শীঘ্রই ঘটনাটির সত্য উদঘাটনের নির্দেশ দেন । এরপর 12 ঘণ্টার মধ্যে মৃতের স্ত্রী জুলি ও তার প্রেমিক সন্তোষকুমার পালকে গ্রেফতার করে দলটি (Woman and lover arrested)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জুলি জানিয়েছে যে গত পাঁচ-ছয় বছর ধরে সন্তোষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে ৷ তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তার স্বামী । তাই দু'জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে এবং দেহ বাড়ির পাশে জমিতে পুঁতে দেয় (Buried husband near house) ।

পুলিশ প্রেমিক সন্তোষ ও জুলিকে গ্রেফতার করে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে । ইন্সপেক্টর অরুণকুমার সিং জানান, দু'জনেই তাদের অপরাধ স্বীকার করেছেন ।

আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, অভিনেত্রী রিয়ার মৃত্যুতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার !

লখিমপুর খেরি(উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: স্ত্রী'র পরকীয়ার জেরে খুন হতে হল ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির নিঘাসন কোতোয়ালি এলাকায় ৷ 12 ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করল পুলিশ । গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক (Police arrested two murderers) ৷

জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে প্রেম রয়েছে অন্য পুরুষের ৷ যা জেনে ফেলে স্বামী ৷ এরপর তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ান তিনি ৷ তাঁকে রাস্তা থেকে সরাতে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করে মহিলা ৷ তারপর দেহ বাড়ির পাশে পুঁতে দেয় । এই ঘটনায় খুনের অভিযোগে স্ত্রী জুলি ও তার প্রেমিক সন্তোষকুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে (Woman kills husband with lover help) ।

ইন্সপেক্টর অরুণকুমার সিং জানান, 30 ডিসেম্বর নিঘাসন থানায় খবর আসে সিংগাহি রোডের নিঘাসন শহরের বাসিন্দা এক ব্যক্তিকে তাঁর নিজের স্ত্রী খুন করেছে এবং দেহ বাড়ির কাছে পুঁতে রেখেছে । ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয় ৷ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে । পুলিশ নায়েব তহসিলদারের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় (Lakhimpur Kheri Murder Case) ।

আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে খুন ! জঙ্গল থেকে পাকড়াও স্বামী

এসপি সঞ্জীব সুমন সিও নিঘাসন থানার পুলিশের নেতৃত্বে একটি দল গঠন করেন এবং শীঘ্রই ঘটনাটির সত্য উদঘাটনের নির্দেশ দেন । এরপর 12 ঘণ্টার মধ্যে মৃতের স্ত্রী জুলি ও তার প্রেমিক সন্তোষকুমার পালকে গ্রেফতার করে দলটি (Woman and lover arrested)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জুলি জানিয়েছে যে গত পাঁচ-ছয় বছর ধরে সন্তোষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে ৷ তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তার স্বামী । তাই দু'জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে এবং দেহ বাড়ির পাশে জমিতে পুঁতে দেয় (Buried husband near house) ।

পুলিশ প্রেমিক সন্তোষ ও জুলিকে গ্রেফতার করে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে । ইন্সপেক্টর অরুণকুমার সিং জানান, দু'জনেই তাদের অপরাধ স্বীকার করেছেন ।

আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, অভিনেত্রী রিয়ার মৃত্যুতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.