নয়াদিল্লি, 14 এপ্রিল: আবারও দিল্লিতে গণধর্ষণের অভিযোগ । ঘটনাস্থল দিল্লির মালব্য নগর। নির্যাতিতার দাবি, সামাজিক মাধ্যমে আলাপ হওয়া এক ব্যক্তি এবং তার সঙ্গীরা চাকরির লোভ দেখিয়ে এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে। সূত্রের খবর, ঘটনার প্রায় দু'বছর বাদে বুধবার মালব্যনগর থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন বছর উনিশের ওই নির্যাতিতা । তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ থেকে শুরু করে একাধিক ধারায় মামলা শুরু হয়েছে।
দিল্লিরই বাসিন্দা তরুণীর দাবি, 2020 সালের সেপ্টেম্বর নাগাদ অনুভব নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সামাজিক মাধ্যমে আলাপ হয় । তরুণীর একটি চাকরি প্রয়োজন ছিল। তাঁর দাবি, অনুভব তাঁকে মালব্য নগর মেট্রো স্টেশনের কাছে আসতে বলে। সেখানে গিয়ে তিনি দেখেন একটি গাড়িতে অনুভব ছাড়াও আরও দু'জন অপেক্ষা করছে। পরে তাদের সঙ্গে গাড়িতে ওঠেন তরুণী।
পুলিশকে তিনি জানান, তাঁকে বেগমপুরের কাছাকাছি কোনও একটি জায়গায় নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি গণধর্ষণের শিকার হন। তাঁর আরও অভিযোগ ঘটনার ভিডিয়ো পর্যন্ত করা হয়েছিল । পাশাপাশি পুলিশে অভিযোগ দায়ের করলে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল । শেষমেশ ভয় কাটিয়ে প্রায় দু'বছর বাদে পুলিশের দ্বারস্থ হলেন নির্যাতিতা। বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমের সাহায্যে অভিযুক্তের নাগাল পাওয়ার চেষ্টা হচ্ছে।
দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন নতুন কোনও বিষয় নয় । ধর্ষণ থেকে শুরু করে খুনের মতো বহু ঘটনার সাক্ষী দেশের রাজধানী। এক যুগ আগে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ড আজও কেউ ভুলতে পারেননি। দিল্লির আইন-শৃঙ্খলার ভার আবার কেন্দ্রীয় সরকারের। খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব রাজধানীকে সুরক্ষিত রাখা । তাই এ নিয়ে রাজনীতিও হতে থাকে নিয়ম করে। বিভিন্ন সময় বিধানসভা নির্বাচনে জিতে দিল্লির ক্ষমতায় আসা বিভিন্ন দল আইন-শৃঙ্খলা ভার তাদের উপরে দেওয়ার দাবি জানায় । এসবেরই মাঝেই নিরাপত্তার অভাবে ভোগা রাজধানীর কঙ্কালসার চেহারা প্রায়শই প্রকাশ্যে চলে আসে ।
আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে অজ্ঞান করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3